নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আল্লাহ্ মহান
ইসলাম ধর্মে ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে । অথচ মানবতাবিরোধী এর মত জঘন্য অপরাধের বিচার আজ হতে দিচ্ছে না তথা কথিত সেই অপরাধ চক্রের সক্রিয় সত্য হারা নির্বোধরা । তারা নিজের স্বার্থ রক্ষার জন্য পবিত্র ইসলামের দোহায় দিয়ে খেপিয়ে তুলছে সাধারন মুসল্লিদের । আর সমাজে সৃষ্টি করে চলছে বিশৃঙ্খলা ।
এ দিকে জাতির এ ক্লান্তি লগ্নে ইমানদার , আলেম , ওয়ালা মাসায়েখদের কি করা উচিত ? ইসলামের দৃষ্টিতে কারও পক্ষ পাতিত্ত না করে সত্য প্রকাশ করে জাতিকে বিব্রান্তি হতে মুক্ত করা । তাতে সাধারন মানুষ বুজবে ইসলাম কি চায় আর উনাদের দায়িত্ব যে মহান তাও জনসাধারণ অনুভব করবে। আলেমদের গ্রহন যোগ্যতা আরও বেড়ে যাবে। প্রকৃতপক্ষে সমাজের নীতি- নির্ধারণ পর্যায় হতে সব পর্যায়ে আলেমদের অংশগ্রহণ নিজেদের যোগ্যতায় অধিস্তিট করতে হবে। যেহেতু আলেমদের মূল্যায়ন সমাজে সর্ব বাপী। আলেমদেরকেই বলতে হবে দেশের উচ্চ পর্যায়ে সাধারণ মুসল্লিসহ সব ইমানদারদের কথা।
ইসলাম চায় শান্তি প্রতিস্তার লক্ষে ন্যায় বিচার । ইসলামের আইন সবার জন্য উপযোগী , সবার জন্য সমান । কোন বিশেষ ব্যাক্তির জন্য তা আলাদা নয় । যদি তাই হত হযরত ওমর (রা) হাতে তার ছেলের মৃত্যু হত না ।
কিছু প্রগতিশীলরা দেখা যায় ইসলাম বিদ্বেষী , কেন? বা ইসলামের মত মহা বিধানকে সর্ব পর্যায় স্থান দিতে চায় না , কেন?
বাংলার ইতিহাস থেকে দেখা যায় ,
১। পবিত্র কোরআন শপথ করে মীরজাপর করেছে দেশের সাথে বেঈমানি ।
৩। ১৯৭১’এ স্বাধীনতা ঝুদ্ধের সময় কি নির্মম অত্যাচার চালিয়েছে এ দেশের সাধারন নিরীহ মানুষদের উপর ।এ অত্যাচারীরা অত্যাচারের মাত্রা সীমাহীন করেছে আবার এ অত্যাচারের সমর্থনের জন্য ব্যাবহার করেছে পবিত্র ইসলাম ধর্ম এবং মসজিদ ।
৪। আজও সেই পথ অনুসরন করে আসছে সেই সুবিদাবাজি মিথ্যে পথের অনুসারীরা ।
৫। ইসলাম সম্পর্কে এ প্রগতিশীলদের জ্ঞানের শীমাবদ্দতা । এ সিমাবদ্দতার পেছনে দায়ী উপরের অপরাধগুলো আর নিজেদের অজ্ঞতা ।
তাছাড়া সারা বিশ্বের কিছু যায়গায় ..........(পাকিস্থান)............
তাই অজ্ঞরা ভাবে ইসলাম কঠিন কিম্বা জগন্ন.........।।
তবে কে দায়ী এ ইসলাম বিদ্ধেশি মনভাবের জন্য ধর্ম ব্যাবহার কারী ওই অপরাধী , চুপ থাকা আলেম সমাজ না আমাদের অজ্ঞতা।
( ক্ষত শরীর নিয়ে সুস্থ থাকা যায় না । চিকিৎসা করা দরকার । বেশি ক্ষত হলে কেটে পেলতে হতে পারে ।)
ইসলামের দ্যুতি ছড়িয়ে দিতে হলে এসব অপরাধীকে ইসলামের বিচার অনুযায়ী সাজা দিতে হবে ।
ইসলাম , আল কোরআনের রক্ষাকারী স্বয়ং মহান রাব্বুল আলামিন ।
আল্লাহ্ হাফেয
©somewhere in net ltd.