নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অযোগ্য নেতৃত্ব’এর অবসান চাই ঃ
বিশ্ব যেখানে জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, ক্রীড়া, চলচ্চিত্র, সংস্কৃতি, ধর্ম, দর্শন, কলা, শিল্প, আবিস্কার, অর্থনীতি সহ উন্নত সব ধ্যান ধারনার উন্মুক্ত মঞ্চ । সেখানে আমাদের নেতৃত্ব কেমন করে রাষ্ট্রে প্রতিষ্ঠা করে যাচ্ছে স্টার প্লাস, স্টার জলসা এর নাটকের মত ঘর কুন কাহিনী ।
বাংলাদেশ , যে দেশটার দক্ষিণ দ্বার খোলা , বিশাল সমুদ্র আর বিশাল জলচছাসের সান্ত বায়ু প্রবাহমান । এ শান্ত দেশটাকে অশান্ত করে তোলে সমস্যা ।
সমস্যাবলীঃ
১। উদাসীন নেতৃত্ব এর অক্ষমতার আশ্চায সব সমস্যা ।
২। অসচেতন নীবোধ আর কুসংস্কারে পরিপূর্ণ জনগন ।
৩। বিশ্ব উষ্ণায়নের ফলে সৃষ্ট সমস্যাবলী ।
৪। অধিক অদক্ষ জনসংখ্যা এবং অপরাধে জড়িত জনতা ।
৫। খাদ্য স্বল্পতা ।
৬। বাসস্থান অপযাপ্ত ।
৭। মানুষে মানুষে বিভক্তি ।
৮। প্রাকৃতিক দুর্যোগ ।
৯। শক্তির সীমাবদ্ধতা ।
এছাড়া আরও সমস্যায় ঘনীভূত আমাদের এই প্রিয় অস্তিতের মাতৃ ভূমিতে ।
এখন সামাধান কি , না কোন সামাধানই নেই ? তবে কি আমাদের ভবিষ্যৎ অন্ধকার ! তবে দেশকে ভালবাসার সিমাবদ্ধতা আমাদের অতি নিকটে !।
না , আমরা হার মানব না । আমরা বিশ্বাস করি আমরা মানুষ । আমরা বিশ্বাস করি আমরা সৃষ্টি জগতের সেরা জীব , তার উপর প্রাণী । আর লড়াই করেই বাঁচতে হবে । কারন আমাদের এই বিশ্বাসকে আমরা মনে প্রানে বিশ্বাস করি । যদিও জানি না মন বলতে কিছু আছে কিনা । তবে বাঁচতে হবে । আমাদের সপ্ন, আমাদের ভালবাসা, আমাদের আদর্শ/ নীতি , আমাদের ধর্ম / দর্শন , জ্ঞানকে বাঁচাতে আর জয় উপহার দিতে লড়তে আমাদের করতে হবেই ।
এখন একটা সমস্যা নিয়ে আলোচনা করব । উপরে বর্ণিত ৩নং সমস্যা ।
পরিবেশ বিপর্যয়ের ফলে আমাদের এই তারুণ্যময় বিশ্বের মহা পরাজয় । এ পরাজয়ে আমরাও পরাজিত । কারন আমাদের দেশের উপর এ পরাজয় প্রভাব বিস্তার করবে আমাদের অস্তিতের বিপর্যয় ঘটিয়ে ।
সমস্যা বর্ণনাঃ তাপমাত্রা বেড়ে যাওয়ায় মেরু অঞ্চলের বরফ গলা দ্রুত হারে বেড়ে যাচ্ছে । ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতাও বেড়ে যাচ্ছে । যেহেতু আমাদের দেশ সমুদ্র পৃষ্ঠ হতে সামান্য উপরে । তাই আমাদের ভয় এখানেই । এই উচ্চতা অল্প কয়েক মিটার বেড়ে গেলে আমাদের দেশের উপকূলীয় নিম্ন ভূমি পানিতে সারা বছরের জন্য তলিয়ে যাবে ।
ফলে # সমুদ্রের নোনা জল আবাদি জমিতে ঢুকে ফসলের ধ্বংস ডেকে আনবে । @ খাদ্য সমস্যা দেখা দেবে, #বাসস্থান ধ্বংস হবে । @ লোকজন উচু অঞ্চলে আশ্রয় নেবে, শহরে কর্ম খোজে ভিড় করবে, @ শহরের স্বাভাবিক গতির ব্যাঘাত ঘটবে , @ অধিক জন চাপে শহর হবে অস্থির । এর উপর অভাব থাকবে জ্বালানির অপ্রাপতা, বাঁচতে গিয়ে মানুষকে হতে হবে হিংস্র, অপরাধ সীমাহীনভাবে বেড়ে যাবে ।
হয়ত এত অভাবের তাড়নায় সৃষ্টি হবে দুর্ভিক্ষ ।
এই দুর্ভিক্ষকে সামাল দিতে আমাদের এখন থেকেই প্রস্তুত হতে হবে । সকল মানুষকে নিয়েই এই দুর্ভিক্ষের মোকাবেলা করতে হবে । তাই আমাদের সকলকে প্রথমেই সচেতন হতে হবে । আমাদের নেতৃত্বকে জানতে হবে মোকাবেলার কৌশল ।
এখন আমাদের করনীয় কি ? আমাদের আগে জানতে হবে , হতে হবে সচেতন আর প্রস্তুতি নিতে হবে ।
আর একটা আবেদন , অযোগ্যরা নেতৃতে আসবেন না । এখন যারা আছেন অযোগ্য দয়া করে সরে জান যোগ্য জায়গা হতে ।।। নিজেদের সামান্য স্বার্থে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন । কিন্তু দুর দর্শনে দৃষ্টি নেই । আপনাদের বোকামির জন্য সারা দেশের সব মানুষ ভোগবে । এতো হতে পারে না । আর চলতে দেয়া যায় না । নষ্ট চাকায় ইঞ্জিন চালাবে । আমরা শুধু আধারের যাত্রী!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
©somewhere in net ltd.