| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুই টাকা চেয়েছিলেন। ভিক্ষা নয়, ভাড়া। তারজন্য এভাবে গালিগালাজ তাও আবার বাবা-মাকে তুলে!
মিরপুর থেকে ফার্মগেট- কারওয়ান বাজার পর্যন্ত সিটিং বাসের (বিহঙ্গ, ইউনাইটেড, বিকল্প, আয়াত, এনা) ভাড়া ১৫ টাকা। ২-৩ জন যাত্রী দাড়িয়ে ছিলো বলে আপনি তাকে ১০ টাকা ভাড়া দিলেন। অল্প বয়সী ছেলেটা (কন্ড্রাকটার) তো আপনাকে ভদ্র ভাষায় বললেন, আর ২ টাকা দ্যান। এতেই আপনি তেলে-বেগুনে জ্বলে উঠলেন? বাবা-মা তুলে গালিগালাজ করা শুরু করলেন। আরও কত সব অসভ্য ভাষাও ব্যবহার করলেন।
আরে ভাই, ২ টাকা বেশি দিলে কি এমন ক্ষতি হয়। এখনকার দিনে একজন ফকিরকেও মানুষ ২ টাকার নিচে ভিক্ষা দেয় না। আপনি কি জানেন, অল্প বয়সী সেই ছেলেটা দিন-রাত কতটা পরিশ্রম করে, তার পারিশ্রমিক কত? আরে সে তো আর আপনার কাছে ভিক্ষা চায়নি। চেয়েছিল, ন্যায্য বাস ভাড়া। তার জন্য, এভাবে তাকে অপমান করতে হবে।
বুঝেছি, আপনি হয়তো ‘ভিভিআইপি’ কোনও চাকুরীজীবী অথবা ব্যবসায়ী। তো, পাবলিক বাসে কেন উঠেছেন? আপনার তো চলাফেরা করা উচিত নিজস্ব গাড়িতে। যদি গাড়ি কেনার সামর্থ্য-ই না থাকে তাহলে পাবলিক বাসে এত্তো বড়লোকি চাল দেখিয়ে কি প্রমান করতে চান?
না, আপনি হয়তো তার পেশাটাকে ছোট হিসেবে দেখছেন। আরে, ভাই আপনি কি জানেন, ইউরোপ কান্ট্রিতে বড়লোকের স্কুলপড়ুয়া ছেলেমেয়ারও পরীক্ষার পর হোটেল ছাড়াও বিভিন্ন জায়গাতে কাজ করে উপার্জন করেন। তাছাড়া আপনার বোধহয় জানা নেই, কোনও কাজ-ই ছোট নয়। সে তো আর অবৈধ কোনও কাজ করে জীবিকা নির্বাহ করছে না। দিন-রাত কঠোর পরিশ্রম করে সে তার ও তার পরিবারের জন্য ডাল, ভাত, বাসস্থানের ব্যবস্থা করছে।
আর যায় হোক, আপনি যে শিক্ষিত নন, তা তো আপনার কথা-বার্তাতেই পরিস্কার। তবে আপনার জ্ঞাতার্থে এই তথ্যটা দিতে চাই, আমরাই কিন্তু জোর করে বাসে উঠি। অফিস শুরু কিংবা শেষের পর বাসে ওঠার জন্য ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকতে হয়। তখন সিটিংভাবে আসা বাস না নিলে আপনি গালি দেন আবার নিলে ভাড়া কম দেন, এখন বলুনতো তাহলে উনারাই বা কি করবেন?
মনে রাখবেন, আমরা সবাই মানুষ। আজ হয়তো তিনি বাসের কন্ড্রাকটার। একবার ভাবুন তো তার জায়গায় আপনিও থাকতে পারতেন! কোনও পেশাকেই ছোট হিসেবে না দেখে মানুষকে ভালবাসুন। মানুষের পেশাকে সম্মান করুন। অপমান করে কাউকে ছোট করা কিংবা কাঁদাতে পারার মধ্যে কোনও গৌরব নেই বরং কারো মুখে হাসি ফুঁটাতে পারার মধ্যেই রয়েছে স্বর্গের আনন্দ...।
২|
১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সিভিলাইজেশনের অভাব আছে আমাদের সমাজে।
৩|
১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
রূপক বিধৌত সাধু বলেছেন: এ ধরণের ছোটলোকের অভাব নেই এদেশে! খুব খারাপ লাগে নিজের কাছে ।
৪|
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাসে/টেম্পুতে প্রায়ই একটা দুইটা মানুষ পাওয়া যায় ২/১ টাকার জন্য হুলুস্থূল বাঁধিয়ে দেয়...। জানিনা এদের বংশ পরিচয় কী?
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫০
গেম চেঞ্জার বলেছেন: এই দেশের সুগতি হবে কবে কে জানে! এখনো মানসিকভাবে পিছিয়ে আছি আমরা। আমাদের শিক্ষাব্যবস্থা মানসিক দৃষ্টিভংগিকে সুস্থভাবে বড় হতে দিচ্ছে কই?