![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কখনই লটারী করি না কিন্তু মনে প্রানে বিশ্বাস করি যে আমার জীবনটাই একটা বড় লটারী।
তোমাদের এই অদ্ভুদ শহরে
নিশ্চুপের ভীড়ে শব্দেরা হারায়-
প্রতিনিয়ত।
যদি মাছ ধরার মত
ছিপি ফেলে, জাল পেতে
শব্দগুলো আটকানো যেত!
আমি তোমাদের রূপকথা শোনাই
সত্যি ঘটে যাওয়া রূপকথা।
কথার পিছে কথা গেঁথে গেঁথে
গল্পের মালা সাজাই।
অদ্ভুত শহরের নাগরিক চোখগুলো
দেয় উৎসুক-অবিশ্বাসী চাহনি।
সিনেমা রিলের মত চলা বাস্তব প্রতিটি
চিত্র অবলীলায় তুলে আনি।
আমার স্বরের ওঠা নামায়
হাজার বছরের পুথিপড়ার টান...
তোমাদের সভ্যতা,
তোমাদের রক-মেটাল-মেলোডি
যেখানে আজীবন ম্লান!
©somewhere in net ltd.