![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নবাজ, স্বপ্নের ভিতরেই বসবাস.........দিনকাল মোটামোটি রকমের যায়। বেশী উচ্চাভিলাষী তো এই জন্যই বোধ হয় সব কিছুই মোটামোটি। স্বপ্নের সাথে বাস্তবের সংযোগ ঘটাতে সদা সতরক.........তারপরও ব্যর্থতা ভিড় করে জীবনের আঙ্গিনাতে। এটাই মনে হয় জীবন যদিও জীবন নিয়ে আমার ধারনাটা একেবারেই প্রাথমিক লেভেলে.........তারপরও যাচ্ছে জীবন.........
পারলে উত্তর দেন দেখি। দেখি আপনার মুরদ!!!
*পানির নিচে কাদতে পারবেন?
*মাছরা কখনো তৃষ্ণার্ত হয়?
*পাখি কেন গাছ থেকে পড়ে যায় না যখন সে ঘুমায়?
*পুরুষ লেডি বার্ডকে কি বলে ডাকবেন?
* যখন এটা অলরেডী হয়ে গেছে তখন ও কেন ইহাকে বিল্ডিং বলা হয়?
* গোলাকার পিজ্জা বর্গাকার বক্সে আসে কেন?
*আঠার বতলে আঠা লেগে যায় না কেন?
* ঘোড়া দাড়াইয়া ঘুমানির পরেও কেন দাড়ানি থিকা পইরা যায় না?
* জেব্রার কালার ছবি ক্যামনে তোলা যেতে পারে?
০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:২১
আরিফ্ ৯১ বলেছেন: ভাই দারুন প্রশ্ন। আমি কি পোস্ট টা এডিট করমু? জানায়েন!!
২| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:১৮
রুমানবিডি বলেছেন: আমার মুরদ!!! মাইনাস
০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:২০
আরিফ্ ৯১ বলেছেন: হে হে হে। ঐ আপ্নের মুরদ মাইনাচ পর্যন্তই!!!
৩| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:১৯
মুরুববী বলেছেন: "কিছু ইন্টারেস্টিং প্রশ্ন যাহার উত্তর কারো কাছেই নেই"
ইন্টারেস্টিং ঠিক আছে। কিন্তু উত্তর কারো কাছে থাকবে না কেন ??? আমিতো সবকয়টার উত্তরই দিতে পারি।
ভুল টাইটেলের কারনে মাইনাস।
০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:২৩
আরিফ্ ৯১ বলেছেন: হ আপ্নে পারেন তো। তো দিলেন না ক্যা!!! ভুল উত্তর দিলে কইলাম আপ্নের ব্লগে গিয়া আমিও মাইনুস দিমু, বুইজেন!!
৪| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:২৩
নীল_পদ্ম বলেছেন: * গোলাকার পিজ্জা বর্গাকার বক্সে আসে কেন?
গোলাকার বক্সের চেয়ে বর্গাকার বক্সে বহন করতে সুবিধা।
০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৪৭
আরিফ্ ৯১ বলেছেন: ঐ মিয়া আমারে কন ক্যা। আমি কি এর উত্তর জানি নাকি। ধুর মিয়া মানুষ হইলেন না!!
৫| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:২৩
অরক্ষিত মাহফুজ বলেছেন: আমি ডাইভিং মাস্কপইড়া কান্তে পারুম পানির ভেতর ..................।।
০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৩৭
আরিফ্ ৯১ বলেছেন: হে হে হে। মাহফুজ ভাইয়ের মাথায় বুদ্ধির ঢেউ খেলা করে!!!
৬| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:২৪
তায়েফ আহমাদ বলেছেন: ওরে............ব্লগে নতুন মুরোদ মাপার মেশিন আইছে রে.............
০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:২৭
আরিফ্ ৯১ বলেছেন: খিক খিক! মেশিন কই পাইলেন!!
৭| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:২৭
দুষ্টু রোমান্টিক বলেছেন: আপনার মুরোদ কতখানি বলেন তো : দুষ্টুরা রোমান্টিক হয় নাকি রোমান্টিক লোক দুষ্টু হয়????
০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৩০
আরিফ্ ৯১ বলেছেন: আমি তো ২ টাই। ক্যামনে কই?? যে রোমান্টিক অথবা খালি দুষ্টু তারে জিগাইলে ভাল হয় না!!!
