নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“বেয়াল্লিশ বছর পর”
......................মাসুদুর রহমান ।
সেই এক, একাত্তর এর গন হত্যার বিচার চাইতে চাইতে
পেরিয়ে গেছে কত বছর।
ক্ষোভ আর ক্লান্তির অবসানের বিনিময়ে
ফিরে এলো বেয়াল্লিশ বছর।
যে বেয়াল্লিশ বছর অতীত হতে বর্তমানের
তার ভেতর জমা কত কত স্মৃতি।
যে বেয়াল্লিশ বছর গত হল
তাতে কত কত বীরত্ব আর ক্ষত।
সেই গণ হত্যার বিচার চাইতে
শুরু হতে হল কত কত আন্দোলন।
যে বিচার রুদ্ধ করতে
পদে পদে প্রলয়ের জগন্য বাধা।
যে বাধায় অষ্টে পৃষ্টে বাঁধা
মিথ্যে, হিংস্রতা, নীতিহীনতার ধর্ম চর্চা আর অজ্ঞতা।
দ্বিধা দন্ব্বের এই ক্লান্তি লগ্নে
দিশেহারা জাতী বিভক্ত ব্যাবচ্ছেদে।
বিচার চাইতে আবার গণহত্যা
পক্ষ বিপক্ষ সৃষ্টি করে ধর্ম নামে অধর্মের চর্চা।
আজও চলমান গনহত্যা
আজও অপেক্ষা বিচারের জন্য।
আজও অপেক্ষা বিয়াল্লিশ বছরের
কবে আসবে সেই বেয়াল্লিশ বছর।
স্রম দিতে স্রমিক হচ্ছে
কর্ম স্থলে শিকার গণহত্যার ।
আজও অপেক্ষা
এই হত্যার বিচারের বানী শুনার।
আজও অপেক্ষা বিয়াল্লিশ বছরের জন্য
আসবে কবে সেই বিয়াল্লিশ বছর।
কবে আবার উঠবে গর্জে
অপরাধের বিচার চাইতে সবাই।
গণহত্যার বিচার চাই। গত ও আজ ঘটে যাওয়া গণহত্যার
যা ঘটে গেছে নীরবে-নিবৃতে দেশের অর্থনীতির চাকা গুরানোর কাণ্ডারি
ঐ নিম্ন মানের নিম্ন আয়ের জনবহুল পোশাক শ্রমিকদের উপর।
©somewhere in net ltd.