![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওই দিগন্তের কালো রেখায় কি যেন জ্বল জ্বল করে?
দেখার খুবই স্বাদ....!!
কিন্তু দুর্লভ বস্তু কি সহজে পাওয়া যায়?
কিন্তু আমাকে যে পেতেই হবে দূরের হাজারো নক্ষত্রের ভিড়ে জ্বলে উঠা ওই তারকা কে!!
কি নাম তার?
আমি কি হাত বাড়াবো তার দিকে?
নাকি সে ধরা দিবে এই সন্ধ্যার আবছা আলোতে.....!!
উফফফ কিছুই তো মাথায় আসে না!!
তুমি এসো এই মরুক্ষ বুকের পাঁজরে.....
লালন করব ::::::::::
আমার শুকতারা ♥
©somewhere in net ltd.