৮| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:২৭
টেকনো বলেছেন: ব ......
০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৩২
আরিফ্ ৯১ বলেছেন: ভাই শব্দ টা কি ৩ অক্ষরের!! ৩ অক্ষরের হইলে আমি বুজতে পারছি। আমি যদি প্রশ্ন কইরা ব হই আপ্নে তাইলে উত্তর না পাইরা কি হবেন??
৯| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:২৮
পলাশ আহমেদ বলেছেন: রুমানবিডি বলেছেন: আমার মুরদ!!! মাইনাস
০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৪৫
আরিফ্ ৯১ বলেছেন: রুমান বিডির উত্তর আপ্নের জন্য ও প্রযোজ্য!!
১০| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:২৮
আমি রোদের ছেলে বলেছেন: আরো প্রশ্ন আসুক। প্রশ্ন করতে পারাটা একটা যোগ্যতা। মনে বেশি বেশি প্রশ্ন আসা জরুরী।
০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৪৪
আরিফ্ ৯১ বলেছেন: হুম। আপ্নেউ ২ ৪ টা এরকম প্রশ্ন দিলে আমার পোস্ট টা আর একটু দীর্ঘ হইত, তাই দয়া কইরা যদি.................................।।
১১| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:২৯
লাবিব ইত্তিহাদুল বলেছেন: সবগুলার ই উত্তর আছে।
০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৫০
আরিফ্ ৯১ বলেছেন: আল্লাহ মালুম!! :>
১২| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:২৯
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: Click This Link
০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৫৫
আরিফ্ ৯১ বলেছেন: আমি পিলাচ দিতে লাইক করি। আপ্নের জন্য ও ১ টা!!!
১৩| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:২৯
আশীষ কুমার বলেছেন: ১. কান্না মানেই চোখের জল ফেলা নয়। তাই পানির নিচেও সম্ভব।
২. সারাদিন পানিতে থাকলেই যে তৃষ্ণা পাবে না এমন নয়। তাই মাছেরও তৃষ্ণা পেতে পারে।
৩. এটা পাখির একটা বিশেষ গুণ। পা দিঢে ঢাল আটকে রাখতে পারে।
৪. নাম যেহেতু রেডি বার্ড তাই লেডি বার্ডই ডাকুন।
৫. একই শব্দের অনেক অর্থ হতে পারে। এটা আপনার জানা কথা।
৬. গোলাকার জিনিস বহন কষ্টকর। গোলাকার বক্সে কাগজ অপচয়। একই ব্যাপার গোলাকার কলমের ক্ষেত্রে।
৬. সব পদার্থ সব এডহেসিবের জন্য কার্যকর নয়। সুপার গ্লু এর বক্সে বিশেষ উপাদান থাকে। আর আপনি আইকা দিয়ে প্লাস্টিক জোড়া লাগাতে পারবেন না।
উত্তরতো পেলেন, এবার কি নিরুত্তর?
০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৩৯
আরিফ্ ৯১ বলেছেন: হা হা হা আপনাকে বেশ সিরিয়াস পাবলিক মনে হচ্ছে। আমার পোসটের চেয়ে দেখি আপ্নের কমেন্ট ই অনেক বড়। পরে চিন্তা কইরা দেখমু, আপ্নের উত্তরে কোন রুপ জাল আছে কিনা।
১৪| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৩৩
সাজ্জাদ হোসেন শান্ত বলেছেন: আরও একটা প্রশ্ন যোগ করেন:- আরিফ্ ৯(লেখক) একটা ছাগল কেন ??
আপনার খাইয়া দাইয়া আর কোন কাম নাই !!!!
০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৩৫
আরিফ্ ৯১ বলেছেন: খাইলে দাইলে আর কোন কাম থাকে? আপ্নেই কন!! সবসময় যদি এত্ত সিরিয়াস মুডে থাকেন, তাইলে দেশ চলব কেম্পতে কন তো!!
ধন্যবাদ!
১৫| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৩৬
জাহাজী পোলা বলেছেন: হুম। একটিভ ব্লগার তাই পেলাছ।
চেষ্টা করুন হয়ে যাবে ।
০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৪৯
আরিফ্ ৯১ বলেছেন: কি চেস্টা করমু এইডাই তো কইলেন না!!!
