নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানিনা সে অপেক্ষা কত যুগের পাল তুলেছে
মনে হয় নয় নয় নিরান্নবই বসন্ত স্থির ছিল, শুধু পুবাল আকাশে লাল আভা ছেয়ে।
নিরাশার প্রস্তর গলিয়ে সন্ধ্যার মালতী প্রান্তর ঘেঁষে
কুয়াশায় ঢাকা ঊষার মত শীতল ছিল
আর স্নিগ্ধতায় ভরিয়ে তুলল হৃদয়ের গহীন।
তীব্রতর খরতায় ক্লান্ত মেজাজে উচ্ছাস তুলেছিল সে হাসি।
গোলাপের পাপড়ির আড়ালে থাকা সেই চোখ
প্রজাপতির ডানার মত পলক তুলে হ্যয়ালী দৃস্টি হারায় অতীত দিগন্তে।
লজ্জাবতীর পাতায় চিত্রাঙ্কন হয়ে দুটো ঠোঁট জড়ো হল
শতাব্দির শ্রেষ্ঠ মূহূতর্ে ।
©somewhere in net ltd.