![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাগ ইমন।এক সময় দেশ নিয়ে, মানুষ নিয়ে লিখতাম। কবিতা লিখতাম। এখন কবিতা লিখতে বসলে দেশের সমস্যা গুলোর কথা লেখার কথা মনে পড়ে যায়। অনেক কিছু - যা নিয়ে কেউ লিখছে না। দুঃখ নেই। একটা সময় তো আজলা ভরে কাদামাটি , শীতলক্ষ্যার জল নিয়ে খেলেছি। সে খেলাও ছাড়তে হয়েছে। আছি । পেন্সিলে আঁকা ছবির মত।
" আমি বারে বার আসি ফিরে , ডাকি তোমায় কাছে "
এমনি করে কি ফিরে আশা যায় !
এমন হিম হিম কুয়াশার ভোরে
তোমার মুখ বেঁধে স্বপনের ডোরে
এমন করে ফের ভালোবাসা যায় ?
তোমার হাসির শব্দ ছলকে বুকে
নাচে নতুন আভায় ইচ্ছে গুলো
ঘুর্নি ওঠে চমকে পুরনো ধুলো
এই ভাবে কি অসময় যায় রুখে !
তোমার ছবিতে অধর যাই ছুঁইয়ে ভয়ে
নিরবে নামে অশ্রু কপোলে , যায় ঝরে
জানি না তোমাকে বলা যায় কি করে
কতটা পথ পেরিয়ে যাই দুয়ারে রয়ে ।
আমি তো জানি তুমি আমার আপন ধাম
হাজার প্রতীক্ষার পরে আজ একটু খানি
প্রণয়ের পদতলে দেই মোর অর্ঘ্য আনি
তুমি কি নেবে না পূজা , দেবে না বিশ্রাম ?
শিশির আমি ,বুকে শুধু আছে ভরে শুদ্ধ জল
তুমি সূর্য ভোরের , আছো দূর নীলাম্বরে স্থিত
হয়ত আমি নই সুন্দর , তাই কি অবাঞ্ছিত?
তবু রেখো একটা কথা , হয়ো একবার কোমল।
দিও তোমাকে একবার নিতে এই বুকে , বড় সাধ
মুহুর্তে মিলিয়ে যাবো , উত্তাপে ফুরাবো জানি
তবু সে জীবন ক্ষণীকের হবে সার্থক তা মানি
তোমাকে ভালোবাসি , হোক সে যতই অশ্লীল অপরাধ !
-----------------------------------------------
"আমি এক বারও বলতে পারিনি
আমার হৃদয়ে তোমার মালিকানা
পুরুষ , তুমি কি বোঝ নিরবতার যন্ত্রনা ?"
------------------------------------------------
জানি ,এই লেখা কবিতা হয়নি কোন ছন্দেই । সেও সত্য কথন ।
কি করে ছান্দিক হয় ! তোমার না বোঝা আমার বুক ভাঙা ছন্দ পতন!
---------------------------------------------------
জানি এবারও গায়ে জড়াবো সযতনে তোলা শাড়ি
আনত চিবুকে লাজুক হাসি , চোরা চাউনি আনাড়ি
আমি দাঁড়াবো তোমার সামনে নিয়ে সব থাকবে যা
তুমি ভাববে ফাল্গুন তাই আমার দু চোখ ভেজা !
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৪৯
রাগ ইমন বলেছেন: হ্যাঁ , আমিও মিছিলে যাবো , বিচার চাইবো আদালতে ,
কেন সে বোঝে না যা আমি বলতে পারি না কোন মতে !
সবেতে নাকি নারীর চাই অগ্রাধিকার , চাই এগিয়ে আসা
কিন্তু , পুরুষ কেন হবে না অগ্র অভিলাষী যেখানে কাঁদে ভালোবাসা।
আমি তো মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে আগুন ঝরাতে পারি
শুধু , প্রনয়ে আমি বড্ড নিরব , সে কি বোঝে ? আমি নারী!
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৩৫
এস.এম.আলম বলেছেন: গুড পোস্ট৷ আপ্নেরা দুই বান্দবি কৈ, আপ্নেগো মিছ করি
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৫২
রাগ ইমন বলেছেন: শমশের ভাই নাকি ! অনেক দিন পর ! সালাম আপনাকে। কেমন আছেন ?
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৪৬
বিষাক্ত মানুষ বলেছেন: দুনিয়ার হাভাইত্যা
এক হও এক হও
ভ্যালেন্টাই ডে ভ্যালেন্টাইন ডে
মানি না মানি না।
কুবিতা জুস
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৫৪
রাগ ইমন বলেছেন: কবিতা জুস তো হবেই , আমায় নিঙড়ে দিয়ে
সে তো আছে ভালোই গোলাপী আকাশ নিয়ে ।
(আম্মাআআ)
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৪৭
ভক্কডা বলেছেন: সুন্দর কবিতা, বুক উথাল পাথাল করাইন্যা কবিতা। এমুন সময় এমুন কবিতা পড়াডা উচিত হইলনা আমার
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৫৭
রাগ ইমন বলেছেন: তাহলে ,
অভিশাপ দাও আমায় যেন জ্বলে ,পুড়ে হারিয়ে যাই
অপবাদ দাও আমায় , যেন নিরবে ফুরিয়ে যাই
নিরবে।
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৪৮
লোকালটক বলেছেন: জুস হৈছে
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৫৮
রাগ ইমন বলেছেন: চিনি কম?
৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৪৮
নিবেদীতা বলেছেন: কবিতা খুব ভাল লাগলো।
ফাগুনের শুভেচ্ছা
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:০১
রাগ ইমন বলেছেন: তোমার নিবেদন
হয়েছে কি গ্রহন নিবেদীতা ?
তাই বুঝি পেলে ফাগুন !
আমার হৃদয়ে আগুন
আমি তো অজানা বঞ্চিতা !
৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৫২
ধ্রুব বলেছেন: আমিও মিছিলে যাবো , বিচার চাইবো আদালতে ,
কেন সে বোঝে না যা আমি বলতে পারি না কোন মতে !
সবেতে নাকি নারীর চাই অগ্রাধিকার , চাই এগিয়ে আসা
কিন্তু , পুরুষ কেন হবে না অগ্র অভিলাষী যেখানে কাঁদে ভালোবাসা।
আমি তো মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে আগুন ঝরাতে পারি
শুধু , প্রনয়ে আমি বড্ড নিরব , সে কি বোঝে ? আমি নারী!
খাইছে!!!! আপু, আপনেরে আমার লাল সেলাম, জাষ্ট আমার বৌ এ রে আপনের থেইকা ১০০০ হাত দুরে রাখতে হইব, বুজছি। অবস্য এখনো বিয়া ই করি নাই। হি... হি... হি...
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:০৯
রাগ ইমন বলেছেন: ধ্রুব , ছেলেরা পৃথিবীর সবচেয়ে বড় ভুলটা কখন বোঝে জানেন ? যখন তাকে কোন অভিমানী বড় ভয়াবহ পরিমান ভালোবেসে ফেলে । অতি অতি অতি বুদ্ধিমান, প্রাপ্তমনস্কও তখন হয়ে যায় পুরাই নাদান । আরে কলেজের বিতর্কে যার মুখে খই ফোটে , সে মেয়েও যে একটা মাত্র মানুষের সামনে এলে একেবারেই "অবাক" হয়ে যায় , এইটা বিড়ালের মাথায় ঘন্টা মেরে কেউ কেন যে বোঝায় না! (খাইয়ালামু)
৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৫৮
নিলা বলেছেন: দারুন লিখেছেন
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:১৩
রাগ ইমন বলেছেন: "অনেক কথা লিখেও , থুক্কু, বলেও তবু সব কথা যায় কি বলা ?