১৬| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৩৮
আলিসন আলভা বলেছেন: মাইনাস
০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৫৭
আরিফ্ ৯১ বলেছেন: উলে মজা লয়ে!! আরে মিয়া। প্রশ্নের উত্তর পারেন না! আবার মাইনাচ দেন। মাইনাচ তো আমার দিবার কতা!! :>
১৭| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৪৯
মাহমুদডবি বলেছেন: পাখির পেশীর শেষ প্রান্ত থেকে একধরনের মোটা সুতার মত অংশ বের হয় এর নাম কন্ডরা। এটাই পাখিকে না পড়তে সাহায্য করে।
০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৫৯
আরিফ্ ৯১ বলেছেন: সত্যি বিষময়কর!! হা হা হা
১৮| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১:০০
জাহাজী পোলা বলেছেন: মাইনাশের নয়া রেকর্ড
০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১:০৭
আরিফ্ ৯১ বলেছেন: খিকজ!!! আফনে দেহি ব্লগের শত্রু। আমারে পিলাচ দিয়া রেকর্ড তৈরিতে বাধা দিছেন!!!
আর কই মাইনাচ পড়া থেমে গেসে!!
১৯| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১:১৬
লিঙ্কনহুসাইন বলেছেন: এর উওর কি আপনে জানেন ?
০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১:১৮
আরিফ্ ৯১ বলেছেন: না জানি না! চিন্তাই তো করি নাই।
২০| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১:২০
আলিসন আলভা বলেছেন: Eta hocce bakshali niti ......
০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১:২৫
আরিফ্ ৯১ বলেছেন: পুলিটিক্স বয় পাই!! আপ্নে বাকের ভাইয়ের শালী আগে কইবেন না!! চা খাবেন না বিস্কুট!!
২১| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১:২৪
শিকারী বলেছেন:
আমি ঘুমাইলে চোখে দেখি না, এইটা এড করেন!
০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১:২৭
আরিফ্ ৯১ বলেছেন: ঐ মিয়া এইডা কোন প্রশ্ন হইল? আপ্নে দেখেন না! এইডা আপ্নের নিজের প্রব্লেম! অন্য সবাই তো দেখে ( আমিও)।
২২| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১:২৯
দু-পেয়ে গাধ বলেছেন: পুরান মালের বাংলা অনুবাদ। মাইনাচ দিবার মঞ্চায়।
০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১:৩৫
আরিফ্ ৯১ বলেছেন: দিলেন না যে!! যত পুরান ই হউক। কুপি পেস্ট তো আর মারি নাই!!!
২৩| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১:৩০
শিকারী বলেছেন:
হাতির কেন শিং নাই? এড করেন!
০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১:৩৮
আরিফ্ ৯১ বলেছেন: শিকারী মানুষ সারাদিন হাতি ,ঘোড়া, গরু, ছাগল নিয়া থাকেন!
জাতি আপনার কাছ থেকে অনেক ভাল কিছু আশা করে!! ( আমার প্রশ্নগুলোর মত) ।
২৪| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১:৩১
সবুজ মানব বলেছেন: যা বুঝলাম,লেখক বাদে সবার লেখাই সুন্দর হইছে !
০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১:৪০
আরিফ্ ৯১ বলেছেন: মিছা কতা আমি একদম সহ্য করি না। আমি তো আর সবার মত ইউনিজয় দিয়াই লিক্সছি। আমার টা পচা হইল ক্যামনে?
২৫| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১:৪২
প্রিন্স (নাভানার সিভিল ইঞ্জি:) বলেছেন: মেয়ে বিবাহিত না অবিবাহিত এইটা কেমনে বুঝন যায়??..
০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১:৫৫
আরিফ্ ৯১ বলেছেন: ফেসবুকে মেয়ের রিলাশনশিপ স্টেটাস দেখলেই তো বুঝা যায়!!
আমার উত্তরে আপনি আহত বা নিহতে হলে আমি দায়ী থাকব না!!!
২৬| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ২:০৩
শিকারী বলেছেন:
উপরের প্রিন্স কোন কিংয়ের সন্তান? প্রশ্নটা এড করেন!
