| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত মিউজিক ভিডিও প্রীতম হাসান ফিচারিং কুদ্দুস বয়াতির " আসো মামা হে "।
গান নিয়ে কিছু বলবো না। কমেন্টে দেখলাম অনেকে ই বলছে কুদ্দুস বয়াতীর এমন রিফর্ম বা রিজেনারেটেড ফর্ম ভাল লাগে নাই। কেউ বলছে কুদ্দুস বয়াতী কে সহজ সরল পেয়ে ইউজ করা হয়েছে এই গানে।
ভাই রে, কয়জন খোঁজ নিছেন এতদিন কুদ্দুস বয়াতীর। কয়জন জানতেন তিনি বেঁচে আছেন না মারা গেছেন? আপনাদের কতজন পকেটের টাকা দিয়ে অ্যালবাম কিনে গান শুনেন বা শুনেছেন?
একজন শিল্পী কেন গান করেন? আপনার আমার মনোরঞ্জনের জন্য শুধু? না ভাই শুধু এটা না, গান গাওয়া তাদের পেশা ও, পেশা মানে পেট চালানো ও। বয়াতী তো সবার থেকে হারিয়ে ও গেছিলো। হারিয়ে যাওার চেয়ে এমন ভাবে ফিরে আসলে ও আমি খুশি।
আর হ্যাঁ, এই গান অন্তত "দিল হে পানি পানি পানি পানি পানি পানি পানি পানি পানি পানি পানি পানি... " কিংবা "ওয়ান টু ওয়ান টু খেলা" কিংবা "দই ফুচকা" গানের চেয়ে এক লাখ গুনে ভাল এই গান। (সংগৃহীত)
২|
১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কুদ্দুস বয়াতী নিঃসন্দেহে উচ্চমানের বয়াতী। তাঁর গান আমার ভালো লাগে। তবে তাঁর পেশাগত জীবনের কষ্টের কথা জেনে খুব খারাপ লাগলো। রাষ্ট্র বা সরকার কী তাঁর জন্য কিছু করতে পারে না?
ধন্যবাদ ভাই উৎসব সরকার।
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৭
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ঠিকই বলেছেন। সবাই শুধু বলতেই জানে। একজন শিল্পী জীবন জীবিকার খবর রাখেন কয়জন?