![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনার আশেপাশের মানুষগুলোর দিকে তাকান। বা আপনার খুব কাছের আত্মীয়দের মাঝেই হয়তো পেয়ে যাবেন। খুব বেশি অলৌকিক না হলে ২/১ জন পাবেন যারা আর বাকি সবার চেয়ে আলাদা। আলাদা মানে যে পড়ালেখায় একটু দুর্বল কিংবা সঠিক সময়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এটাও সতে পারে সহজে সবার সাথে মিশতে পারে না। প্রশ্নটা তাদের নিয়ে নয়। তাদেরকে নিয়েই যাদের একটু সহমর্মিতা বা সঠিক দিক নির্দেশনা তাদের সঠিক পথে সঠিক গন্তব্যে পৌছে দিবে। ঐ হতভাগ্য মানুষটির সাথে আরো ২/৩ জন ভাল ছাত্র বা সমাজে একটু এগিয়ে যাওয়ার মানুষদের কয়েকজন তাদের ঘিরেই আপনজনদের যত আশা ভরসা। এই এগিয়ে যাওয়া মানুষগুলোর তো কিছু দরকার নেই। আপনি বরং পিছিয়ে পড়া মানুষদের সাথে একটু খোলা মনা কথা বলুন। আন্তরিক ভাবে তাদের সমস্যা গুলো বুঝার চেষ্টা করুন। কে জানে, আপনার একটু সুপরামর্শে বা সান্নিধ্যে তার মাঝে পরিবর্তন আসবে। তেমনি ক্লাশের পিছনের সারির ছাত্রদের নিয়ে অন্যান্য সহপাঠী বা শিক্ষকদের মাথা ব্যাথা নেই। প্রতি সেমিস্টারে পিছিয়ে পড়া ছাত্র/ছাত্রীটি যেনো ক্লাশের, সমাজের বোঝা! কিন্তু কখনোই কোন শিক্ষক তার ঐ শিক্ষার্থীদের কাছে জানতে চায় না তাদের সমস্যা গুলো আসলে কোথায়? কেনই বা তারা এগোতে পারছে না। এই কথা গুলো বলার যথেষ্ট কারণ রয়েছে। কারণ এগুলোর প্রতি আমার প্রায় প্রতিদিন সম্মুখীন হতে হয়। সমাজের এই রুঢ় বাস্তবতা আমাকে তিলে তিলে আস্তাকুঁড়ে ফেলে দিচ্ছে। আমার আশেপাশের মানুষদের কথা বার্তা / আচার-আচরণে মনে হয় আমার দ্বারা হয়তো কিছুই সম্ভব নয়! জানি না এর শেষ হবে কোথায়!!!!!
©somewhere in net ltd.