কে জানে !
কিছুটা তো বুঝে নিতে হয়
মনটাকে খুঁজে নিতে হয়
কেন সে কবিতা দেখে , দেখে না কবির " এই সব কাব্য টাব্যের" আসল মানে!
৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:০০
লাল মিয়া বলেছেন:
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:১৭
রাগ ইমন বলেছেন: হাসলে স্বাস্থ্য ভালো থাকে ।
১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:০২
মৃন্ময় আহমেদ বলেছেন: বিশাল মহাকাশ ছোট্ট পৃথিবী...
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:২০
রাগ ইমন বলেছেন: তার চেয়েও ছোট্ট একটা চিড়
তার "না বোঝা" রাখে করে অস্থির !
১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:১২
মিরাজ বলেছেন: ফাল্গুনী শুভেচ্ছা ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:২২
রাগ ইমন বলেছেন: আপনাকেও নিশ্চয় মিরাজ
১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:৩০
ভক্কডা বলেছেন: লেখক বলেছেন: তাহলে ,
অভিশাপ দাও আমায় যেন জ্বলে ,পুড়ে হারিয়ে যাই
অপবাদ দাও আমায় , যেন নিরবে ফুরিয়ে যাই
নিরবে।
------------ কথা গুলা উল্টাইলে কি হ্য়?
আশির্বাদ দিলাম তোমায় যেন নিভে , না পুড়ে হারিয়ে না যাও......
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:৫০
রাগ ইমন বলেছেন: মাথা পেতে নিলাম আশীর্বাদ !
কৃতজ্ঞতা ।
১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:৩৩
না বলা কথা বলেছেন: মনের তড়পড়ানি বুঝন যাইতাছে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:৫০
রাগ ইমন বলেছেন:
সে কেন বুঝে না?
১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:১৮
হরিসূধন বলেছেন:
+
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৫৫
রাগ ইমন বলেছেন: ধন্যবাদ
১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:২০
না বলা কথা বলেছেন: দল ফরের চান্নি রাইতে হের মাথা যখন আওলা অইবো,
ভুভু করে মাথা চরকির লাহান ঘুরবো।তহন হের মনে অইবো ,হায়রে যদি পাইতাম মন সন্জিবনী মায়াবীনি, হেই সময় হে তোমার কথা মনে কইরা ফানা ফানা অইবো -কইয়া দিলাম।
সবুর করো,
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:০৪
রাগ ইমন বলেছেন: ছুম্মা আমিন !
১৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:৩৫
শেষ বিকেলের মেয়ে বলেছেন: কবিতা ভাল লিখেছেন।
ফাগুনের শুভেচ্ছা ..
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:১২
রাগ ইমন বলেছেন: সাথে আগুনের জ্বালা !
১৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:২৫
তানজিলা হক বলেছেন: সুন্দর কবিতা*****
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:১৬
রাগ ইমন বলেছেন: সুন্দর কবিতা সে পরবাসী না বুঝিলো ,
কইয়ো কইয়ো ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া
মুই রাধা ( নাকি গাধা ! ) মইরা যাইমু কৃষ্ণহারা হইয়া ।
সে কেন চাঁদের পানে চেয়ে হাসে ?
জোৎস্নার খামে তার হাসি ভেসে আসে ,
এমন শীতল সে বিরহের আগুন সই , সহে না দেহ
সে কেন আমায় পোড়ায় , দেয় না জবাব কেহ!
১৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:২৭
মাহবুব সুমন বলেছেন: ছবিটাকি ক্লাস ৫ এ পড়ার সময়কার
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:১৭
রাগ ইমন বলেছেন: জ্বীনা ,তখনো এত বুড়া হইনাই ।
১৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:০৩
রাহুল বলেছেন: আজ কোনো কাজ নেই ...... আজ শুধু খুশী
HAPPY VALENTINES DAY
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:২১
রাগ ইমন বলেছেন: রাহুল,
আমার মনে কোন খুশিও নাই , হাসিও নাই , বাঁশীও নাই , সব বাঁশ ,
সে কিছুতেই বুঝিতেছে না আমার গহন গহীন অভিলাষ
আমার তো মুখ ফুটে বলার কোন উপায় নাই , কবিতায় প্রকাশ
পুরুষ হয়ে তার কি উচিত না আগে আমাকে বলা , দিচ্ছি যার আভাষ ?
নয় দুরেই থাকি , নয় যোজন যোজন পার্থক্য , তবু মনে মিল
এমন চুপ করে এড়িয়ে গেলে বলো তো কি করি ? kill bill ?
২০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:১৭
অচেনা বাঙালি বলেছেন:
ভালবেসে ফতুর হয়ে যাও।
কি আছে দুনিয়ায়!
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:২৫
রাগ ইমন বলেছেন: দুর্দান্ত একটা উপহার দিলেন । অনেক ধন্যবাদ ।
আমি ফতুর হয়েই আছি , একদম ফতুর
কিন্তু সে তো বাড়ায় না হাত , বড়ই চতুর !
তারে একটু বলেন না , সবখানে লেডি'স ফার্স্ট হয় না
প্রনয়ে ইমন বুক ফেটে মরে , মুখ ফুটে কয় না ।
২১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:২৫
েজবীন বলেছেন: হ্যাপি ভ্যালেনটাইন ডে এবং বসন্তের শুভেচ্ছা
কবিতা জুস হইছে আসলেই
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪৫
রাগ ইমন বলেছেন: জুবু থুবু , অনেক ধনিয়া পাতার চাটনি ।
কিন্তু যারে নিয়ে লিখলাম , তার কোন খবর নাই ।
মনের দুঃখে গান গাই ,
"মুখে ভালোবাসি না বলে
মনে প্রেম নিয়ে চলে আছে অনেকেই
এতদিন যে ছিলো সাধারন একজন
আজ তাকে বড় আলাদা লাগে
মন আঁধারের নীলিমায়
তোমাকেই আজ খুঁজতে চায়
জানি না কোথায় পাবো তোমায়
একবার এসে দেখো আমায় !"
[লিরিকে ভুলের জন্য ক্ষমাপ্রার্থী ]
২২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪৪
সামী মিয়াদাদ বলেছেন: প্লেটোনিক লাভ...........সাথে অব্যক্ত ভালবাসার যন্ত্রনা...
কবিতা ভাল্লাগছে.....ভ্যালেন্টাইনের উপহার....
....ধন্যবাদ
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫১
রাগ ইমন বলেছেন: প্লেটোনক লাভের বাংলা কে যেন করেছিলো , "প্লেট উপচানো ভালোবাসা " । তারে জাঝা ।
উপচে পড়ে আমার বুকে হায় আবেগের নদী
ও তুমি কেন এমন নিরব , নিঠুর নিরবধি ?
আজকে থেকে মরবো যেদিন , সেই রাতে
থাকবো , আছি তোমার সাথে , তোমার হাতে
এই প্রতিজ্ঞা কি নয় যথেষ্ট তোমার কাছে ?
