নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঊষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত

উৎসব সরকার

I Am 99% Honest Man

উৎসব সরকার › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা নয়, মেয়েটির পছন্দ অর্থ

১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০২

ভালবাসা নাকি অন্ধ। অনেক শুনেছি। টিভি কিংবা সিরিয়ালেও অহরহ এমনটাই দেখি। তবে আমার ভালবাসা অন্ধ কিনা তা জানিননা। এটুকু বুঝি, সে ছাড়া আমার জীবন পরিপূর্ণ নয়।



জীবনে ইনজেকশনের সুচ দেখলে আমার ১০০ ডিগ্রি জ্বর চলে আসে। রক্ততো দেকতেই পারিনা। কিন্তু কি করব, তাকে এতটাই ভালবাসি যে একবার রক্ত না ঝড়িয়ে পারলাম না। তার জন্মদিনের নির্ধারিত দিনের আগের থেকেই জানিয়ে রেখেছিলমা- তোর জন্মদিনে কিন্তু আমার জন্য সামান্য কিছু সময় রাখবি। আমি তোর সাথে দেখা করব। জাস্ট কেক কাটবি আর চলে যাবি। সে আসেনি। কিন্তু আমি কেক আর মোমবাতি নিয়ে সন্ধ্যায় নির্ধারণকৃত জায়গায় ঠিকই গিয়েছিলাম। তাকে পাইনি। অভিমানে কেক আর মোমবাতি ছুড়ে ফেলেছিলাম ধানমন্ডি লেকের পাশে। পরে রুমে ফিরে ব্লেড দিয়ে হাত কেটে তার নাম লিখেছিলাম। যা আজও সযত্নে আমার মানিব্যাগে রয়েছে।



ভালবাসার গল্পটার শুরু ২০০৯-এর দিক। ওর আসল নাম বললে সমস্যা হতে পারে। তাই বলতে চাইনা। তবে আমি ওর একটা নাম দিয়েছিলাম। আমার মনের আকাশে রঙ্গিন প্রজাপ্রতি। আমি ওকে বাটারফ্লাই বলে ডাকতাম। যাই হউক, আমাদের সম্পর্কের শুরুটা হয়েছিল মুঠোফোনের মাধ্যমে, বন্ধুত্ব দিয়ে। আমিই ওকে বন্ধুত্বের প্রস্তাব দিয়েছিলাম। ব্যস আমার বন্ধুত্ব গ্রহণও করেছিল। মাঝে কিছুটা সময় বেশ আনন্দেই কাটিয়েছি। কখনো অভিমান, আবার কিছুসময় পরেই সবঠিক। এভাবেই চলছিল।



সবলোক বাবা-মায়ের একমাত্র মেয়ে। ধনীর দুলালি। একসময় ওর প্রতি দুর্বল হয়ে পরলাম। বিষয়টি হয়তোবা বাটারফ্লাইও বুঝতে পারতো। বলতো, ঈশ্বর তোর মনের আশা পূরন করুক। বলতাম কবে? আর যাকে চাই সে রাজি না হলে ঈশ্বর কিভাবে মনের আশা পূরন করবে। সে বলতো অপেক্ষা কর।



এরই মধ্য সে ঢাকায় একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে দামী একটি বিভাগে ভর্তি হল। তখন ওর একজন ডাক্তার বন্ধুর প্রয়োজন পড়ল। যদিও আমাকে আগের থেকেই বলত, ওর পরিবারেরর নাকি ডাক্তার ছেলে প্রয়োজন। যাই হউক, আমার এক বন্ধু নামকরা একটি মেডিক্যাল কলেজে পরত। একই এলাকার হওয়ায় ওকে বাটারফ্লাই খুব ভালোমতোই চিনত। যাই হউক, ঢাকায় পা দেয়ার পরেই সে আমার কাছ থেকে আমার সে বন্ধুটির নম্বার নিল।



