![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রশ্ন: জামাতে ইসলামী বাংলাদেশ, দেশের একটি নিবন্ধত রাজনৈতিক দল । দেশের রাজনীতিতে সংগঠন হিসেবে এর অবস্হান ৩য় বা ৪র্থ । আর সাংগঠনিক শক্তি বিবেচনায় এটির অবস্হান ৩য়, এমনকি ২য় -ও হতে পারে । এমন একটা নিবন্ধিত দলের সদস্য - সমর্থকদের রাজাকার ও যুদ্বধাপরাধী বলা কতটা যুক্তি যুক্ত ?
উত্তর : বিসমিল্লাহির রহমানির রহীম।
যেহেতু শিশু -নাবালক এবং ৭১ এর পরে জন্ম নেওয়া জাশি নেতা - কর্মীদের দ্বারা হত্যা -ধর্ষণ এসব কাজ সম্ভব নয়, তাই তাদের যুদ্ধাপরাঢী বলা অন্যায় ও অযৌক্তিক । তবে নীচের বিষয়গুলো বিবেচনায় রেখে তাদের রাজাকার বলা হবে, এবং রাজাকরেরই ট্রটমেন্ট দেওয়া হবে। কারন :
সাপার বাচ্চা সাপ -ই হয়। হাদীস শরীফে সাপ - বিছ্ছু এসব বিষাক্ত প্রাণী মারার সোয়াব বর্ণিত আছে । বাচ্চা সাপ ঘরে পেলে এজন্য কেউ নামেরে ছেড়ে ডেয় না যে এগুলো শিশু, মানুষ মেরে ফেলতে অক্ষম !
আমাদের শিবির ভাইরা হয়ত আমার মতের সাথে একমত হবেন না । যেহেতু তারা ইসলামের কথা বলেন, কুরাণ হাদীসের কথা বলেন, মানুষকে কুরাণ ও তাফসীর পড়তে উৎসাহ দেন, তাই তাফসীরবিদ ও তাফসীরের কিতাব থেকে বিষয়টা খোলাশা করার প্রয়াশ পাচ্ছি ।
কোরাণ - হাদীসে অনেক যায়গায় বনি ইসরাইলদের অভিশপ্ত বলা হয়েছে । তাফসীরবিদ রা এনিয়ে অনেক বিশ্লষণ দিয়েছেন । তারা অন্যায় ভাবে নবীদের হত্যা করত । ধর্মকে বিকৃত করত . ইত্যাদী । প্রশ্ন হচ্ছে বর্তমান যুগে জন্ম নেওয়া বনী ইসরাইল বা ইহুদীরাও অভিশপ্ত কি না ? আর অভিশপ্ত হলে কেন ?
বর্তমাণ যুগের ইহুদী - বনি ইসরাইলরাও লানত প্রাপ্ত । এর কারণ তফসীরবিদরা বলেন এরা তাদের পূর্বপুরুষদের কাজে রাজি, তাই । আমাদের শিবির ভাইরাও কিন্তু তাদের পূর্বপুরুষদের কাজের উপর অতিশয় রাজী ও খুশী । আর সেজন্যই তারা এত এত দল ইসলামের নামে থাকার পরও যুদ্ধাপরাধী - খুনীদের গড়া দলটাকেই মনে প্রাণে গ্রহণ করেচেন এবং তার জন্য জীবন উৎসর্গ করছেন ।
তাই ৭১ এর বাচ্চা শিবির ও তরুণ প্রজন্মের জামাতের প্রতি বিনীত নিবেদন : সাপের বাচ্চা যেমন সাপ, রাজাকারের বাচ্চাও রাজাকার ।সেজন্য তোরা রাজাকার, তুই রাজাকার ।
২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৭
উযায়র বলেছেন: যারা আল্লাহপাকের প্রদেয় জ্ঞান ব্যবহার না করে ক্রমাগত ভাবে অন্যায়কেই সমর্থন করে যায়, তারাও একই শ্রেনীতে পড়বে - আপনার জন্য কাল্পনিক না সত্যিকার ভালবাসা !
২| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৭
নিজাম বলেছেন: যুক্তি অনস্বীকার্য।
৩| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৩
ক্লান্ত দুচোখ বলেছেন: ওয়েট করেন ফতোয়া আসতেছে, এদের এইসবের অভাব নাই!
তবে দারুন বলছেন...
২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৭
উযায়র বলেছেন: ওয়েট এ জবাবটাও কিন্তু মুফতী মোহাম্মদ উযায়র থেকে !
