নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদদের বুকের রক্তে ভেজা স্যাঁতসেঁতে এই মাটিতে
আজও এখানে এই বদ্ধভূমির বুকে দাঁড়িয়ে
একাওরের হায়নাদের পক্ষ নিয়ে কে আওয়াজ তুলল
এই বাংলার শব্দকে নগ্ন করে।
তার প্রতি নিঃশ্বাস বিষাক্ত করে তুলছে
এই বাংলার প্রতি বায়ু কনা ।
এখানে নিভৃতে আজও অভিমানী আত্মারা আসে
স্বাধীনতা, তোমার মাটির এই পবিত্র বুকে আশ্রয় চাইতে।
কিন্তু বড় কষ্ট পেয়ে আবার হারায় নিভৃতে
বড় লজ্জা! বড় অভিমান! বড় কষ্ট!
স্বধীন এই বাংলায় কেন আজও হায়নাদের গুপ্তচর?
এই প্রশ্ন নির্যাতিত আত্মাগুলোর।
...…..........................মাসুদুর রহমান
০১ লা জানুয়ারি, ২০১৫ ভোর ৪:০৮
আমি বাংলাদেশের বলেছেন: ধন্যবাদ
২| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪২
নিলু বলেছেন: মীর জাফরের উত্থান অনেক আগের যার অনুসারী এখনো বিদ্যমান ।
০১ লা জানুয়ারি, ২০১৫ ভোর ৪:১০
আমি বাংলাদেশের বলেছেন: তারা নির্লজ্জ বলে বারবার পরাজিত হয়েও বেঈমানের মত ফিরে
©somewhere in net ltd.
১| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৪
নেক্সাস বলেছেন: স্বধীন এই বাংলায় কেন আজও হায়নাদের গুপ্তচর?
এই প্রশ্ন নির্যাতিত আত্মাগুলোর।
সুন্দর