প্রেম ছাড়া আর কি দেব ? বলো আর কি আছে ?
পারলে দিতাম তুলে তোমার হাতে বিশ্ব প্রশস্ত
নয় নাও আমার বিশ্ব , তোমায় অনুগত , বিশ্বস্ত ।
২৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫৪
চিকনমিয়া বলেছেন: আলহামদুলিল্লাহ..ফুটু ভালা হইচে
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:২৭
রাগ ইমন বলেছেন: সবই আল্লাহর ইচ্ছা ।
২৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:০১
সামী মিয়াদাদ বলেছেন: ভালবাসা প্লেট উপচাইয়া পড়লে তো সবাই নিয়া নিবো...দেখবা প্লেটের আশেপাশে রোমিওগো ভিড়ে প্রান অষ্টাগত..প্লেট না উপচানোই ভালা.....প্লেটের ভিতরে থাকলে যার প্রাপ্য সেই পাইবো
যে হারে ভালবাসাপূর্ন প্রতিজ্ঞা করা হইতেছে.......ভালবাসার ভারে ভালবাসার কোমর না ভেন্গে যায়???
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৩২
রাগ ইমন বলেছেন: তাই?
সে কি আমাকে ভয় পায় ?
নিজেকে লাগছে ডানা ভাঙ্গা পাখির মত ।
আমার ওড়ার অধিকারে "জরুরী অবস্থা জারি "
আমার সবটা ভালোবাসা দিয়ে তোমায়
একবার ছুঁতে পারি?
২৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫৬
চিকনমিয়া বলেছেন: এ জগতে ভালোবাসা বলিয়া কিচুই নাই
ভুল সবই ভুল....
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:২৯
রাগ ইমন বলেছেন: আমার জগত জুড়ে আছে ভালোবাসা
সে কেন এত শুকিয়েছে , কেন রুক্ষ হয়েছে নদী
এক বারও কি আসবে না প্লাবন ?
আমার চোখ জল দেয় যদি!
২৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫৯
স্রোত বলেছেন:
রাগ আপু।
আপনার ফাসি চাই।
আগের সব পোস্ট মুছে দিয়েছেন কেনো?
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:২৯
রাগ ইমন বলেছেন: দেন ফাঁসি , আমি মরতেই চাই ।
২৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:০২
সাইফুর বলেছেন: কবিতা ব্যাপক সুন্দর হইছে...
পেলাস
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৩২
রাগ ইমন বলেছেন: ও টারটল , মাঝি কি ডরাইলো ?
২৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:১৮
রুবেল শাহ বলেছেন: ভালবাসার জন্য একটা দিন এটা আমি কখনো মানি নাই মানবো না। ---+++
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৩৩
রাগ ইমন বলেছেন: ঠিক কথা ।
রাতটাও যোগ করা উচিত ।
২৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:১৯
হাসিবুল বলেছেন: ফাগুনের শুভেচ্ছা
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৩৪
রাগ ইমন বলেছেন: ফাগুনের আগুন লাগুক তার প্রানে ( আপনার প্রানেও)
ধন্যবাদ ।
৩০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৪০
অরুনাভ বলেছেন: ভালো কবিতা.........
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:০৫
রাগ ইমন বলেছেন: হ্যাপি ভ্যালেন্টাইন অরু ।
৩১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৫৭
সামী মিয়াদাদ বলেছেন:
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:০৫
রাগ ইমন বলেছেন: এত খুশি কেন? ইয়াবা পাইলা নাকি?
৩২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:১১
মুহিব বলেছেন: ইহা কি এবং কে
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:২৩
রাগ ইমন বলেছেন: ইহা একটি কাব্যিক চিঠি , তবে কবিতা নয় কোন ভাবেই ।
আর এই ব্যক্তিটি হলো সেই শয়তান যার অলস মস্তিষ্ক "রাগ ইমন" এর জন্ম দিয়েছে ।
৩৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:১৭
দেবদারু বলেছেন: ভালোবাসা দিবসে মনছোঁয়া কবিতা.................. খুবই ভালো লাগলো আপু..............
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:২৫
রাগ ইমন বলেছেন: আমার দিবসটি ( এবং সম্ভবত রাতটিও) যাইতেছে পুরাই ভালোবাসাহীন ।
৩৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:২০
দেবদারু বলেছেন: ........... আর ছবিটা বেশ মায়াবী, খুব স্নিগ্ধ.............
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩২
রাগ ইমন বলেছেন: মায়াবী না রে ভাইয়া , মায়াবনবিহারিনী , বিহারেই কাটে দিবা যামিনী , আমি যে তারে বাধিতে পারিনি।
৩৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:২৩
তাজুল ইসলাম মুন্না বলেছেন: হাভাইত্যাগো হ্যাপি ছ্যাকা-ডে
আফু লেখাডা সোন্দর অইচে। + দিছি।
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩৫
রাগ ইমন বলেছেন: আচ্ছা ।
৩৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:২৪
রাহুল বলেছেন: অপরবাস্তব-২ নাকি ২১ শে ফেব্রয়ারীতে বেরুচ্ছে।আপনার লিখা নিশ্চয় থাকছে,তাই না?
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩৬
রাগ ইমন বলেছেন: আমি ঠিক জানি না , রাহুল । সত্যি নাকি?
৩৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩৫
আলী বলেছেন: Love isn't a decision, it's a feeling. If we could decide who to love, then, life would be much simpler, but then less magical. HAPPY VALENTINE'S DAY রাগুদি
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩৭
রাগ ইমন বলেছেন: কি যে ভালো লাগে
পুষ্পের হোলি খেলা!
আমার শোণিতে পুষ্প দুরন্ত
তলায় ছড়ানো আকাঙ্খার ধুলি
ক্ষরণে প্লাবন এলে শিউলির বসন্ত
খসে হতে পারি নিঃস্ব , শুভ্র ।
ক্ষরণে সিদ্ধ মিলন গ্রন্থি
লাল গোলাপের গোলাম কবি
বোঁটায় দাঁড়িয়ে বক্ষ বহ্নি
চিরকাল খোঁজে অসম্ভবী !
কেমন আছো আলী ? অনেক ব্যস্ত নাকি?
৩৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪০
আলী বলেছেন: দি তুমি আসবে ২১/০২/০৮? অনেক ব্যস্ত না প্রচন্ড TENSIতো।
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:০৭
রাগ ইমন বলেছেন: জানি না রে ।
৩৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:১৭
রাহুল বলেছেন: কৌশিক পোস্ট করলো ২১ তারিখ বেরুবে।আপনার লেখা আছে কিনা আপনি যানেন না।কোশিক বললো পারমিশন নিয়ে লিখা ছাপানো হইছে তো আপনার পারমিশন নিলোনা??? আপনি যানেন না আপনার লিখা ছাপাবে কিনা,তবে কার লিখা ছাপলো??
বুঝলাম না........
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০০
রাগ ইমন বলেছেন: হা হা হা হা হা হা হা , রাহুল এই ব্লগে ঠিক কয়জন রাগ ইমনের অনুমতি নিয়ে তার নামটা ব্যবহার করে?
তবে বই এর জন্য আমার লেখা চেয়েছিলো । আমি সম্মতি দিয়েছি খুশি মনে। ভাই, বাস্তব জীবনে কোন বই টই প্রকাশ করা তো হবে না। নয় অপরবাস্তবেই হোক । ঃ)
৪০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫২
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: সাইফুর বলেছেন: কবিতা ব্যাপক সুন্দর হইছে...
