নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দিয়েছি বিশ্বাস করে তোমায়,
আমার কবি হৃদয়।
সে চাইছে তোমার ওই দৃষ্টি,
যা তোমার নিখাদ দান।
তুমি বিশ্বাস কর সবুজকে।
যে দিয়েছ তোমায় সরলতা আর তারুণ্য,
আর সে তোমার নিস্বাসের মতই সত্য।
তুমি বিশ্বাস কর ওই বাতাসকে।
যা প্রবাহমান ওই সমুদ্রের বুকে,
আর তা শীতল করেছে তোমার ওই সত্য হৃদয়কে।
তুমি বিশ্বস কর ওই সু-বিশাল আকাশকে।
যা করেছে প্রসস্ত চিন্তাকে,
আর দূর করে দিয়েছে তোমার হীনতাকে।
বিশ্বাস করে তুমি,
উঠে এস এই পাহাড়ের চূড়ায়।
দু চোখ বদ্ধ করে,
দু হাত হাওয়ায় বাসিয়ে প্রসস্ত কর।
আর উড়ে বেড়াও হাওয়ায়,
ওই মহা সাগরের বুকে।
যদি বিশ্বাস কর আমায়।
তবে চোখ খোল আর দেখ,
আমি ভ্রমণরত তোমার চারপাশ।
©somewhere in net ltd.