নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ

ভাবতে থাকি

আমি বাংলাদেশের

ভাবতে থাকুন

আমি বাংলাদেশের › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ বাঙ্গালীর

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫১


.......... ...........

আমরা কি প্রানী হিসেবে বাঙ্গালী!
না মানুষ হিসেবে বাঙ্গালী?

আমরা অনুভব করি অভাব,
চাহিদার নয় এ যে স্বভাব।

তৃপ্তি নেই নিজ গর্বে
দৃষ্টি নেই আপন সৃষ্টিতে
অনুভব করি না নিজের অনুভূতিকে।
ছুই না নিজের ঐতিহ্যকে
আবেশ করি না নিজ ইতিহাসকে।

দূরের দৃশ্যে তীক্ষ্ণ দৃষ্টি রেখে
আক্ষেপে বলি আহ!
ওদের আছে যা নেই আমাদের তার কিছুই।

দৃষ্টি ফিরিয়ে দেখ হে
নিজের আপন সত্ত্বাকে।

মাতৃভাষা আর মাতৃভূমির তরে
যারা প্রান দিতে হয় নি কুন্ঠিত ।
তারা আমাদেরই আপনজন।

আক্ষেপ তো তাদের যাদের নেই
গর্ব করার মত উচ্ছাসিত ইতিহাস এমন।

যদি হতে পারো বাঙ্গালী তুমি,
তবে আক্ষেপ কিসের?
মাতৃভাষার দাবিতে আন্দোলনে
প্রানের বিনিময়ে এ
পাওয়া একুশ তোমার।
শহীদ মিনার তোমার।
বাংলা তোমার।
সশস্ত্র সব শত্রুর সম্মুখে লড়াই করা
বিজয়ী যোদ্ধা যে তুমিই।
স্বাধীনতা তোমারই প্রাপ্য।
বাংলাদেশ তো তোমারই।
সমগ্র বিশ্বে বাংলাকে উপস্থাপন করে
এই তোমারই বাংলা। এই বাংলাদেশ।।
তাই বাঙ্গালী হও
তবেই হবে বাংলাদেশ তোমার।
তোমাকে বাঙ্গালী হতেই হবে।

( ছন্দঃ অক্ষরবৃও)
................. মাসুদুর রহমান

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.