পেলাস
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০১
রাগ ইমন বলেছেন:
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:১১
রাগ ইমন বলেছেন: ব্যাপক ধন্যবাদ । ঐ প্রতু পাগলা , আমার খিচুড়ি কই ? পোলাপান কিন্তু খেপতেসে!
৪১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫৯
ফ্রুলিংক্স বলেছেন: কুবতে পড়ি না। তবে গানটা জুস।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:০৯
রাগ ইমন বলেছেন: ধন্যবাদ , ফ্রু । ভালো আছো তো?
৪২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:১৬
এলোমেলো বলেছেন: ফাগুনের শুভেচ্ছা । আদ্ভুদ কবিতা
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:১০
রাগ ইমন বলেছেন: আপনাকেও শুভেচ্ছা ।
৪৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:২৩
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: খিচুড়ি?
কোবতের মইদ্দে তো কুনু খিচুরি পাইলামনা
তয় মাথু কুক
৪৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১৪
মুকুল বলেছেন: যেখানেই সীমান্ত তোমার, সেখানে বসন্ত আমার !
*****
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:১১
রাগ ইমন বলেছেন: তারা গোণা আকাশের কাছে আমরা সীমাবদ্ধ সবাই ।
তারাদের তারা চেনে না তাই ।
তাই না মুকুল ?
৪৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৪৬
মৈথুনানন্দ বলেছেন: বলি হীরা নেবে কতো শুনি?
৪৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৫৮
মৈথুনানন্দ বলেছেন: ঝরে পাতা, ঝরে সময়, জমে অভিমান / ধুলো জমে, ভুল খাতা, লেখা হয় না নতুনের গান
৪৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৫৯
মৈথুনানন্দ বলেছেন: 2 টো ভালো জিনিস শেয়ারের বিনিময় মূল্য = এবেলা-ওবেলা কাচ্চি বিরিয়ানি
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:১৩
রাগ ইমন বলেছেন: বিরিয়ানী কিংবা কাচ্চি '
আজকাল না খাচ্চি ।
বড় জোর ঘন ডাল
বাগাড় দেওয়া কাল ।
৪৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২১
প্রতিশোধ বলেছেন:
কোবতে বুজছি নাকি বুজি নাই সেইটা কমু না।
তয় পেলাস।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:১৬
রাগ ইমন বলেছেন: বোঝাটা একটা বোঝা ।
তার চেয়ে অনুভব করাই উত্তম ।
৪৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:২২
আবু সালেহ বলেছেন: কবতেখানা জবসে হইছে.....
তা ফটুক খানা কখনকার????
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:১৯
রাগ ইমন বলেছেন: ধন্যবাদ । কেমন আছো ? ছবিটা এমেইজিং এইটটিন এর ।
তখন ১৮ বছর বয়স যার
যুদ্ধে যাবার ছিলো তার শ্রেষ্ঠ সময় !
৫০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪৮
চিকনমিয়া বলেছেন: নতুন লেকা দেন
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:১৯
রাগ ইমন বলেছেন: চেষ্টা করছি ।
৫১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:১০
উদাসী স্বপ্ন বলেছেন: আরে ফটুকটা কার?
সুন্দর চেহারা! না আর কারো মোবাইল নম্বর চামু না! প্রেম ভালোবাসা-টাংকি মারা সব ভূয়া! সাগরে যামু এইটাই ভালো আমার লিগা!
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:২০
রাগ ইমন বলেছেন: ও রে পাগল , এইটা রাগ ইমনের স্রষ্টার ছবি ।
৫২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৪৬
গণ্ডার বলেছেন:
নয়া কোনো নাটকের অপেক্ষায়
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:২৬
রাগ ইমন বলেছেন: তাই? রোকন কি ছুটিতে ? নতুন কোন নাটক লিখছে না ?
আচ্ছা , গন্ডু , এক কাজ করলে কেমন হয় ?
জুলেখা ও খোদাসীর গল্পটার নাট্যরুপ দেই ? তোমার মা রাজি হবেন অভিনয়ে ? কিংবা তোমার বন্ধুদের কারো মা? কিংবা তোমাদের বোনদের কেউ? অথবা তোমাদের কারো বউ বা হবু বউ ?
কেউ রাজি না হলেও চিন্তা নেই । তোমাদের "কন্যা সন্তানেরা " বড় হওয়ার অপেক্ষায় রইলাম ।
সবই তো আল্লাহ দেখছেন । আল্লাহ এ বিশ্বাস করো গন্ডু ?
৫৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩৪
ছায়ার আলো বলেছেন: "জানি ,এই লেখা কবিতা হয়নি কোন ছন্দেই । সেও সত্য কথন ।
কি করে ছান্দিক হয় ! তোমার না বোঝা আমার বুক ভাঙা ছন্দ পতন! "
এই লাইন দুইটা বেশি সুন্দর!
(ছবিটাও খুবই খুবই সুন্দর )
আগের লেখা মুছার দায়ে আপনার ফাসী চাই! !
গন্ডু এইটা কি কইলা?
৫৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৫৮
রাগ ইমন বলেছেন: ছালু , অনেক অনেক ধন্যবাদ ।
এই ছবিটার দিকে তাকিয়ে ভাবি ফিরে পাবো কি না কোন দিন এই হাসি । । একটু ভালো করে দোয়া করিও তো !
গন্ডুর কথার মানে বোঝো নাই ?
