নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুসংস্কারের আধারের মাঝে
পথ হারা মানবজাতি
করছে আলিঙ্গন কোন
বৈষম্য, বিবক্তি, হাঙ্গামা আর অশান্তির সাথে ।
গড়েছে দুর্গ অন্যায়, অবিচার, মিথ্যা আর অশান্তির সাথে ।
বিপর্যস্ত মানবতা
বিপন্ন সত্য
কুসংস্কার অশ্লীলতায় অন্ধ সমাজ
নির্যাতিত অবধ সংস্কৃতি ।
দুর্গ গড়ে অসৎ’এর জয় নিয়ে প্রকম্পিত ।
দিকহারা মানুষগুলো
অস্থিরতা আর বিষণ্ণতায়
পথ খোজে নিরন্তর
সত্যের আশায় ।
মানবতার ধর্ম তলে শান্তির ছায়া মেলে ।
মনুষত্ত্বের মুক্তি
সত্যের জয় চেয়ে
শান্তির পথ অবলম্বন করে
ফিরে এল বিবেকবান শান্তিকামী হয়ে ।
আজও কেন আমরা দ্বিধা বিভক্ত হয়ে হন্য ।
সত্য কাঁদে নিবৃতে
অশান্তি হয়ে উঠে স্বেচ্ছাচারী
কষ্ট আত্মঘাতি হয়ে বুকে জমে
দু চোখ বাসায় রক্ত জলে ।
চলছে অশান্তি , বইচে অবিশ্বাস ।
সে কোন ধর্ম নামে
সে কোন সত্য পক্ষ ধরে
মানবতা উপহাস হয়ে
ধিক্কারে ধিক্কারে দুর্গন্ধ ছড়িয়ে ছড়িয়ে চড়ায় ।
©somewhere in net ltd.