নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ

ভাবতে থাকি

আমি বাংলাদেশের

ভাবতে থাকুন

আমি বাংলাদেশের › বিস্তারিত পোস্টঃ

প্রিয় বর্ণমালার

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৭

ফিরে দেখ
..................

স্বপ্নরা জেগে থাক নিদারুন হতাশা নিয়ে
অস্পষ্ট আকুতি তুলে দিলাম তোমারই হাতে
ফিরে চাও।
বেদনায় রক্তাত্ব আমি নির্যাস খুঁজি
এলোমেলো পথের দূর্বা ঘাসের শিশির হতে।
ফিরে চাও।
এই রক্তাত্ব গৌধূলি আমার না
শেষ বিকেলের দূর প্রতিধ্বনি ভাবায় না আমাকে।
ফিরে চাও।
সে পথ আমার সঙ্গি হয়নি যে পথে স্মৃতি নেই তোমার আমার
সেই বেলা ছুতে পারেনি আমায় যখন অশ্রু তোমার নয়নে চলচল।
ফিরে চাও । ফিরে আস।
আমি চেয়ে আছি।
সে পথের দ্বারে, সে পথের ধুলোবালি শরীরে মেখে।
যদি তুমি ভুল করে চলে এসে এই পথ ধরে।



একুশ মানে
.....................
একুশ মানে চেতনা জাগাতে ফিরে আসা
বার বার
সেই আন্দোলন সেই পতিস্রুতি।
একুশ মানে আমাদের মাঝে ফিরিয়ে দেয়া
বার বার
সেই বীরত্বের দূর্বার ছবি।
একুশ মানে জেগে উঠা সে সত্ত্বা
যার নির্মান হয়েছে আমাদের পূর্বসূরির সংকল্প দ্বারা।
একুশ মানে উপেক্ষা করা
শোষকের রক্তচক্ষুর নির্মমতা।
একুশ মানে বিদগ্ধ হওয়া এক সকালের
পুনঃ উত্থান।
একুশ মানে সত্যকে আঁকড়ে থাকা
মিথ্যের প্রলয় ঝড়ে।

স্মৃতির চরনে
.....................
খুব ভোরে
পাখিরা জেগে উঠার আগেই।
খালি পায়ে
প্রভাত ফেরীর সারির মধ্যেই।
শান্ত নীড়ে
খুব যতনে আমাদের পায়ের চলন।
হৃদয় হতে শ্রদ্ধা
নিবেদন করতে শহিদ মিনারে ভিড় জমাই আমরা সবাই।
ধীর ধীর পায়ে
এগিয়ে সবাই আর্পন করলাম ফুল শহীদ মিনারের পাদতলে।
যে ফুলে ফুলে
চেয়ে গেছে শহীদ মিনার।
সে ফুলের গন্ধে
মিশে আছে ভাষা সহিদদের রক্তাত্ব দেহের।
সে ফুলের রঙে দৃশ্যমান
বাংলা অক্ষরগুলোয় গোছান একুশের সেই স্মৃতি।
সে ফুলের পাপড়িতে পাপড়িতে
ভেসে উঠে সালাম বরকত রফিক শফিক সহ সব শহীদের ছবি।
সে ফুলগুলোয়



প্রিয় বর্ণমালার চিহ্ন
..................
সে ফালগুণের বিকেলে ভাষার দাবিতে
আন্দোলনে উত্তাল ছিল ঢাকার রাজপথ।
আন্দোলন দমাতে
চারপাশ থেকে বিক্ষিপ্তভাবে হঠাৎ......
মিছিলে জড়ো হওয়া
অনেকের মধ্যে একজন।
বর্ণমালা অংকিত প্ল্যাকার্ড হাতে
যে লুটে পড়ল মাটির কোলে।
যার বাহকের বুক থেকে এখনো তাজা রক্ত
স্রোত প্রবাহে গড়িয়ে পড়ছে
কালো পথের বুক দিয়ে।
এক হাত এখনো শক্ত করে ধরে আছে বর্ণমালার প্ল্যাকার্ড
অন্য হাতের............।
তালুর মাঝখানে বন্দি,
ফালগুণের প্রথম প্রহরের মেহেদী আঁকা লালছে রং।
প্রিয়ার দেয়া এ চিহ্ন থাকার কথা ছিল
বসন্তের শেষ বেলা অবধি।
বিকেল শেষে সন্ধ্যা গনিয়ে
বেলা শেষের পথে।
আজ সারা শরীর জুড়ে লেপ্টে আছে
মেহেদীর মত লালছে রক্ত।
এই চিহ্ন প্রিয় বর্ণমালার।
এই চিহ্ন মিশে আছে
মাতৃ ভাষার চরনে চরনে
নিজস্ব উচ্চারনে
আর একান্ত আবেগে।



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪০

বাড্ডা ঢাকা বলেছেন: ভালো লাগলো পড়ে ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৩

আমি বাংলাদেশের বলেছেন: ্যধন্যবাদ ভাই। পরবর্তী কবিতাটিও দেখবেন আশা করি । ভাল লাগবে

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০২

প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার কবিতা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৪

আমি বাংলাদেশের বলেছেন: ধন্যবাদ ভাই। পরবর্তী কবিতাটিও দেখবেন আশা করি । ভাল লাগবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.