আচ্ছা , আমাদের অরগানাইজেশনাল বিহেভিয়ার ক্লাসে একটা জিনিস শিখিয়েছিলো । একই মানুষ নাকি একা থাকলে এক রকম আর একটা নির্দিষ্ট "গ্রুপে" থাকলে আরেক রকম আচরন করে । এই যেমন , একলা এবং আলাদা সত্ত্বা হিসেবে কাউকে দেখবা "ফেসবুকে " কি ভালো ভালো কথা লিখেছে রাগ ইমনকে ।
কিন্তু যেই মুহুর্তে ব্লগে এলো , সাথে সাথে রাগ ইমনকে একটা আক্রমনাত্মক কথা লিখতে হবে । কারন? খুব সোজা । মনে মনে হয়ত মানুষ "রাগ ইমনকে" তার অতটা অপছন্দ না। কিন্তু , এ টিমের সামনে "গ্রহনযোগ্যতা" পাওয়ার জন্য রাগ ইমনকে গালি দিয়ে "নামায কবুল করায় " নিতে হয় । ( মুসল্মান ভাই বোনেরা , কষ্ট পাইবেন না দয়া করে , তুলনাটা স্রেফ তুলনা ) ।
এই জন্যই আমি কোন দিন কোন দলাদলিতে ছিলাম না , এখনো নাই । একটা দলে থাকতে হলে , দলের লোক জনের মন রক্ষা করার জন্য নিজের বিশ্বাস , নিজের চেতনা , নিজস্ব ধ্যান ধারনার বিপরীত কত কাজই না করতে হয় ! এই ভন্ডামিটা আমি পারি না । যেটা মন থেকে বিশ্বাস করি না , সেইটা স্রেফ "দলের একজন" হওয়ার কারনে স্বীকার করতে না পারাটা ইঙ্গিত দেয় , দলে সততার কোন জায়গা নাই ।
"ব্লগের রাজাকারদের দৌড়ের উপর রাখার কাজটা " এ টিম করছে সব সময় । এইটার কার্যকারিতা কতখানি , এইটা বিচারের সময় হয়ত এখনো আসেনি । কিন্তু , এই "নিও রাজাকারদের প্রতিরোধের " কাজটা করতে গিয়ে , এ টিম এর প্রতি আনুগত্য দেখাতে গিয়ে- কাউকে যদি "নিজের মেরুদন্ডটা " খুলে রেখে দিতে হয় , এর চেয়ে প্যাথেটিক আর কিছু কি আছে? তাই মাঝে মাঝে করুনা হয় এই দলটার সদস্যদের জন্য ।
একটা দিন দেখার খুব শখ আমার । এ টিম এর কারো কোনদিন এই সাহস আদৌ হবে কি না যেদিন "মেরুদন্ডী " প্রানী হিসেবে প্রকাশ্যে বলতে পারবে , " রাজাকার তাড়ানোতে ১০০% সাথে আছি কিন্তু অমুক ব্লগারের সাথে ব্যক্তি শত্রুতার ভান করতে পারবো না । "
এ টিমের বাইরের অনেক ব্লগার কিন্তু এই সৎ সাহসের প্রমান বহুবার দিয়েছেন ।
আমি নিজেও "তরিকার সাথে একমত হতে না পারলেও" এ টিমের রাজাকারবিরোধি ভূমিকার প্রতি , এ টিমের প্রতিটা সদস্যদের প্রতি প্রথম দিকে প্রচন্ড শ্রদ্ধাশীল ছিলাম ।
দুঃখজনক সত্যটা হলো , ছালু , তাঁরা নিজেরাই নিজেদের সম্মান রক্ষা করতে পারলেন না । যাই হোক , ব্লগের অন্যান্য ব্লগারদের কাছে তাঁরা সম্মানিতই থাকুক।
আইরিনের কথাটাই বার বার অনুভব করি , " আমি নাট্যকার হই , ঠিক আছে , তাও তোরা মানুষ হ । মেরুদন্ডী মানুষ ।"
৫৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:২৩
মোসতফা মনির সৌরভ বলেছেন: রাগ ইমনের উপরের দুটি কমেন্টে +
একেক মানুষের একেক রূপ দেখতে ফেইসবুকে যাওয়া লাগে না, পুরানো পোস্টগুলোতেই দেখা যায়। রাজাকার তাড়ানো ব্যক্তিরা যখন সাধারন ব্লগাদের বাজেভাবে ব্যক্তিআক্রমন করে বসে, সেটি যে তাদের ইমেজের (যদি আদৌ কিছু থেকে থাকে!) চেয়েও স্বাধীনতার পক্ষের ইমেজকে ক্ষতিগ্রস্থ করে সেটা বোঝার মত শুভবুদ্ধি যেন স্রষ্টা (স্রষ্টায় বিশ্বাস করুক আর না করুক) তাদের দেন।
আর স্বাধীনতা কারও বাবার সম্পত্তি না। এই ব্লগের একটা দলের সাথে থাকলেই স্বাধীনতার পক্ষের আর না হলে বিপক্ষের - আমাদের স্বাধীনতা এত ফেলনা নয়। আর সেই নিজেদের বিপক্ষ মতের মানুষদের উপর নোংরাভাবে ব্যক্তিআক্রমন করাটাও স্বাধীনতার চেতনা বিরোধী।
ক্লাস সেভেনে রেসিডেন্সিয়ালের এক ম্যাডাম একটি সুন্দর কথা বলেছিলেন " একটা পাখি জন্মায় পাখি হয়েই, একটা পশু জন্মের সময় থেকেই পশু, কিন্তু একটি শিশু মানুষ হয়ে জন্মায় না, তাকে মানুষ হিসেবে গড়ে উঠতে হয়" অনেকের বয়স হলেও তারা আজও মানুষ হতে পারেনি। ওদেরকে বলছি "আবার তোরা মানুষ হ"
৫৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৪২
অমি রহমান পিয়াল বলেছেন: কবিতার জন্য +
৫৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৫৯
অচেনা বাঙালি বলেছেন:
কিন্তু , এ টিমের সামনে "গ্রহনযোগ্যতা" পাওয়ার জন্য রাগ ইমনকে গালি দিয়ে "নামায কবুল করায় " নিতে হয় ।
আমি এটিমের সদস্য। কিন্তু আমি ত তোমাকে কোনদিন গালি দিয়েছি বলে মনে পড়েনা। আর এ টিমে, রাগ ইমনের পিছে লেগে গ্রহনযোগ্যতা পাওয়ার কোন রুলস রেগুলেশ্ন নাই। কেউ যদি তোমাকে আক্রমন করে সেইটা তার ব্যক্তিগত ইচ্ছা, এইখানে টিমকে জড়াও কেন? আর আমার জানামতে ও এটিমের সদস্য ও না।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:১২
রাগ ইমন বলেছেন: অচেনা বাঙালী , আমি কিন্তু আপনাকে চিনি । সকলের ভালোর জন্যই বলছি , এই সব বাদ দেন।
আমি এ টিমের ব্যাপারে অনেক বেশি জানি । কিন্তু , নেহায়েত রাজাকার গুলাকে ব্লগে কোন সুযোগ দিতে চাই না বলে কাউকে ঘাটাই না । প্রো ৭১ দের ভিতর অহেতুক শত্রুতা সৃষ্টি করার মত বোকামি আপনারা করতে পারেন , আমার মাথা অত গরম কখনোই হয় না ।
আর 'মানুষ" ও একটা গালি ।
ভালো থাকুন । দোয়া করি ভালো থাকেন।
৫৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৫৭
কণা বলেছেন: জটিলসস...
