নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হিসেবে চলি তিনটা বৈশিষ্ট্য নিয়ে
প্রথমত ভাবি, সৃষ্টি জগতের স্বেরা প্রানিটি হয়ত আমি।
যদিও আমি নিশ্চিত না, কেন যে আমি স্বেরা!
ভাল খাবারগুলো কিন্তু আমি খাই
দু পায়ে দৌড়াতে পারি আবার কথাও হরদম বলি
মাঝে সুযোগ পেলে ঘুষ ও খাই।
জানি না এর জন্যই আমি ব্যাতিক্রম কিনা।
দুঃখিত মানুষ হিসেবে ইতোপূবর্ে আমারও লেজ একটা ছিল।
তাই বলে আমাকে আবার বনের পশুদের সাথে মিলাবেন না।
অবশ্য লেজ কিন্তু খারাফ কিছু না
লেজ অনেক গুনাবলী সমৃদ্ধ।
দেখে থাকবেন হয়ত , গরু মশা তাড়াত লেজ খুব কাজে লাগায় ।
ইশশ যদি থাকত একটা লেজ ।
তবে এটা নিয়ে যে খুব একটা চিন্তা করি তা কিন্ত না।
কারন চিন্তা হচ্ছে সকল রোগের মূল- ডাক্তারের প্রেসক্রিপশন।
তবে ভেবেই ভেবে খুন
আকাশের ওপারে চাঁদে মানুষ গেল কেমন করে ।
অত বৈশিষ্ট্যই জানায় আমার পরিচয়।
তবে কি করে পারি মানুষ হয়ে বন-জঙ্গলে গিয়ে
পশুর সাথে মিশে তৃনভোজন করতে।
এরপরও যদি বল মানুষ হতে আমি ব্যাথর্ ।
তবে আগামীতে পশুজাতির সাথে একাত্ম হয়ে থাকতে পারি।
কিন্তু তাতে একটা লেজ চাই।
.. ................... মাসুদুর রহমান
০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৪
আমি বাংলাদেশের বলেছেন: আপাতত লেজ নাই। শুভ নববর্ষ
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫০
অপূর্ণ রায়হান বলেছেন: মাসদুর রহমান কি আপনি ভ্রাতা?
শুভ ইংরেজি নববর্ষ