নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যারা মহান আল্লাহ্’র কথা অবিশ্বাস করে তাদের কি বলে ?
আল্লাহ্ সব কিছুর রক্ষাকারী। অন্য কেউ রক্ষাকারী বলে দাবি করলে সে তো মহান আল্লাহ্’র সাথেই শিরক করল।
পবিত্র কোরআনে মহান আল্লাহ্ বলেছেন , আল্লাহ্ নিজেই কোরআন সৃষ্টি করেছেন এবং তিনি নিজেই এর রক্ষা কারী। আর ইসলামী জীবন বিধান মহান আল্লাহ্র তাই কারও সাধ্য নাই ইসলাম ধ্বংস করা। ( কয়েকটা নাস্তিক ইসলাম ধ্বংস করবে এটা হাস্যকর ) যারা এই ধরনের কথা বলে এবং এদের কথা বিশ্বাস করে তাদের কি মহান আল্লাহ্র উপর আস্থা আছে? এই নাস্তিকদের কথায় কান দেওয়াই উচিত ছিল না। এই কান দেওয়ার অর্থ হচ্ছে নাস্তিকের অযৌক্তিক কথা বিশ্বাস করা। এতো পবিত্র কোরআনে আল্লাহ্ বলেই দিয়েছেন তিনিই রক্ষাকারী। আসলে আমাদের ঈমান দুর্বল। অন্যের স্বার্থে আমরা নিজের ঈমানকে দৃঢ় রাখতে ব্যাথ্র করে দিচ্ছি।
হেপাজতে মানে কি রক্ষাকারী না রক্ষাকরা যাই হোক না কেন , হেপাজতে ইসলাম এই নামটাতে শিরক আছে। যেহেতু এটা কোন রাজনৈতিক দল না। তাই বুজা যায় এরা ইসলাম রক্ষা করতে চায়। তাওবা এটা ঠিক না। ইসলামের মঙ্গলের জন্য কাজ করতে চান আগে সিরেকি নামটা পরিবর্তন করুন।
বর্তমান এই পরিস্তিথিতে নবী করীম (সঃ) থাকলে কি করতেন , একটু ভাবুন আর উম্মত হিসেবে আমাদের সে ভাবেই চলা উচিত, উৎকৃষ্ট পথে। এখন অনেক অশান্তি সৃষ্টিকারী এলোমেলো কথা বলবে। নিজ স্বার্থ সিদ্ধির লক্ষ্যে।
নবী করীম (সঃ) তখনই জিহাদের ডাক দিতেন যখন প্রতিপক্ষ আগে আক্রমন করত। জিহাদ বাঁচার শেষ পরিনতি জন্য কাম্য। তাই বাঁচার জন্য জিহাদ জরুরি।
জিহাদের নামে কেউ উৎশৃঙ্খলতা দেখান ঠিক না। জিহাদ শান্তির জন্য করা হয়। আগেই ভেবে দেখুন কি করলে শান্তি হয়।
©somewhere in net ltd.