৫৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৩৪
গণ্ডার বলেছেন:
শুধু উত্তর দেবার জন্য বা বলার জন্য বললে অনেক কিছু বলা যাই, নাই বা বললাম।
ব্লগে হাতে গোনা যে দুইচারজন ব্লগারের ব্লগে নতুন কোনো পোস্ট দিয়েছন কিনা দেখার জন্য তার ব্লগে যাই তার মধ্যে রাগ ইমন একজন।
রাগ ইমন এবং তাকে ঘিরে ঘটনা বিন্যাস গুলো সব সময়ই নাটকিয়, সেটাই হয়ত তার ব্লগ আমার নিয়মিত দেখার একতি কারন।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:১১
রাগ ইমন বলেছেন: ঠিক আছে তাহলে আমিও একটা জিনিস স্বীকার করে নেই ।
ব্লগে হাতে গোনা যে দুইচারজন সজারু ব্লগারকে ব্লক করি নাই আমার ব্লগে তার মধ্যে গন্ডার একজন।
কারন একটাই , গন্ডার একবার আমার ব্লগের সমস্ত পোস্ট এর ব্যাক আপ তৈরী করে দিয়েছিলো । এই একটা উপকারের জন্য তার প্রতি রাগ ইমনের আজীবন কিছুটা কৃতজ্ঞতা , সামান্য ভালোবাসা সব সময়ই থাকবে ।
গন্ডু , আমার যে একটা মাত্র উপকার করে , আমি তাকে কখনোই ভুলি না । এবং অকৃতজ্ঞতা আমার রক্তে নাই ।
মুশকিল হলো , যে আমার সাথে একটা মাত্র অন্যায় করে, আমি তাকেও কখনোই ভুলি না ।
৬০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৩৬
গণ্ডার বলেছেন:
অনেক আগের মিথিলা নাটক বিষয়ক (ব্লগের সবচেয়ে হিট নাটক) কিছু কথা পোস্ট করলাম
মিথিলার পোস্ট, তার প্রেমিক রুবেলের পোস্ট এবং প্রাসঙ্গিক কিছু মন্তব্য আমাকে দ্বিধায় ফেলেছে।
কিছু ব্যাপার পরিষ্কার হওয়া দরকার। এইখানে কার মোটিভ কী? এর আগে পথিক নামে একজন ব্লগার রূপা নামে এক কাল্পনিক নারীকে সফলভাবেই প্রতিষ্ঠা করেছিলেন। রূপা কবিতা লিখত। পরে পথিক নিজেই জানিয়েছেন তা। রুবেল হয়তো একই পথ ধরেছিল। ক্যান্সারাক্রান্ত একটা মেয়ে, তার কল্পনার নারী। এইখানে যেই সমস্যাটা হলো সেটা ব্লগীয় আবেগ। মিথিলাকে প্রতিষ্ঠা করতে গিয়ে বেশ কিছু মিথ্যাচার করতে হয়েছে। কিন্তু কিছু ব্লগার তা সত্যি ভেবেছেন। আগ্রহী ও কৌতুহূলী হয়েছেন। তাদের কারণেই মিথিলাকে ব্লগাতে হয়েছে। মানুষের আবেগ নিয়ে খেলা করতে গিয়ে তাদের বুদ্ধিমত্তাকে এড়িয়ে গিয়েছেন রুবেল। যে কারণে মিথিলার পোস্টে বরফ পড়ে এমন সময় যখন নিউইয়র্কের ইতিহাসে ৯০ বছরে এই প্রথম বরফের চিহ্ন দেখা যায়নি। মিথিলা নিউইয়র্ক থেকে আনফেইথফুল গানের লিরিকস দেয়। পরের পোস্টে সে নিউইয়র্ক যায়।
তদন্ত এরপর সিলেট-ঢাকা হয়ে নিউইয়র্ক ঘুরে আসে। ঢাকার উত্তরায় সিলেমন রেস্ট হাউজে মিথিলা, তার বাবা কিংবা রুবেলের হদিস মেলেনা রেজিস্টার বুকে। এমনকি সিলেটের সেই পাড়াতেও না। নিউইয়র্কের কোনো হাসপাতালেই মিথিলা নামে ক্যান্সারাক্রান্ত কোনো বাঙালী মেয়ের লাশের খোজ পাওয়া যায় না।
অথচ মিথিমন কাব্য হয়। তৈরি হয় শিয়ামিজ টুইন। তাহলে রাগইমনের মোটিভ কী? তিনি একে উৎসাহ দিয়েছেন। একজন ক্যান্সারাক্রান্তের ডায়ালাইসিস হয় না। তার মতো ডাক্তারের তা জানার কথা। হলেও বা। কেমোথেরাপিই হলো না হয়। কিন্তু দুটোই খুব ব্যাথাতুর চিকিৎসা। সেখান থেকে উঠে এসে পরদিনই ব্লগিং-চ্যাটিং করা খুব কঠিন। ভার্চুয়ালিই সম্ভব। বাস্তবে না। ইমন চেপে গেছেন তা। কারণ? তার পাসওয়ার্ড অপব্যবহার ধামা চাপা। উনি মিথিলার সঙ্গে কথা বলেছেন দাবি করেছেন উল্টো।
হঠাৎই সুচিত্রা নামের এক ব্লগার তার গাত্রোদাহের কারণ হয়েছেন। সূচিত্রার একটা কবিতা থেকেই সংঘাত। সুচিত্রা তাকে ব্যান করার পর ইমন পোস্ট দিয়েছেন তা নিয়ে। তাতেও ঝাল মিটেনি। উনি মডারেটর ক্ষমতার অপব্যবহার করেছেন তার পোস্ট প্রথম পেজে ব্যান করে। অথচ সুচিত্রার এমন কোনো পোস্ট নেই যে কারণে তাকে প্রথম পেজে ব্যান করা যায়।
যে রাতে কৌশিকের পাসওয়ার্ড নিয়ে ঢুকলেন তিনি, তার উদ্দেশ্য ছিল স্রেফ সুচিত্রার কবিতায় কমেন্ট দেওয়া। সেটা তিনি করতে কৌশিকের আইডি ব্যবহার করেছেন। আলীপ্রাণেরটাও করতে পারতেন। করেননি। প্রথমে নিজের পোস্টে গিয়ে নিজেকে কমেন্ট দিলেন যে আপনার গদ্য আপনার কবিতার চেয়ে শক্তিশালী, তারপর সুচিত্রাকে। এরপর হিমু আর ধুসর গোধুলীর পোস্টে কমেন্ট দিতে গিয়ে ফাসলেন। কারণ উনি তার ছন্দ ছড়া দিয়ে কমেন্ট দিয়েছেন ওখানে। পরে কৌশিকের আইডিতে অআবার ঢুকে ইংরেজীতে কমেন্ট দিয়ে পাস ওয়ার্ড হ্যাক হয়েছিল বোঝাতে চেয়েছেন। বুদ্ধিমানরা ঠিকই বুঝেছে।
এই গুহ্য ব্যপারটা যখন প্রমাণাদিসহ ফাস হবার, তখন মিথিলা মরল। রাগইমন ঝাপিয়ে পড়লেন সেটা সত্য প্রমাণে। আবেগের খিচুরি পাকানো হলে ব্লগারদের।
৬১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৪০
গণ্ডার বলেছেন:
উপরের কমেন্তটা ইমনের নাটক প্রিয়তার অসংখ্য লক্ষনের একতি
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৩৩
রাগ ইমন বলেছেন: আলহামদুলিল্লাহ ! ভালো বিশ্লেষন । এক রাগ ইমনকে আক্রমন করার জন্য দারুন ভাবে ম্যানিপুলেট করা হয়েছে সব কিছু । সি আই এ সার্টিফায়েড মাস্টার মাইন্ডের মাস্টার পিস লেখা ! তোফা তোফা
গন্ডার খামোখা আমার পিছে লাগতে গিয়ে বেচারা বন্ধুরে ফাসাইলা । বেচারা মাত্রই বাপ হইলো আর এখন তোমাদের মত বোকা বন্ধুদের বোকামির কারনে তাকে হেনস্তা হইতে হবে ।
কি আর করা , তুমি যদি এখন বেল্টের নিচে ঘুষি মেরে বক্সিং খেলতে চাও , আমি কি আর পড়ে পড়ে মার খাবো ?
