| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৈশাখে অনেকে ইলিশ না খাওয়ার আহবান জানাচ্ছেন। ব্যক্তিগতভাবে আমিও তাদের সঙ্গে একমত যে, নববর্ষের সঙ্গে ইলিশ-ভোজের সম্পর্ক নেই। কাজেই প্রজননের সময়ে মা ইলিশরা এই ছাড়টুকু পেতেই পারে।
কিন্তু ইলিশ যদি জেলেরা নদী থেকে ধরেই নিয়ে আসেন এবং সেসব নানা হাত ঘুরে বাজারেও বিক্রী হতে থাকে, মানুষ ইলিশ না খেলেই বা মা ইলিশের কি আসে যায়! এমন তো নয় যে ১ বৈশাখে ইলিশ না খেলে বাজারের মা ইলিশগুলো আবার নদীতে গিয়ে ডিম পেড়ে আসবে।
সুতরাং প্রজননের সময় ইলিশ না খাওয়ার নয়, না ধরার আহবান জানান। (তারেক ভাইয়ের ফেসবুক থেকে নেওয়া)
©somewhere in net ltd.