![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কখনই লটারী করি না কিন্তু মনে প্রানে বিশ্বাস করি যে আমার জীবনটাই একটা বড় লটারী।
আচ্ছা, একটা কাচা মরিচ কামড় দিয়ে দেখি।
ঝাল লাগে কি না!
তবে কি গায়ে চিমটি দেয়ার কথা ভাববো!
মনে হয় না কিছু টের পাবো।
গরম খুনতির ছ্যাকা দিয়ে দেখা যেতে পারে!!
আরে ধুর, কি সব ভাবছি।
যাচাই করার কি আছে?
নদীতে মাছের বদল লাশ;
যমুনা সেতুতে হেলে পড়া ট্রেন;
ফাস হয়ে যাওয়া প্রশ্নপত্র;
কোন কিছুই যখন নাড়া দিতে পারল না।
অসাড়তার আর কি প্রমান চাই?
(নারায়নগঞ্জের ৭ খুনের সময় লেখা, আজ ফেইসবুক রিমাইন্ডার দিল। আজও তো নিজেকে অসাড়ই লাগে। জাতিগত ভাবে দিন দিন অসাড় হয়ে যাচ্ছি। কোন কিছুই আর কারও গায়ে লাগে না।)
৩১ শে মার্চ, ২০১৭ রাত ৯:৪৩
উড়ুউড়ু বলেছেন: ধন্যবাদ সময় নিয়ে লেখা পড়ার জন্য
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫৭
খায়রুল আহসান বলেছেন: কবিতা ভাল লিখেছেন, সমসাময়িক পরিবেশ পরিস্থিতিতে একদিকে বোধের অসাড়তা, অপরদিকে বিবেকের শাসন, এই দ্বৈত অনুভূতি থেকে হয়তো এ কবিতার জন্ম হয়েছে। তবে কবিতায় আপনি যা বোঝাতে চেয়েছেন, শিরোনামের সেন্সলেস কথাটা দিয়ে কিন্তু ঠিক তা বোঝায় না।
অতএব, কবিতার শিরোনামটা পাল্টে দিয়ে অন্য কিছু লেখা যায় কিনা তা ভেবে দেখতে পারেন। আমার তরফ থেকে সাজেশন, বোধহীন, অসাড়তা, মূর্ছিত, অচৈতন্য, ইত্যাদি জাতীয় কিছু শব্দ এই সুন্দর কবিতাটির যথার্থ শিরোনাম হতে পারে।