সরি , সদ্য বাপ হওয়া ব্যক্তিটির প্রতি, রুচি এবং ভদ্রতা বজায় রেখে অতীতকে অতীতেই ফেলে দিতে চেয়েছিলাম। তোমার বন্ধুরা সেটা করতে দেবে না দেখা যাচ্ছে ।
ঠিকাছে , গন্ডু , তোমার বন্ধুর রাগ ইমনের প্রতি বিশেষ প্রীতি ছিলো । থাকতেই পারে । কিন্তু সেইটা এক তরফা ছিলো । সেটাও অস্বাভাবিক কোন ঘটনা না । আবার , এক তরফা হইলে অন্য কারো প্রতি মনযোগ দেখলে কারো জেলাস লাগতেই পারে । সেটাও স্বাভাবিক । সুচিত্রা নিকটা তোমার বন্ধু/ বড় ভাইয়ের মেয়ে নিক। ব্লগের হযবরল এর ব্লগ স্পটে একটা কবিতা উপহার দিয়ে এসেছিলাম । সেইটা দেখে জেলাস হয়ে , সেই কবিতা চুরি করে সুচিত্রা নিকে এই ব্লগে পোস্ট করা হয় । হযবরল নিজেও এই কান্ড দেখে এবং আমার সাথে ই মেইলে এইটা নিয়ে অনেক হাসাহাসিও হয় ।
সুচিত্রা ঢাকা থেকে ব্লগায় দাবী করলেও ( কোরবানীর গরু পোস্টে বাড়ির বর্ননা ও দেওয়া ছিলো ) একটা বারের জন্য সামহোয়ার ইনে আসতে রাজি হয় নাই , তার কারন ঐ একটাই । জানতো , ই মেইল দিয়ে ট্রেইস করলেই আসল কাহিনী বেরিয়ে পড়বে । আর সে তো নিজে একটা ছেলে ।
উপরের কমেন্টে "আলী প্রানের " উল্লেখটাও একই কারন । আলী প্রানের কবিতায় আমার নিয়মিত কমেন্ট তার সহ্য হচ্ছিলো না।
রুবেল কি করেছে , না করেছে সেইটা তার ব্যাপার । দেখলাম, সে জবানবন্দী দিচ্ছে । দেখা যাক, এই বার হয়ত আমার নিজের অনেক প্রশ্নের উত্তর মিলবে ।
৬২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৪৬
নেমেসিস বলেছেন: পোস্ট আর কমেন্টস্ সবগুলাই হাই থট fool। আমি কি এখানে আসছিলাম ??
মোটেও না !!
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:০০
রাগ ইমন বলেছেন: হা হা হা হা হা হা হা , জটিল মন্তব্য ।
৬৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:১৫
পালর্ামেন্ট বলেছেন: এ-টীমের বিরুদ্ধে মনের ঝাল উগরাইয়া লাভ নাই। ছাগুসংগ-ফর্মুলা ব্যতিরেকে ব্যক্তি রাগইমনকে এ-টীম কখনও গদাম লাথি দেয় নি। তবে হ্যাঁ, ছাগুসংগ ধরলেই গদাম লাথি, বিলা হইলে কিছু করার নাই।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৩৯
রাগ ইমন বলেছেন: শুকরের লাত্থালাত্থিটা ছাগলের সাথেই মানায় ।
আসল নিকে আসো না কেন?
এ টিমের বিরুদ্ধে মনের ঝাল মিটানোর তো কিছু নাই । মত পার্থক্য থাকতেই পারে । এত গুলা ভিন্ন ভিন্ন মানুষের মাঝে সব সময় সব কথায় মিল না হওয়াটাই তো এক্সপেক্টেড ।
তবে , এ টিমের ও মনে রাখা দরকার , সবাই এ টীমকে ভয় পায় না। রাজাকার খেদানো ছাড়া অন্য যে কোন ধরনের ব্যক্তি আক্রমন করলে এ টিমকেই গদাম লাথি খেতে হবে ।
৬৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:২৫
ছায়ার আলো বলেছেন: হুমম...
গন্ডু, ভাল্লাগলোনা।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৪৭
রাগ ইমন বলেছেন: এই ভাবেই সবার সমস্ত শ্রদ্ধা হারিয়েছে , ছালু ।
প্যাট্রিওটিজম কবিতাটা এই জন্যই দারুন অর্থবহ আমার কাছে ।
৬৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৪৪
পালর্ামেন্ট বলেছেন: হ, নেত্রী ইজ ব্যাক। দুনিয়ার ছাগু এক হও।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৫০
রাগ ইমন বলেছেন: শুয়োরকে খোয়াড়ে পাঠানো হলো ।
৬৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৪৮
কেল্টু বলেছেন: আপনি যখন পোষ্ট দিয়েছিলেন চলে যাবেন বলে তখন অনেকেই বলেছিল আপনি নাটক করছেন।
এখন আমি দ্বিধায় আছি কে সঠিক!!
এই ব্লগ রহস্যময় মনে হচ্ছে
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৫৪
রাগ ইমন বলেছেন: ইশ , আমার থাকা না থাকা এতটাই আপনাকে ভাবায়!
নিজেকে তো সেলিব্রিটি লাগতে শুরু করলো (ক্লোজআপহাসি)
নাকি আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন ! (আম্মাআআ)
আম্মু, বাঁচাও !
৬৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৫১
কেল্টু বলেছেন: আর একটা কথা, আপনার যে ছবিটা শহীদ মিনারের সাথে মিশিয়ে লাগিয়েছেন তা ফজলে এলাহির সাথে মিল আছে
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:০৪
রাগ ইমন বলেছেন: আপনার ছবিটা হিন্দী ছবির এক জন অভিনেতার সাথে পুরাই মিলে । এখন কি আমাদের কে এইটাই বিশ্বাস করতে হবে যে হিন্দী মুভি স্টার এসে বাংলা ব্লগে ব্লগাইতেসেন?
এত গোবর হাটুতে নিয়া ঘুরেন কেম্নে ?
৬৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৫৭
চিকনমিয়া বলেছেন: গন্ডুরে তো চিনতে পারি না, গন্ডুর কি হইচে?
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:১১
রাগ ইমন বলেছেন: হাটু গরম হইসে । হয় এই রকম । গন্ডারদের হয়।
৬৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৫৮
কেল্টু বলেছেন: মানব প্রজাতির সকলকেই আমি ভালবাসি। আর মহিলা হলে তা একটু বেড়ে যায় বৈকি।
আপনি তো অনেক আগে থেকে চেলিব্রেটি, আমি বললেও, না বললেও।
৭০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:০৩
মানব মানিক বলেছেন: দারূণ !
আসলে ছেলেরা ভালবাসে চোখ দিয়ে আর মেয়েরা মন দিয়ে....
আপনার লেখায় সত্যিটা প্রকাশ পেয়েছে ।
আপনি জ্ঞাণীর খাতায় নাম লেখালেন।
আরো ভালোবাসার কবিতা চাই.. বেশি বেশি।
ভালো থাকবেন
ভালোবাসা নিয়ে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:১৩
রাগ ইমন বলেছেন: ধন্যবাদ । আপনিও ভালো থাকবেন ।
৭১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২০
চিকনমিয়া বলেছেন: কেল্টু আইসো
কোলাকুলি করি
আমরা দুই জন পুরান পাপী
৭২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩৬
গণ্ডার বলেছেন: লেখক বলেছেন: তাই? রোকন কি ছুটিতে ? নতুন কোন নাটক লিখছে না ?
আচ্ছা , গন্ডু , এক কাজ করলে কেমন হয় ?
জুলেখা ও খোদাসীর গল্পটার নাট্যরুপ দেই ?
