নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আমন্ত্রণ জানাই সে প্রস্তর যুগকে ,
যেখান থেকে শুরু মানুষ নিজেকে আবিষ্কার করা ।
সভ্য এ সমাজ দেখুক ,
মানুষের অস্তিত্বের বীরত্ব ।
শত বাঁধা আর গ্লানি বুঝে নিক ,
তাদের পরাজয় কত সহজ ।
সে যুগটাকে ফিরে পেতে চাই ,
আমাদের দুর্বল হৃদয়টাকে ভয় দেখাতে ।
ফিরিয়ে দিতে ইচ্ছে জাগে ,
আমাদের অনুভূতিকে তীব্রতা দিতে ।
ফিরে পেতে আকাঙ্খা জাগে ,
আমাদের কষ্টহীন জীবনকে ভোগাতে ।
সে যুগকে স্বাগত জানাই ,
ধূসর আর কঠিন সে প্রকৃতির বাস্তবতাকে মেনে নিতে ।
স্বাগত জানাতে আমরা অপ্রস্তুত ভাবে প্রস্তুত ,
নীতিছাড়া জীবনকে সংগবদ্ধ করতে ।
স্বাগত জানাই অস্থিরভাবে ,
পিছুটান হীন ঐ মানুষ আর পশুদের গুহাতে জীবনের গতিকে ছুতে ।
©somewhere in net ltd.