নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত কয়েক দিন আগে ডিসকাভারী চ্যানেলে দেখলাম ইন্ডিয়ানদের একটা ডকুমেন্ট। যে ডকুমেন্টের মূল ভাষ্য ছিল, ১৯৭১-এ পাক-ভারত যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম হয়েছে।
ইন্ডিয়ানদের এই তথ্য-চিত্রের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কারন তাদের এ ডকুমেন্ট ভাষা শুধু মিথ্যেই নয় এটা একই সাথে একটা সভ্য রাস্ট্রের বিরত্বের প্রতি অসম্মান।
১.কোন রাস্ট্র যদি স্বধীনতা না চায় প্রানপনে তবে তাকে কেউ স্বাধীনতা দিবে না।
২. স্বাধীনতা সেই পায় যার যৌগ্যতা থাকে।
৩. স্বাধীনতা কেউ কাউকে দান করে না এটা অর্জন করে নিতে হয়।
কোমল হৃদয়ের বাঙালী হাজার বছরের শোষনের প্রতিবাদ জানিয়েছে সর্বশক্তি দিয়ে।
এ প্রতিবাদ করার চেতনা কেউ শিখিয়ে দিতে পারে না। যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন কেউ রোখাতে পারেনা।
এই পৃথিবী অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ এখানে যৌগ্যরাই টিকে থাকে। একটা স্বাধীন ভূখণ্ড পাওয়া কত যে সৌভাগ্য আর কস্টের বিনিময়ের এবং যোগ্যতার প্রাপ্তির তা পরাধীন রাস্ট্রের যোদ্ধার পক্ষে বোঝা সম্ভব।
যাই হোক এবার ইন্ডিয়ানদের প্রতি বিশেষ পরামর্শ। ১. একটা বিজয়ী জাতীকে সম্মান করতে শেখেন। তাতে আপনাদের হৃদয়ের উদারতা প্রকাশ পাবে। যদি সম্মান করতে না পারেন তবে আপনারা সংকুচিত হৃদয়ের অধিকারী। আপনাদের মন মানষীকতার অনেক উন্নতী সাধন দরকার।
মূল কথায় আসি। অনেকে বলে
বাকী কথা পরে হবে
০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৭
আমি বাংলাদেশের বলেছেন: শুভ নববর্ষ ভাই। তবু আমরা গলা পাটাইতে হয়। আমাদের গলা আছে তো তাই
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৫
অপূর্ণ রায়হান বলেছেন: দেখুন , এসবের জন্যই সরকার নির্বাচিত করে জনগণ। এসব কাজ আপনি আমি কতোটুকু করতে পারবো! তবুও কিন্তু আমরা চেষ্টা করি। অন্যান্য দেশ দেখবেন তাদের দেশ নিয়ে কতো সুন্দর সুন্দর বিজ্ঞাপন দেয় বাইরের দেশের নামীদামী চ্যানেলগুলোতে! আমাদের সরকারের এসব নিয়ে মাথাব্যাথা নেই। আর ইন্ডিয়া তো ইন্ডিয়াই! তারা সব আন্তর্জাতিক মিডিয়ায় এসব করে চলছে। সাউথ এশিয়ান রেডিও নামে শুধু হিন্দি জ্ঞান বাজাচ্ছে, সুন্দরবন শুধু ভারতেই আছে, রয়েল বেঙ্গল টাইগার শুধু ভারতের, এখন আমাদের স্বাধীনতা যুদ্ধও তাদের! !!!!!!!!!!!!!!!
ভালো থাকবেন। শুভ ইংরেজি নববর্ষ