নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ

ভাবতে থাকি

আমি বাংলাদেশের

ভাবতে থাকুন

আমি বাংলাদেশের › বিস্তারিত পোস্টঃ

ঝুদ্ধঅপরাধীদের পক্ষ / শাহবাগের বিপক্ষে যারা অবস্থান নিয়েছেঃ

২৮ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৪





১। ঝুদ্ধঅপরাধীদের দালাল চক্রঃ এ পাপী জাহান্নাম পরবাসী ঝুদ্ধঅপরাধীদের বাঁচাতে বিপথগামী অজ্ঞরা সাহবাগের বিপক্ষে অবস্থান নিয়েছে



২। নীতিহীন কয়টা গণমাধ্যমঃ আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের সাথে সরকারের বিরোধ থাকায় সে জেলে গিয়ে যথেষ্ট মার খাইছে । তাই সে সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে জামাতের দালাল হিসেবে নিযুক্ত হয়ে ছিল।আর তাই সেও চায় না ঝুদ্ধঅপরাধীদের বিচার । তাই এ জামাতি সম্পাদক ঝুদ্ধঅপরাধীদের বিচার বাধা দেয়ার লক্ষে সাহবাগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে । সে আরও চাইতেচে এই গনআন্দোলনকে ফাটল ধরাতে । তাই সে তার পত্রিকার মাধ্যমে সাহবাগের নামে নানা গুজব ছড়াচ্ছে । সব মানুষ যখন শাহবাগের পক্ষে তখন সে বলছে এটা সরকারের দলীয় , বলছে এ তরুণরা ইসলাম বিদ্বেষী নাস্তিক , বলছে এরা সংখ্যায় কম।



৩। কিছু বুদ্ধিজীবীঃ এ বুদ্ধিজীবীরা এ উচ্চদ্রব্য মুল্যের বাজারে কিভাবে টিকে আছে । শুধু মাত্র টিভি তে টকসো আর দলবাজীর মাধ্যমে । তাই দল থেকে টাকা পাওয়ার বিনিময়ে এরা শাহবাগের তরুণদের বিরুদ্দে অবস্থান নিচ্ছে ।



৪। হটকারি আর দুর্নীতিবাজ রাজনীতিবিদঃ ম্য্যাডাম খালেদা একবার বলে এরা ঠিক আছে আবার বলে ঠিক নাই। ম্য্যাডাম ‘র কথা বাদ । এরশাদ কেন এর বিপক্ষে ? কিভাবে এ স্বৈরাচারী সরকার পতন হল , তরুন আর ছাত্র সমাজের আন্দোলনের মুখে । তাই সে এমন আন্দোলনকে ভয় পায় আর ঘৃণা করে। এটাই স্বাভাবিক ।



৫। বাহিরের কয়েকটি দেশঃ এ ঝুদ্ধঅপরাধীদের মানবতাবিরধি অপরাধ কত যে জগন্য ছিল তা আমাদের সরকার বিদেশী সরকারদের জানাতে পুরপুরি ব্যাথ্ হয়েছে । এর কারন হচ্ছে সব রাজনৈতিক দলেই এসব কুলাঙ্গারার ঠায় পেয়েছে ।



৬।ঝুদ্ধঅপরাধীদের অর্থ ভাণ্ডারঃ যেহেতু এরা জগন্য অপরাধী , আর এদের বিচার নিশ্চিত হবেই । তাই এদের রাজনীতি সৃষ্টির লক্ষই হল ক্ষমতা এবং শক্তিশালী অর্থনৈতিক অবস্থার মাধ্যমে বিচারে বিঘ্ন করা ।



৭। ইসলামের আংশিক ব্যাখ্যার মাধ্যমে ছাত্র শিবিরকে উৎশৃঙ্খল এবং উত্তেজিত রাখাঃ লক্ষ্য করে দেখবেন শিবিরের কর্মকাণ্ড । শিবিরের কার্যক্রম সরিয়তের নির্দিষ্ট কিছু সিলিবাস আর নিজেদের বানানো ভুল মতবাদের মধ্যে সীমাবধ্য । এর মধ্যে যা থাকে তা শিবিরের অনুকূলে । যদিও সরিয়াতের রীতি যেমনঃ নামাজ, রোজা পালন করে । প্রকৃতপক্ষে সাধারণ মানুষকে বুজায় আমরা ইসলামি দল । পবিত্র আল কোরআনের সম্পূর্ণ অর্থ এরা জানতে কততুকু আগ্রহ , তার চেয়ে বেশি আগ্রহ খণ্ডিত আর আংশিক কিছু অংশ সম্পর্কে জানতে । যা তাদের অনুকূলে হতে পারে । প্রকৃতপক্ষে সত্য সম্পুন জানাই উচিত । ১ টা উদাহরন দেয়া যাক,’হাবীব সাহেদের হাতের আঙ্গুল কেটে দিয়েছে কেননা সাহেদ চুরি করেছে ‘। এই সম্পূর্ণ কথা অন্যদেরকে না বলে যদি বলা হয় , হাবীব সাহেদের আঙ্গুল কেটে পেলেছে । তবে কি হবে * জামেলা * ভুল বুজাভুজি ।

এই ভুল বুজিয়ে জামাত টিকে আছে ইসলামিক দল বলে আর বেছে আছে যুদ্ধঅপরাধী পাপী ইসলামের দোহায় দিয়ে ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৫

আমি বাংলাদেশের বলেছেন: আমার কোনন্তব্য নেই ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.