০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ২:১৩
আরিফ্ ৯১ বলেছেন: প্রশ্ন টা নিজেই একটা এড। আমি আর কি এড করমু!
২৭| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ২:০৪
আরিফ্ ৯১ বলেছেন: যাই হোক কমেন্টের দিক দিয়া আমার মেইডেন হাফ প্যান্ট চুরি হইল!! আমারে ফুল প্যান্ট কিন্না দিয়েন আপ্নেরা!!
:>
২৮| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ২:০৭
হু-কেয়ারস বলেছেন: জেব্রার কালার ছবি ক্যামনে তুলুম......।
০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ২:১৬
আরিফ্ ৯১ বলেছেন: এইডা চরম। দারান দিতাছি!!
যারা ফটোগ্রাফীতে পারদর্শী তারা হয়ত বলতে পারতে পারেন।
২৯| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ২:০৭
এম চৌধুরী বলেছেন: অসাধারণ সব প্রশ্ন লিখেছেন। আসলেই চ্রম লাগল।
মাইনাস।
০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ২:২০
আরিফ্ ৯১ বলেছেন: মাইনাচ একটি সংক্রামক রোগ। যাহা আপনার শরীরে কোন চিপা দিয়া প্রবেশ করছে তাহা আপনি জানেন না!! অতএব সাবধান!!!
৩০| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ২:০৮
জন্ম থেকে জ্বলছি বলেছেন:
০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ২:২১
আরিফ্ ৯১ বলেছেন: আমারে ভেঙ্গাইলে আমিও ভেঙ্গামু। আমার ও জিব্বা আছে। এই যে আমার জিব্বা
৩১| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ২:২০
মাহমুদডবি বলেছেন: বুঝতে হবে গ্যান দিয়া গরু বাধলাম না ছুটল কি ভাবে ?
০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ২:২৫
আরিফ্ ৯১ বলেছেন: গরু ক্যামনে ছুটছে তা তো কইতে পারতাম না! তয় আফনে ছাড়া পাইছেন কবে???
৩২| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ২:২৮
শিকারী বলেছেন:
খাওয়ার পরে ক্ষুধা মরে যায় ক্যান, প্রশ্নটা এড করেন|
০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ২:৩৮
আরিফ্ ৯১ বলেছেন: মরলে আবার আসে ক্যামনে? বলেন ঘুমিয়ে পড়ে কেন?
আম জনতার সাথে যায় না!! ভাল কিছু ভাবেন। ক্রিয়েটিভ কিছু যা দিয়ে মনের খরাক জুটবে, গেনের না!!! :#>
৩৩| ০৬ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৩৭
সবুজ মানব বলেছেন: আমরা সবাই ফোনেটিক দিয়া লিখছি
০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১:০৩
আরিফ্ ৯১ বলেছেন: হুম। আবার মিছা কতা!! আপনেরে সামনে পাইলে কি করতাম জানেন???
১টা ফ্রুটীকা কিন্না দিতাম!!!
৩৪| ০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১:২৭
সবুজ মানব বলেছেন: আপনেরে সামনে পাইলে কিতা করতাম কইন্চেন দেহি?
আপনের কালার ছবি তুইল্ল্যা দিতাম!
০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ২:৫১
আরিফ্ ৯১ বলেছেন: আচ্ছা দিয়েন! আর ঐ ফ্রুতিকার বিল আমি দিতাম না। আপ্নেই দিয়েন। ভাংতি নাইক্কা!
৩৫| ৩০ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০২
শব্দ-সওয়ারী বলেছেন: মুরোদবাবা , কুইঞ্চেন দেহি, আন্নে চোখ খুলা রাখি "হ্যাঁচ্চো" দিবার হাইরবেন্নি ?
অথবা, কম্প্যু থেইক্কা "রিসাইকেল বিন"-রে ডিলিটাইতে হাইরবেন্নি ?
৩০ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:০৬
আরিফ্ ৯১ বলেছেন: কঠিন!!! মুরোদ বাবা তো আন্নে ভাই। আমি তো কেবলা বাবা!!
হাচির ডা ট্রাই করমু কতা দিলাম।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:১৬
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: আরেকটাঃ ঘোড়া দাড়াইয়া ঘুমানির পরেও কেন দাড়ানি থিকা পইরা যায় না?