নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবুক হিল্লোল

ভাবুক হিল্লোল › বিস্তারিত পোস্টঃ

অপারেশন ফার্মগেট

১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৬

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম গর্বের নাম ক্র্যাক প্লাটুন, যাঁদের ভয়ে পাকিদের ঘুম হারাম হয়ে গিয়েছিল। একটার পর একটা দুর্ধর্ষ অপারেশনের মাধ্যমে পাকি শুকর ছানাদের প্যান্ট ভেজাতে বাধ্য করেছিলেন তারা। তাঁদের অনেকগুলো অপারেশনের মধ্যে অন্যতম একটি হলো 'অপারেশন ফার্মগেট'। অপারেশনের স্থায়ীত্বকাল ছিল মাত্র ১.৫ মিনিট থেকে ২ মিনিট। কিন্তু তাতেই নিয়াজীদের মনে যথেষ্ঠ ভয় ঢুকে গিয়েছিল। অপারেশনের দিন তারিখ ঠিক করা হয় ৮ই আগষ্ট। ৬জন বীর গেরিলা যোদ্ধা এই অপারেশনে অংশ নেন। তাঁরা হলেন জুয়েল , বদিউজ্জামান , আলম , পুলু , স্বপন আর সামাদ। অপারেশনের প্ল্যান করা হয় সামাদের বাসায়। অনেক রিস্ক থাকা সত্ত্বেও সারাদিন অপারেশন স্থান রেকি করা হয়। নির্মানাধীন আনন্দ সিনেমা হলের উপরে বসানো ছিল হেভী মেশিন গান। ভেতরে বাইরে ভারী ও হালকা অস্ত্রে সজ্জ্বিত পাক আর্মি ও তাদের এই দেশীয় দোসরদের সার্বক্ষণিক টহল। সন্ধ্যার পর মিলিটারী টহল বেড়ে যাওয়ায় অপারেশনের সময় কাল রাতের বেলায় নির্ধারণ করা হয়। সবার হাতে ছিল স্টেনগান, শুধুমাত্র আলমের হাতে ছিল চাইনিজ এল.এম.জি। তাছাড়া পুরো গ্রুপটির কাছে ছিল ফসফরাস গ্রেণেড, গ্রেণেড-৩৬০ আর রিভলবার। সময়ঃ ৮টা ৭ মিনিট, মতান্তরে ৮টা বেজে ১০মিনিট। সবুজ রঙের একটি ভক্স ওয়াগন (মতান্তরে অন্য ব্র্যান্ডের গাড়ি) তেজকুনিপাড়ার গলি ঘুপচি ঘুরে হলিক্রস স্কুল পেরিয়ে ফার্মগেটের মুখে থামলো। পিছনে বদি, আলম, পুলু আর স্বপন। ড্রাইভিং এ ছিলেন সামাদ আর পাশে ছিলেন জুয়েল। চোখে দেশকে হানাদার বাহিনী মুক্ত করার দৃঢ় প্রত্যয় নিয়ে ক্ষীপ্র গতিতে নেমে আসলেন জুয়েল। মুহূর্তের মধ্যে গর্জে উঠল পাঁচটি স্টেনগান আর একটি এল.এম.জি। তৎকালীন সময় অন্যতম সামরিক শক্তিতে বলীয়ান পাকিস্তান আর্মির সাত পশু লুটিয়ে পড়ল। সাথে আহত হলো আরো কয়েকটা পশু, সাথে এদেশীয় কয়েকটা বেজন্মা বেঈমান। পরবর্তীতে আরো কয়েকটা জাহান্নামে চলে যায়। পর দিন ঢাকায় অবস্থানরত পাকিদের চোখে মুখে ভয় ছিল স্পষ্ট। ঢাকার প্রাণকেন্দ্র ফার্মগেটে ঘটে যাওয়া এই দুঃসাহসিক অপারেশনে ধূলো পড়ছে আস্তে আস্তে। কয় জনই বা জানি এই সব লোমহর্ষক অপারেশনগুলোর কথা। হালের ডুড প্রজন্ম ফাস্ট এন্ড ফিউরাস দেখে কেঁপে উঠে। অথচ তারা অনেকে জানেই না এই অপারেশনের কথা!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.