নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবুক হিল্লোল

ভাবুক হিল্লোল › বিস্তারিত পোস্টঃ

একজন অভিজিৎ ও আমরা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৮

মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়ের মৃত্যুর খবর পেয়ে বেশ কিছুক্ষণ বাকরুদ্ধ ছিলাম। এই কি আমার চির চেনা সেই বাংলাদেশ, যেখানে মতাদর্শের মিল না হলেই মেরে ফেলা হবে। অভিজিৎ দার লেখা বলতে গেলে আমার কখনোই পড়া হয় নি। আচ্ছা ধরে নিলাম উনার কিছু লেখা কারো কারো অনুভূতিতে লেগেছে। তো তার বিচার করার জন্যে স্বয়ং সৃষ্টিকর্তা রয়েছেন। সৃষ্টিকর্তার বিচার আমরা কেন নিজ হাতে তুলে নিচ্ছি? আর আমরাই বা বিচার করার কি ক্ষমতা রাখি যে কে আস্তিক বা নাস্তিক? কই অভিজিৎ দা তো কখনোই চাপাতি নিয়ে কাউকে আঘাত করেন নি। কারোর মাথায় তো পিছিন দিয়ে চাপাতি দিয়ে কোপ দেন নি। বা কারোর হাত থেকে আঙ্গুল বিচ্ছিন্ন করেন নি। তিনি শুধু বিজ্ঞান নিয়ে লিখেছে। হয়তো বা তার লেখনীতে কিছু কিছু ক্ষেত্রে ধর্মের সাথে সাংঘর্ষিক হয়েছে। কিন্তু তার জন্যে তো তাকে একেবারে মেরে ফেলা যায় না। তার চেয়ে সহজ রাস্তা হলো তাকে যুক্তি দিয়ে বুঝানো যে তিনি ভুল করছেন। তিনি যদি তার ভুল বুঝতে পারেন তাহলে তার পথ থেকে তিনি ফিরে আসবেন আর না হয় আসবেন না। কিন্তু তাই বলে তাকে মেরে ফেলা তো কোন সমাধান না। যারা ধর্মের নামে নামে অন্য ধর্মাম্বলীদের উপসনালয় ভাঙ্গেন, পাহাড় পর্বতে জঙ্গি প্রশিক্ষণ নেন, দেশ জুড়ে এক সাথে বোমা হামলা করেন তারাই ধর্মের পুরোধা। আর যারা একটু লেখালেখি করেন তারাই নাস্তিক, তাদেরকেই মেরে ফেলতে হবে? আর যারা অভিজিৎ রায়ের মৃত্যুর পর মিটমিটিয়ে হাসছেন তারাও জেনে রাখুন ওরা যে আপনাদের ওপর এক দিন হামলা করবেনা তার নিশ্চয়তা কি? জানেন তো নগর পুড়লে দেবালয় এড়ায় না। আর যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলেছেন তাঁদের কথা কি আর বলবো। তাদের মাঝে একটু মানবিকতা আসুক এই কামনা করি। অভিজিৎ দার আত্মার শান্তি কামনা করছি। সৃষ্টিকর্তা সবার সহায় হোন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.