নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইচ্ছে করে নদী হই
আর জাগাই নিজের বুকে উত্তাল জোয়ার।
পূর্ণ যৌবন জোয়ারে উচ্ছ্বাসিত হয়ে
শৃঙ্খলা আবদ্ধ করে হই তরুণ।
আর ধ্বসে দিই,
বৃদ্ধ নগরের কোলাহল।
গতিহীন শহরের উদ্দেশ্যহীন অস্থিরতা।
কঠিন ইট-পাথরের যে দেয়ালে ঠেকে গেছে
"সকাল আর শেষ বিকেলের সোনালি রৌদ",
ইচ্ছে করে নিজের উত্তাল জোয়ারে ভাসিয়ে দিই এই বেলার ব্যাস্থতা।
আর জাগাই নিজের বুকে নতুন চর,
আবার নতুন সকালের সূর্যোদয় আসবে।
আবার সকালের ঘাসগুলো শিশিরে ভিজবে।
কুয়াশার মাঝে ভোরের আগমনে
নতুন দিনের নতুন স্বপ্ন বাঁধবে।
যে আশায় স্বপ্ন বাঁধা,
নিখাদ আর সুন্দরের পতিস্রুতি সিদ্ধ করে।
তার জন্য আমাদের লড়াই।
©somewhere in net ltd.