নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ

ভাবতে থাকি

আমি বাংলাদেশের

ভাবতে থাকুন

আমি বাংলাদেশের › বিস্তারিত পোস্টঃ

বিজেবি-র জন্য তালিকাঃ

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০০

ভারতের রাজনৈতিক দল বিজেবি নাকি তালিকা করবে বাংলাদেশ থেকে কত মানুষ তাদের দেশে গেছে তার তালিকা। এই তালিকায় আরও যারা আছে তাদের কয়েক জনের নাম নিচে। যারা বাংলাদেশ থেকে ভারতে চলে গেছে

১। রবীন্দ্রনাথ ঠাকুর ( তার পূর্ব পুরুষ বাংলাদেশ ভূখণ্ডের )

২। সত্যজিৎ রায়

৩। জগদীশ চন্দ্র বসু

৪। সুচিত্রা সেন গুপ্ত তার নাতনি রাইমা সেন

৪। সৌরব গাঙ্গুলি

৫। মিঠুন চক্রবর্তী

৬। ...... বসু( পশ্চিম বঙ্গের সাবেক মুখ্য মন্ত্রী)

এ ছাড়া তারা কবি জিবনান্দ দাস কে তাদের মনে করে। মূলত ভারতে মানুষ গড়ার কারিঘর তো এরাই। এ রকম আরও হাজার হাজার সেলিব্রেটি আছে, এছাড়া বাংলাদেশ থেকে যাওয়া হাজার হাজার হিন্দু জমিদার। যারা এ দেশ থেকে নিয়ে গেছে বিশাল অর্থ সম্পদ। গরিব দেশকে সমৃদ্ধ করতে সাহায্য করছে। তাদের নেতারা নাকি এদেরকে পেরত দিবে। না হলে তাদের বাংলাদেশের জমিন চায়। তাহলে বলি ভারতের যেসব নাগরিক অন্য দেশে গেছে তাদের হিসাব কেমন হওয়া চাই। হয় ভারত সেই সব দেশকে জমিন দেবে না হয় তাদের ফিরিয়ে আনবে। যদি ভারত সেই সব রাষ্ট্রকে জমিন দেয় তবে শেষ পর্যন্ত তাদের কিছুই থাকবে না। আমাদের দেশের ভালো মানুষগুলো আমরা বিনা স্বার্থে সারা বিশ্বকে দিয়ে দিয়েচি। কারন বাঙালি বুদ্ধিমান জাতি তাদের হৃদয়টাও মহান। সারা বিশ্বের অমানুষকে মানুষ করবে শিক্ষা দেবে শাসন করবে। এই সাহায্য করার পরও আমরা কখনও বলিনি আমাদের মানুষদের ফিরিয়ে দাও। কারন বাংলা মায়ের হৃদয় মহান। সারা বিশ্ব বাঙালিতে ভরে দেব। অসভ্য জগৎকে সভ্য করেই আমরা ক্ষান্ত হব। আসলে বাংলাদেশ এমন একটা দেশ এখানে শুধু সাহসী জ্ঞানী আর কালজয়ীরাই জন্ম নিতে পারে। অন্য দেশ থেকে এসব মহাপুরুষ নিয়ে আসলে তাদের কি হবে? আসলে আমরা এসব ভাবি... ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.