![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কখনই লটারী করি না কিন্তু মনে প্রানে বিশ্বাস করি যে আমার জীবনটাই একটা বড় লটারী।
(কবিতাটি জাফর ইকবাল স্যারকে ডেডিকেট করলাম)
তবে তাই হোক
যদি আমার কথা বলা বন্ধ করে দিতে চাও
আমি আর বলবো না।
শব্দেরা তোমার অসহ্য লাগে
মাঝে মাঝে বিরক্ত হও
বিব্রত হও, উচ্ছৃংখল হও তুমি।
তুমি জানো না
তোমার কানে হাত চেপে
কুচকে যাওয়া মুখ কতটা শ্রীহীন!
তবে তাই হোক
এক কথা না বলা-
শব্দহীন, মুক পৃথিবী!
যেখানে ঝিঝিপোকা ডাকে না
যেখানে বাঁশি আছে সুর নেই-
নেই কোন আবৃত্তি-গান।
তোমার স্বপ্নের জগত
যেখানে অবাধ্যতার সীমা নেই
শ্রদ্ধা নেই- বাধা নেই-ভালোবাসা নেই
বাইবেল নেই, কোরান নেই
নেই মিনারে আযান।
তবে তাই হোক
আমি নির্বাক হয়ে যাই
পাখিরা বোবা হয়ে যাক
সদ্য প্রসূত শিশু আর না কাঁদুক।
কিন্তু তুমি জানবে না
দুইটি কর্ণ বৃথা তোমার
হৃদপিন্ডের সরনই জীবন নয়
সেখানে থাকতে হয় প্রাণ।
০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৪:১২
উড়ুউড়ু বলেছেন: জাফর ইকবাল স্যার এখনই এই দেশকে নিয়েই সপ্ন দেখেন এবং দেখান। তিনি এখনও "মানুষকে সবসময় বিশ্বাস করবে, মানুষ কখনো খারাপ হতে পারে না" এটা মেনে চলেন। তাইতো আক্রান্ত হবার পরও বলেছেন, ওকে মারধোর কর না। এই শিক্ষার আচটুকুও যদি অন্ধ ফয়জুর বা তার শিক্ষকদের থাকতো!
২| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ৮:৫৬
আবু আফিয়া বলেছেন: কবিতাটি ভাল লেগেছে, ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৮ রাত ১১:৪১
রাজীব নুর বলেছেন: এই বাংলাকে নিয়েই স্বপ্ন দেখতো মুহম্মদ জাফর ইকবাল স্যার!
ওনার একটা বইয়ে পড়েছিলাম, "মানুষকে সবসময় বিশ্বাস করবে, মানুষ কখনো খারাপ হতে পারে না"..
হায়রে আমার দেশ!