নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ

ভাবতে থাকি

আমি বাংলাদেশের

ভাবতে থাকুন

আমি বাংলাদেশের › বিস্তারিত পোস্টঃ

মানুষিক প্রতিবন্ধী রাজনীতি প্রতি এক দগ্ধ মানুষের আত্মকথন

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:১৫


রাত এখানে শুধু অন্ধকারের জন্যই।
গহীন অন্ধকারের আবরনে ডেকে দেয়
সব নিকৃষ্ট আর অমানবিক বিবনর্ দৃশ্য।

যে জীবন আমার, একান্তই নিজের।
যে জীবন গড়েছি, বেঁচে থাকার সব সমীকরণ মেনে।
যেখানে প্রতিরোধ গড়েছিল, প্রকৃতি বিধ্বংসীরাই ।
সেখান থেকেই রুখে দাঁড়িয়েছে ততবার, ঠিক যতবার ভেঙ্গেছে স্বপ্ন আর যতবার লুট হল লড়াই।

সেই জীবন আজ অসহায়
সেই জীবন আজ লান্চিত মানুষ হওয়ায়
সেই জীবনে আজ অস্বস্তি
সেই জীবন আজ বিকলাঙ্গ।

এখনও হয়ত আছে আমারই সে জীবন।
কিন্তু তার সাথে অসংখ্য অস্বীকৃতি।
জীবনটা হয়ত এখনো আমার
কিন্তু তাতে বেঁচে থাকার নেই কোন উপাদান।
জীবনটা হয়ত এখনো আমার
কিন্তু সে মৃত্যু কাতর।

এই সেই দেহ আমার
যেখানে যত্ন ছিল
যেখানে আদর-ভালোবাসা ছিল পরস্পর।
আজ সেখানে আবাস যন্ত্রনার পতঙ্গের।

জীবনটা হয়ত এখনো আমার
কিন্তু মৃত্যুর কাছাকাছি।
জীবনটা হয়ত এখনো আমার
কিন্তু দুঃখ
দুঃখ এই তোদের কলংক আমার শরীর জুড়ে।

জীবনটা হয়ত এখনো আমার
কিন্তু তোদের প্রতিষ্ঠিত কলংক আমার শরীর জুড়ে।
জীবনটা হয়ত এখনো আমার
কিন্তু তোদের অমানবিকতার মুখোস আমার শরীর জড়ে।
জীবনটা হয়ত এখনো আমার
কিন্তু তোদের ক্ষমতার দ্বন্দ্ব আমার শরীর জুড়ে।

জীবনটা হয়ত এখনো আমার
কিন্তু তোদের বিকৃত রাজনীতির ছাপ আমার শরীরে।
জীবনটা হয়ত এখনো আমার
কিন্তু তোদের মানুষিক প্রতিবন্ধীতার ছাপ আমার শরীরে।
জীবনটা হয়ত এখনো আমার
কিন্তু তোদের ক্ষমতার দ্বন্দ্ব আমার শরীর জুড়ে।
বড় জ্বালা আজ এ শরীরে।

ভয় আর আতঙ্কের মধ্যে যেমন কোন পার্থক্য খুজে পাওয়া যায় না।
তেমনি নর কীটদের সাথে তোদের কোন পার্থক্য নেই।

খেয়ে সাবাড় কর
দগ্ধ শরীরের শত শত কাবাব।

…................... মাসুদুর রহমান

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০০

নিলু বলেছেন: লিখে যান

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৬

আমি বাংলাদেশের বলেছেন: ধন্যবাদ ভাই। পরবর্তী কবিতাটিও দেখবেন আশা করি । ভাল লাগবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.