নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহরের অলিতে -গলিতে বঁইচে ,
হটাৎ বসন্তের হাওয়া ।
নির্বাক হয়ে মানুষগুলো ,
চলছে ধীরে ধীরে ।
ব্যাস্হ কোলাহোলে আবদ্ধ ,
মানুষ স্বীকার করল আজ কোন ব্যাস্হতাকে !
টোকাইদের নেই ব্যাস্হতা ,
কাঁধে বস্তা নিয়ে পাতা খুঁজতে বের হওয়ার ।
তরুণীদের চুল খোঁপায় বাঁধা নয় ,
বাতাসে কেশ উড়িয়ে ।
যেন মেঘকে এই কঠিন নগরে ,
আহ্ববান জানান দেওয়া ।
রং ছাড়া খাচ্ছে দোল ,
ফুলের পাপড়ীগুলো ।
হাওয়ায় ভেসে চলছে ,
কোমল তুলায় ঘেরা বীজ ।
সব বদ্ধ জানালা খুলে একটু নিঃশ্বাসের আশায় ,
প্রবীনদের বুড়ো দেহ খাণ ।
দুর্গন্ধে ভরা ঐ ময়লা স্তূপে ,
কাকের ঝগড়া বেঁধে হট্রগোল ।
ঐ যে ঐ পাষাণ হৃদয়ের মানুষটার ,
টাক মাথায় পড়ল ,
কাকের পায়খানা ।
কাক তো মহা খুশী ,
আর রেগে ঐ কালো সাহেব ,
ময়লাতে মেশালো ভেজাল ।
মনে মনে বলল শেষে ,
ঐ কালো কোটে ঢাকা সাহেব ।
এবার দেখি কোন ডাক্তার ,
সারায় তোদের অসুখ ।
হা হা হা ,
আমার পেছনে লাগলি ,
আজও নেই তোদের শান্তি ।
©somewhere in net ltd.