![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কখনই লটারী করি না কিন্তু মনে প্রানে বিশ্বাস করি যে আমার জীবনটাই একটা বড় লটারী।
সব কিছু তো একই লাগে
ওই লেলিহান আগুন শিখা-
সাওতালের বাড়িতে
নাসিরনগরের পাড়ায় পাড়ায়
অথবা সীমানার ওপাড়ে
রহিঙ্গার বার্মায়......
আমার চোখে চশমা নেই বলেই কি?
রক্তকে আমি লালই দেখি...
লাশ পড়ে আর বিদ্রোহ জাগে...
আদিবাসি-সনাতন
অথবা মোসলমান
শাসকের চোখে সবই সমান
ক্ষমতার জাত নাই, ধর্ম নাই।
মুক্তিযুদ্ধের বাংলাদেশ-
শান্তির দূত সূচিতে
তাই খুব মিল খুজে পাই।
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৪৬
খায়রুল আহসান বলেছেন: আপনার চশমাহীন চোখের জ্যোতি আরো তীক্ষ্ণ হোক, সেই সাথে কলমের ধার ও গতিও।
সাদৃশ্য পড়ে ভাল লাগলো। + +