নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জোৎনায় দেখতে হলে তোমাকে ,
অপেক্ষা করতে হবে রাতের জন্য ।
আবীরের রঙে দেখতে হলে তোমাকে ,
আসতে হবে সকালের প্রথম প্রহর ।
দিনের ঝলমল রৌদ্রে তোমার দিকে দৃষ্টি পেরাতে হলে ,
অপেক্ষা করতে হবে রবির পূর্ণ আলোর ।
গৌধূলীতে তোমাকে মিশিয়ে নিজেকে হারাতে আর দৃষ্টি পেরাতে হলে ,
আসতে হবে শেষ বিকেলের পূর্ণতা ।
বসন্ত বৃষ্টি কিম্বা নদীর মোহনায় তোমার কাঁপা ঠোঁটের স্পন্দন চাইতে হলে ,
অপেক্ষা করতে হবে প্রকৃতির চলমান রীতির জন্য ।
চোখ দিয়ে শিশিরের মত অশ্রু চাইতে হলে ,
আসতে হবে তোমার নীরব অভিমান ।
কিন্তু না এতো অপেক্ষা আর নীতি-রীতির উপর নির্ভরতা ,
এ আমি অনুভব করতে চাই তোমায় সারা বেলা ,
আমার ভাবনা আমার গতি পথের ঠিকানায় ।
©somewhere in net ltd.