![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কখনই লটারী করি না কিন্তু মনে প্রানে বিশ্বাস করি যে আমার জীবনটাই একটা বড় লটারী।
১।
রক্ত-মাংসের দলা হয়ে থাক,
হোক না সে চর্বির আধার!
অস্থি বাদে বাকি সব মিশে যাক
শংকিত নই আমি আর-
শরীর, তোমাকে ভেবে।
শুধু আত্মা বেঁচে থাক।
তবু হৃদয় বেঁচে থাক।
২।
কোন এক ভিন্ন গ্রহে
অথবা কৃষ্ণগহবরে,
ভাষাহীন ব্যথারা একা-
চিৎকার করে।
ঘুমের ঘোরে-জ্বরে।
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
কথাকথিকেথিকথন বলেছেন: ১ বেশি ভাল লেগেছে ।