সম্পর্কের নষ্টের শুরুটা সেদিন থেকেই। আমার সে ডাক্তার বন্ধুকে আগেই বলে রেখেছিলাম। বন্ধু আমি কিন্তু ওকে আমার জীবনের চেয়েও বেশি ভালবাসি। সো তুমি এমন কিছু করোনা যাতে আমাদের তিনজনেরই ক্ষতি হয়। ও আমার কাছে প্রমিস করেছিল। যাই হউক, রাত ১২টা। বাটারফ্লাইয়ের ফোনে কল দিলাম। ওয়েটিং। আমার সে বন্ধুটির ফোনও তাই। আবার বাটারফ্লাইকে। স্টিল ওয়েটি। প্রায় আধা ঘন্টা পর বাটারফ্লাই আমার ফোন ধরে রাগতস্বরে বলল, এতবার কেন ফোন দিচ্ছিস। আমি বললাম কার সাথে কথা বলছিলি। বলল, আমার ঢাবির এক বান্ধবির সাথে। বুঝলাম মিথ্যা। আমার ডাক্তার বন্ধুটিতো আমার ফোনই রিসিভ করল না। পরে টেক্সট করে বলল, মন ভালো নেই। আজ আর কথা বলতে পারব না। এভাবেই চলতে থাকল। দুজনের রসায়নও বেশ জমে গেল। এই নিয়ে আমি ওকে প্রথমবারের মতো বললাম আমি তোকে ভালবাসি। এর মধ্য আমার এক বন্ধুর সঙ্গে বিষয়টি শেয়ার করায় সে আবার ডাক্তারকে হুমকি দিল। ব্যস সুযোগমতো এই কথাটি কনফারেন্সে বাটারফ্লাইয়ের কাছে বলে দিল ডাক্তার। আমি হয়ে গেলাম বাজে ছেলে। পরে ডাক্তারেরর কিছু বাজে বন্ধু এবং বাটারফ্লাইয়ের কিছু বড় ভাইয়ের মাধ্যমে আমাকে দুবার শারীরিকভাবে লাঞ্চিত করা হলো।



এভাবেই কেটে যাচ্ছিল। ওর সঙ্গে এরপরও কথা বলতাম। হয়তো ২-৩ মাস পরপর। আমি ওকে প্রায় ৫ বছর ধরে ভালবাসি। ওর সঙ্গ কথা বলব না বলে ঠিক করলেও আবার কিছুদিন পরই ফোন দেয়।



সর্বশেষ ঘটনা বৃহনস্পতিবার রাত মানে শুক্রবার। আমা ওর কাছে জানতে চেয়েছিলাম আমার ভালবাসা প্রত্যাখান করার কারণ কি। তখন ও আমাকে সরাসরি না বললেও ও আবার আগে একই পাড়ার যে ছেলেটিকে ভালবাসত তার কথা উল্লেখ করে যা বলল তা হলো...

১, সুন্দর হতে হবে।

২. অনেক টাকা থাকতে হবে।

৩. ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো হতে হবে।

৪. শিক্ষিত হতে হবে।

৫. অহংকারী মানে ভাব থাকতে হবে।

৬. সুন্দর একটা জব করতে হবে।



সংক্ষেপিত।



E-mail: [email protected]





মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

যোগী বলেছেন: আপনি আপনার বন্ধুকে বলেছিলেন "বন্ধু আমি কিন্তু ওকে আমার জীবনের চেয়েও বেশি ভালবাসি।"

এখন সে নাই, তার মানে আপনার জীবনও থাকার কথা না। বুঝলাম না মইরা যাওয়ার পর আপনে কেমনে এই পোষ্ট দিলেন? ]
ব্যাপারটা একটু বুঝায়া কন ভাই, আমি পুরাই কনফিউজ্ড!

২| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

উৎসব সরকার বলেছেন: সত্যিই, আমি ওকে আমার জীবনের চেয়েও বেশি ভালবাসি। তাইতো ওর অপেক্ষায় এতদিন ছিলাম। বেশ কয়েকটা মেয়ের ভালবাসাও ফিরিয়ে দিয়েছি। তবে শুক্রবার যখন ও বলল, আমার ভালবাসায় সাড়া না দেয়ার কারণটা হলো অর্থ। তখন নিজেকে গুটিয়ে না নিয়ে পারলাম না। আর যাই হউক যে মেয়ে মানুষের মনকে নয়, অর্থকে ভালবাসে তার জন্য জীবনের ক্ষতি করার কোনও মানেই হয়না।

৩| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

ক্ষণিকের আগুন্তক বলেছেন: টাইটেল টা বেশি জোশ হইছে :-P ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.