নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ

ভাবতে থাকি

আমি বাংলাদেশের

ভাবতে থাকুন

আমি বাংলাদেশের › বিস্তারিত পোস্টঃ

হেপাযত ইসলাম আপনাদের বলছি

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:২৯

হেপাযত ইসলাম আপনাদের বলছি , দেশের বর্তমান অবস্তায় এমন কোন কাজ করবেন না । যে কাজ দ্বারা দেশের শান্তি নষ্ট হয় , যারা দেশের নষ্ট করে তারা ফুসে উঠে । একটু ভাবুন এই বিশৃঙ্খলা কি ইসলাম বৈধতা দিচ্ছে ।ইসলাম সকল মানব জাতির জন্য , কারও স্বার্থের জন্য ইসলাম নয়। আপনারা যদি আজ বলেন ‘৭১এ যে গন হত্যা, লুণ্ঠন , নারী ধর্ষণ হয়েছে তা জগন্ন অপরাধ এবং এর বিচার অবশ্যই হওয়া উচিত এবং সেই বিচার হতে হবে ইসলামের বিধান অনুযায়ী।তখন এই ন্যায্য কথার জন্য দেখেন জামাত শিবির কি উপহার দেয় আপনাদের । যাকে আপনারা সহায়তা দিয়ে চলছেন তারা কি চায় , তাদের লক্ষ্য কি , কি তাদের স্বার্থ, আপনারা ভাল করেই জানেন । এরা মীর জাপর শ্রেণীর বেঈমান । এক দিন আপনাদের সাথেও বেঈমানি করতে দ্বিধা করবে না । যারা দেশের সাথে বেঈমানি করে এখনও নির্লজ্জের মত দেশের সব সুযোগ-সুবিধা হাতড়ে নিয়ে ধ্বংস করে চলছে দেশের সব সম্পদ। এই বেইমানরা নিজেদের স্বার্থ সাধনের জন্যে ব্যাবহার করছে ইসলামকে । যদি এদের মধ্যে কৃতজ্ঞতা বোধ নুনতম থকত তবে কখনও মাথা উচু করে কথা বলত না । যখন নিজেদের ভুল বুঝতে পারবেন তখন সময় সময় থাকবে না। এরই মধ্যে ঘটে যাবে সব অসহ্য ঘটনা , যার দায় আপনারা নেবেন??????????

আপনারা যদি ভেবে থাকেন তাদের চাহিদা যৌক্তিক । তবে আমার বলা হচ্ছে আপনারা বিপরিধ থেকে ভেবে দেখুন , যদি এদের চাওয়া অযৌক্তিক হয় তবে আপনারা কি ভাগ বসাতে রাজী এদের পাপের সমুদ্রে ।

আর যদি মনে করেন না আমরা শুধু নাস্তিকদের সাস্থি দাবি করছি। তবে বলছি এর জন্য আপনারা সরকারের সাথে কিম্বা নীতি নির্ধারণ মহলের সাথে কথা বলে দাবি পেশ করুন । ভাল দাবী মন্দ কাজ দিয়ে আদায় করতে গেলে ভাল কজই অপমানিত হয় তা শুধু নয় বরং তা মানুষ প্রত্যাখ্যান করে যা আগামীর জন্য।

আমি জানি আপনাদের উদ্দেশ্য সৎ। কিন্তু এখান থেকে যদি সুবিধা ভুগিরা অপকর্ম সাধন করে নেয় তবে ভাল কাজের মূল্যায়ন হল কি?

আপনাদের কাজে যদি সুবিধা ভোগীরা সুযোগ খুজে নেয় আর তা যদি আপনারা জেনেও না জানার ভান করে চুপ থাকেন তবে আপনাদের সিদ্ধান্তের জন্য আপনারাই দায়ী শুধু তা মাত্র নয় পাপ তাও মাত্র নয় , এটা ইসলাম বিরোধীও বটে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.