নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ভেতর অন্য আমি ,
যার হাসি কান্না বাক রুদ্ধ ।
যার নিরন্তর ছুটে চলা অন্য দৃষ্টি ,
হয়তো হেয়ালী আর বেখেয়ালী ।
কিন্তু না নিজের কষ্ট নিজেতে ,
মুষ্টির ভেতর মেহেদি পাতার মত রক্তাক্ত ।
আমার পথ চলা ছিল একা ,
আর হাজার শব্দ ছিল নির্বাক প্রকৃতির মত ।
জীবন যেখানে সেজেছে অকৃপণ চাওয়াতে মেতে ,
দেখা অস্পষ্ট রঙের অনুভূতির অন্তরায় ।
তবু না চেয়ে প্রিয় পাওয়া কত সুখের ,
তা অনুভূতিরা নিজেকে বোঝান দায় ।
প্রিয়র কষ্ট যে আমার আহত হওয়ার কারণ ,
তা নিজের বিশ্বাসকে বিশ্বাস করার মত সত্য ।
©somewhere in net ltd.