৪| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৮
রিয়াদ হাকিম বলেছেন: Well said...
৫| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৪
আশমএরশাদ বলেছেন: ওরা যে এখনো মনের মধ্যে নাশকতাই রাখে সেটার প্রমাণ দেখুন
Click This Link
৬| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৫
উযায়র বলেছেন: দাবী একটাই না, দাবী দুইটা ! যুদ্ধাপরাধীদের ফাসি চাই, ধর্ম অবমাননাকারীদেরও সর্বোচ্চ শাস্তি চাই
http://somewhereinblog.net/blog/uzair/29899223
৭| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭
উযায়র বলেছেন: দাবী একটাই না, দাবী দুইটা ! যুদ্ধাপরাধীদের ফাসি চাই, ধর্ম অবমাননাকারীদেরও সর্বোচ্চ শাস্তি চাই
শাহাবাগে ছিলাম, ছিলাম শাপলাতেও, দাবী একটাই না, দাবী দুইটা !
৮| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৮
নীলতিমি বলেছেন: চমৎকার বলেছেন
২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০১
উযায়র বলেছেন: শাহাবাগে ছিলাম, ছিলাম শাপলাতেও, দাবী একটাই না, দাবী দুইটা !
৯| ২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৯
সাইবার অভিযত্রী বলেছেন: ৭১ এর বাচ্চা শিবির ও তরুণ প্রজন্মের জামাতের প্রতি বিনীত নিবেদন : সাপের বাচ্চা যেমন সাপ, রাজাকারের বাচ্চাও রাজাকার ।সেজন্য তোরা রাজাকার, তুই রাজাকার ।
২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫
উযায়র বলেছেন: সাপের বাচ্চা যেমন সাপ, রাজাকারের বাচ্চাও রাজাকার
১০| ২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২১
অনেকের মধ্যে একজন বলেছেন: সাইবার অভিযত্রী বলেছেন: ৭১
এর বাচ্চা শিবির ও তরুণ
প্রজন্মের জামাতের
প্রতি বিনীত নিবেদন : সাপের
বাচ্চা যেমন সাপ, রাজাকারের বাচ্চাও
রাজাকার ।সেজন্য তোরা রাজাকার,
তুই রাজাকার ।
২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪
উযায়র বলেছেন: রাজাকার মুক্ত বাংলাদেশ চাই , ধর্ম অবমাননাকারী সাম্প্রদায়িক বিদ্বেষীমুক্ত বাংলাদেশ চাই !
১১| ২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৩
দিশার বলেছেন: ভাই দারুন বলেছেন। আপনার এই পোস্ট এর সাথে সহমত।
২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৬
উযায়র বলেছেন: শাহাবাগে ছিলাম, ছিলাম শাপলাতেও, দাবী একটাই না, দাবী দুইটা !
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো বলেছেন। বর্তমানে আসলে একটি কঠিন সময় পার করছি। কিছু কিছু মানুষের জন্য এই সব রাজাকার এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিটি খুবই বিতর্কিত করা হয়েছে। বর্তমান সময়ে ভাবটা এমন যে আপনি যখনই এদের বিচার বা বিরুদ্ধে বলবেন আপনাকে নির্ধারিত ভাবে কোন না কোন গোত্রে পড়ে যেতে হচ্ছে।
আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি, এই সব রাজাকার এবং যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আপনার আমার কোন নির্দিষ্ট রাজনৈতিক চেতনা থাকার দরকার নেই। যেদিন থেকে এদের বিচারের জন্য বা ঘৃনা করার জন্য রাজনৈতিক পরিচয় থাকা বাধ্যতামূলক হয়ে যাবে সেদিন থেকে আমরা নিজেরাও নিকৃষ্ট ও অভিশপ্ত হয়ে যাব। যারা আল্লাহপাকের প্রদেয় জ্ঞান ব্যবহার না করে ক্রমাগত ভাবে অন্যায়কেই সমর্থন করে যায়, তারাও একই শ্রেনীতে পড়বে। ফলে সাধারন মানুষ তাদেরকে ঘৃনা করেই যাবে।
আমাদের দেশের ধর্মপ্রান মানুষ এত জটিল রাজনৈতিক মারপ্যাচ বুঝে না, তাদের অনেকেই পর্যাপ্ত জ্ঞানের অভাবে ভুল দর্শনের স্বীকার হয়ে ঐ পথে পা বাড়াচ্ছে। আশা করি তারা দ্রুত তাদের ভুল বুঝে সঠিক পথে আসবেন।