নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১। খেলোয়াড়দের প্রথমে নিজেদের বিশ্বাস করতে হবে যে, আমাদের সক্ষমতা আছে সব দলের সাথে জেতার। সব ম্যাচ জেতার।
২। অহংবোধ ছেড়ে সব খেলোয়াড় এবং সব দলকে সম্মান করতে হবে।
৩। কখনই হাল ছেড়ে দেয়া চলবে না, সর্বদা গভীর মনোযোগ দিয়ে খেলা।
৪। দলের জেতার প্রয়োজনে যেকোনো সময় কৌশল পরিবর্তন করতে হবে।
৫। স্বজন প্রীতি বন্ধ করে ভালো খেলোয়াড় দলে ভিড়াতে হবে এবং খেলার সুযোগ করে দিতে হবে।
৬। দেশ প্রেম বিশ্বাস করে চাপ নিয়ে খেলার মনমানসিকতা সৃষ্টি করে খেলতে হবে।
৭। কখনই হেয়ালি করা যাবে না। মনে রাখতে হবে, আন্তর্জাতিক যেকোনো দলই তাদের যোগ্যতা প্রমান করে এই মঞ্চে এসেছে। তাদের একটু ছেড়ে দিলেই তারা সুযোগ হাতিয়ে নেবে। যেকোনো দলের যেকোনো খেলোয়াড়ই ম্যাচের গতি পরিবর্তন করার যোগ্যতা আছে। তাই তাদের অবহেলা করা বোকামি।
৮। হৃদয়কে উদার করে খেলতে হবে মানে ম্যাচ জেতার মনমানসিকতা নিয়েই খেলতে হবে।
৯। মুখে শক্তি না দেখিয়ে খেলায় শক্তি প্রদর্শন করাই বুদ্ধিমানের কাজ।
১০। ক্যাচ ধরার আগে নিজেকে বলতে হবে আমি এই ক্যাচটি হাতিয়ে নেবই/ পারব।
১১। কিছু রান করার পর এটা ভেব না যে, আমার দায়িত্ব শেষ। আমি অনেক করেছি, আমি বৃদ্ধ হয়ে গেছি।
১২। নিজেকে বিশ্বাস করাতে হবে আমি আন্তর্জাতিক খেলোয়াড় আমি পারব যখন তখন ম্যাচ গুরাতে। আর আমার প্রতিদ্বন্দ্বী সারা বিশ্বের সকল খেলোয়াড়। তাই আমাকে সঠিক সুন্দর আর শক্তিশালী খেলাটাই খেলতে হবে। না হলে আমার অস্তিত্ব থাকবে না। আমরা সবাই প্রতিযোগী, শত্রু নয়।
১৩। প্রত্যেক খেলোয়াড়কে খেলার আগে নিজের ব্যাক্তিগত করনীয় এবং দলের জন্য করনীয় ঠিক করতে হবে।
১৪। যে দলের সাথে খেলবে তার আগে তাদের প্রতিটি খেলোয়াড়ের কৌশল আর দুর্বলতা খুঁজে নিতে হবে। আর সেই অনুপাতে খেলবে।
১৫। প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ নিতে হবে। জান হারবে তার পরেও লড়তে হবে। একদম শেষ বল পর্যন্ত। হতে পারে হেরে বসে আছ। তবু সর্বচ্চ দিয়ে লড়াই চালিয়ে যেতে হবে।
মনে রাখতে হবে, আমি হেরে যাওয়া মানে ১৬কোটি মানুষ হেরে যাওয়া, ১৬কোটি মানুষ কষ্ট পাওয়া, ১৬কোটি মানুষের আবেগ নষ্ট করা, ১৬ কোটি মানুষের সম্মান হানি হওয়া। আমি জিতে যাওয়া মানে ১৬কোটি মানুষ জিতে যাওয়া, ১৬ কোটি মানুষের সম্মান বাঁচা, ১৬কোটি মানুষের আনন্দ, ১৬কোটি মানুষের উন্মাদনা।
সুতরাং আমাকে তাদের প্রতিনিধি হিসেবে যোগ্য প্রমান করতে হবে। যে কোন মূল্যেই হক তাদের ইজ্জত বাঁচাতে হবে। আমাকে লড়তেই হবে প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে। আমার হেরে যাওয়া মানে ১৬কোটি মানুষের হেরে যাওয়া। আমি পারি না তাদের হারিয়ে দিতে। আমার একটু অবহেলা কাঁদিয়ে দেবে দেশের সকল মানুষকে।
এই খেলা কোন পেশা নয়, এটা জাতির আবেগ। যে এই আবেগ নিয়ে খেলবে না সে অন্য কোন কাজ করে জীবন অতিবাহিত করুক। জাতির সম্মান নিয়ে খেলা করবে না। তোমারা এখনও নিজেদের ছোট বলে দায়িত্ব অবহেলা করে চলচ। তোমাদের ছেয়েও ছোট ছিল ক্রিকেট রাজপুত্র সচিন তেন্দুল্কার। দায়িত্ব নিয়ে খেলতে হবে, হাল ছেড়ে নয়। দায়িত্ব নিতেই দেশের কাণ্ডারিতে এসেছ। তুমি কারো করুনায় এই অবস্থান করনি। দায়িত্ব তোমাকে নিতেই হবে। মাঠে আরও সক্রিয় হও।
©somewhere in net ltd.