নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন তোমার অবেলা ,
তখন আমার বেলা ।
যখন তোমার উদাস খেলা ,
তখন আমার দূরন্ত ব্যাস্হতা ।
আর হ্যায়ালী হয়ে তুমি আমার ,
ভাবনায় সারা বেলা ।
সকাল ক্লান্ত দুপুর পরিশ্রান্ত ,
ঘুমের ঘোরে নিদ্রাহীন অবিরত স্বপ্ন দেখা ।
অস্থির বাতায়নে ,
তোমার চুলের এলোমেলো খেলায় হারিয়ে ।
আমার দৃষ্টির বিরক্তি ,
শূন্য থেকে সীমাহীন সূচনা ।
আর তাই ব্যার্থতাকে নয় ,
আমার হার দিল ,
তোমায় সফল্য উপহার ।
তাই করেছি তোমার বেলাকে ,
আমার বেলা ।
©somewhere in net ltd.