নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা যদি বিশ্বাস করতে পারি তবে আমরা পারবো। আমরা বাংলাদেশী বাঙ্গালীরা বিশ্বাস করা উচিৎ আমরা পারি। আজ আমাদের সবচেয়ে বড় পরাজয় হল আমরা নিজেদের উপর বিশ্বাস রাখতে পারতেছিনা। আমরা পারিনা সন্মান করতে নিজেদের। এমনকি আমাদের দেশের এমন অনেকেই আছে যারা আমাদের জাতীয় নেতাদেরও সন্মান করতে কুণ্ঠিতবোধ করে। আমাদের সন্মান আমরা না দিলে অন্য কেউ দিবে না। আমরা পারি কিন্তু আমরা নিজেরাই অবাক কিংবা অনুধাবন করছিনা আমাদের দ্বারা কি জয় হওয়া সম্ভব। আমাদের আছে আন্দোলন করার শক্তি আছে ইতিহাস অবাক করেছি বিশ্বকে। ভাষার জন্য বুকের রক্ত দিয়ে আমরাই সকল ভাষার মর্ম অনুধাবন করে বুঝিয়ে দিয়েছি বিশ্বকে। আন্দোলন করেছি সত্যের পক্ষ হয়ে সাম্রাজ্যবাদ, অস্ত্র আর অন্যায়ের বিরুদ্ধে। আমরা পারিনি বহন করতে পাকিস্তানের অন্যায় আবদার। কোমল হৃদয়ের বাঙালি হয়েও প্রয়জনবোধে অস্ত্র হাতে নিয়ে ভেঙে দিয়েছি শত্রুর বিষ দাঁত। ভিত হয়ে পালিয়েছে সশস্ত্র হায়না সেনারা। এসব তো আমরাই করেছি। কিন্তু আজও মিরজাফর শ্রেণীর বেঈমানরা আছে তারা এ দেশের আলো বাতাস মাটি মা বাসস্থান ব্যাবহার করেও দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই দুর্বলতা কার জন্যে হল। আমাদের পূর্বপুরুষরা শুধু মনবল দিয়েই সব জয় করেছে। আর আমরা এত আধুনিক হয়েও মুর্খের মত অন্যের দালালি করে চলছি। আমরা সন্মান করেতে শিখিনী আমাদের ইতিহাস বীরত্ব সংস্কৃতি ঐতিহ্য গ্রাম শ্রমিক কৃষক আর সেই সব মহান নেতাদের। আমাদের পায়ে পড়ে পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করেছে পাকিস্তান। এর পর থেকে আমাদের ব্যাপারে তাদের চিন্তা ভাবনা দরকার অহেতুক। তাদের শিক্ষা না হওয়ায় আর লজ্জা ভুলে তারা রাজাকের ফাঁসিতে নিন্দা জানিয়েছে। তাদের কত সাহস ভাবাই যায় না। পরাজিতদের মাথা নিচে থাকাই ভালো। আমাদের মধ্যে আজও কেউ আছে যার চিন্তার ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে হীনতা তারা পক্ষ নিচ্ছে বেঈমান অসৎ মানবতার শত্রু স্বাধীনতার শত্রুদের। কেন স্বাধীন দেশ হয়েও আমরা মুক্ত মনে বাংলায় কথা বলতে কিংবা চিন্তা করতে পারিনা। আমরা আমাদের বীরত্বকে সন্মান করতে না পারায় আজ সুযোগ নিচ্ছে সুযোগ সন্ধানিরা। যারা বরাবরই বাঙালি জাতিকে খাট করে দেখছে। আসলে তাদের নেই আমাদের মত সোনালি ইতিহাস বীরত্ব। তারা এই একটা যায়গায় পারেনা আমাদের সাথে পেরে উঠতে। তাই তারা শেষ পর্যন্ত আমাদের সন্মান নিয়ে চিনিমিনি খেলতে চাইছে। ভারত সাম্প্রতি আমাদের মুক্তিযুদ্ধ ইতিহাস নিয়ে বিকৃত উপস্থাপন করায় তাদের নিয়ে চিন্তা করতে হচ্ছে। তাদের চিন্তা মন মানসিকতার কত অধপতন ঘটেছে তা অতি লজ্জাজনক। তাদের এখন অনেক শুধরানো উচিৎ। তাদের হীন চিন্তা নিয়ে আমাদের মুক্তিযুদ্ধকে না ভাবলেও চলবে। আমাদের ইতিহাসের মূল্য আমাদের কাছে আছে তাদের এই অবমূল্যায়ন মেনে নেয়া আমাদের পক্ষে সম্ভব না। তাদের ইতিহাস নিয়ে আমাদের মনগড়া মন্তব্য তারা যেমন কামনা করে না আমরাও তেমনি তাই তাদের কাছ থেকে আসা করি। তাদের বলিউড একটা কিছু মনে করে হয় হয়ে গেছে তাদের হিরো সংখ্যা বেড়ে গেছে। আমাদের হিরোরা শুধু পর্দার ভেতরে নয় দেশ বাঁচাতে পর্দার বাহিরে এসেই লড়াই করে। আমাদের সেই সব হিরোরা আজও আমাদের পথের দিশারী, আমাদের মুক্তি সংগ্রামের যোদ্ধারা বড় হিরো। অন্যের স্বাধীনতা প্রতি ভারতের সন্মান না থাকতে পারে কিন্তু লড়াই করা বিজয়ী জাতি হিসেবে আমাদের সেই বোধ আছে।
©somewhere in net ltd.