রোকনের পোস্টের কোথাও কিন্তু আপনার নাম নেই বা আপনাকে কোনো ইঙ্গিত করা হইনাই, তাহলে আপনি কেন নিজেকে জুলেখা মনে করে মানসিক ভাবে কষ্ট পাচ্ছেন।
"
ঠিকাছে , গন্ডু , তোমার বন্ধুর রাগ ইমনের প্রতি বিশেষ প্রীতি ছিলো । থাকতেই পারে । কিন্তু সেইটা এক তরফা ছিলো "
কথা গুলো অণ্য একজনের প্রতি অত্যন্ত ভয়াবহ ব্যাক্তিগত আক্রমনের দিকে চলে যাচ্ছে যার সাথে গন্ডার রিলেটেড নয়, সো আমার মনে হয় আলোচনা আপাতত এখানেই শেষ হওয়া দরকার।
ভালো থাকুন , আরও পোস্ট করুন, আপনার মত সু-ব্লগার রাই এই ব্লগের প্রান।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৫৫
রাগ ইমন বলেছেন: তুমিও জানো , আমিও জানি রোকনের পোস্টটা কখন, কাকে নিয়ে , কেন লেখা । আমি একলা তো বুঝি নাই ।বুঝেছেন অনেক ব্লগারই ।
গোলাম আজম , মতিউর রহমান নিজামী , মুজাহিদ কিংবা কামারুজ্জামান এখনো আদালতে প্রমানিত আসামী নয় ।তাই বলে কি তারা যুদ্ধাপরাধী না?
আইনের ফাক ফোকর গলে বেরিয়ে যাওয়া যায় ঠিকই । তার মানে এই নয় যে অপরাধী কোন অপরাধ করে নাই ।
আর হ্যাঁ , আমি নোংরামি করাটা পছন্দ করি না । তাই অন্যের নোংরামির জবাব না দিয়ে থেমেই গিয়েছিলাম । তুমিই তো শুরু করলে । মিথিলা সংশ্লিষ্ট মন্তব্য তুলে এনে , নাট্যকার বলে , আরো অনেক ভাবে অপমান করার চেষ্টা করে ব্যক্তি আক্রমনের যে বিশাল নজীর স্থাপন করে গেলে --- সেটা তো সবাই দেখলো ।
বহুদিনের পুরাতন বন্ধু ছায়ার আলো জানিয়ে গেলো ।
অন্যান্য ব্লগাররাও হতভম্ব তোমার আচরনে ।
এর পরেও টনক নড়ে না?
" কথা গুলো অণ্য একজনের প্রতি অত্যন্ত ভয়াবহ ব্যাক্তিগত আক্রমনের দিকে চলে যাচ্ছে যার সাথে গন্ডার রিলেটেড নয়, সো আমার মনে হয় আলোচনা আপাতত এখানেই শেষ হওয়া দরকার।"
----- বাহ বাহ বাহ । দুর্দান্ত উপলব্ধি ! তা গন্ডু , তোমাকে আমি কবে কখন ব্যক্তি আক্রমন করেছিলাম যে বিভিন্ন পোস্টে এবং আমার ব্লগে গায়ে পড়ে লাগতে আসলা ?
তুমি কিসের সাথে রিলেটেড ছিলা যে খামোখা আমার সাথে লাগতে আসছিলা ? ভালোই তোমাদের দ্বৈত নীতি ।
একটু দেরীতে হলেও শেষ পর্যন্ত বুঝতে পেরেছ এই জন্য তোমাকে ধন্যবাদ । রাগ ইমনকে ডুবাতে চাও , চেষ্টা করে যাও । তবে এইটা মনে রেখো , যার কেউ নাই , আল্লাহ নিজে তার দায়িত্ব নেন ।
৭৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪১
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আফু ফিরা আইচেন ভাল করচেন। সবাইর কতায় কান দিয়েন না।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:১৮
রাগ ইমন বলেছেন: কেমন আছো মুন্না? পড়ালেখা ভালো চলছে তো ?
৭৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:২২
বুমবুম বলেছেন: কবিতা তো সবই জুস হয় তয় প্রবলেম হইছে আমি তো বুঝিনা
৭৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৪০
অমি রহমান পিয়াল বলেছেন: একবার ভাবি কিছু বলি, একবার ভাবি অফ যাই। দোটানায় পড়লাম দেখি। দেখো ইমন, ব্যাপক ব্যাখ্যা, অজুহাত কিংবা পিছনের কথা না টাইনা বলি- আমি তোমার সঙ্গে সংঘাতে নাই। সেইটা সর্বশেষ দেখায় বলছি তোমারে। এ-টিমের লগে আমার রিলেশন যদি থাকেও সেইটা এন্টি রাজাকারিজম সেন্টিমেন্টে। আর এ-টিমের রেজুলুশনে আমার জানামতে এর বাইরে ব্যক্তি আক্রমণ নাই। এ-টিমের কোনো সদস্য নিজ দায়িত্বে যদি তোমার পিছে লাগে, তারে ছিল্লা কাইট্যা লবন দাও, ইটস নট টিমস হ্যাডেক। সো প্লিজ আর কারো লগে দ্বন্দ্বের জের টাইনা আমারে রেফার কইরো না। আমার কন্যা হইছে, সেইজন্য আমি গর্বিতও। প্লিজ তারে বদদোয়া দিও না, একটা দুধের শিশুরে তোমার-আমার ব্যক্তিগত ব্যাপারের বলি না বানাই। এইটা অনুরোধ রইলো। এবং আশ্চর্যজনক এই- সামহোয়ারে আমার সঙ্গে ফাটাফাটি মারিকাটি সম্পর্কের লোকজনও আমার রাজকন্যারে শুভেচ্ছা জানাইয়া গেছে, তুমিও দিছো। কিন্তু তারপর আমি তোমার বেশ কয়েকটা পোস্টে দেখলাম তুমি এমন কথা লিখছো যার মানে দাড়ায়, আল্লাহ আমারে মেয়ে দিছে এখন ধর্মের কল বাতাসে নড়তে নড়তে তার উপর গজব পড়ব। কাম টু ইউর সেন্স লেডি
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:২০
রাগ ইমন বলেছেন: একবার ভাবি কিছু বলি, একবার ভাবি অফ যাই। দোটানায় পড়লাম দেখি। দেখো ইমন, ব্যাপক ব্যাখ্যা, অজুহাত কিংবা পিছনের কথা না টাইনা বলি- আমি তোমার সঙ্গে সংঘাতে নাই। সেইটা সর্বশেষ দেখায় বলছি তোমারে। ---
সেইটা তো আমিও নাই । কিন্তু , আমারে কইলেও , তোমার শুভাকাঙ্খীদের মনে হয় বলতে ভুলে গেছো । তারা এখনো তোমারে ধরে টান দেয় । বেশির ভাগ সময়ই জবাব দেই না । তবে কখনো কখনো মানুষকে একটু মনে করায় দেওয়া লাগে , আগুন লাগাইতে যাওয়ার আগে একটু ভেবে দেখা উচিত , পুড়লে শুধু একটা ঘর না, পুরা পাড়া শুদ্ধা পুড়তে শুরু করবে । আমি তো বুঝাতে পারলাম না , তুমি কি তাদের বুঝায় বলবা ?
এ-টিমের লগে আমার রিলেশন যদি থাকেও সেইটা এন্টি রাজাকারিজম সেন্টিমেন্টে। আর এ-টিমের রেজুলুশনে আমার জানামতে এর বাইরে ব্যক্তি আক্রমণ নাই। এ-টিমের কোনো সদস্য নিজ দায়িত্বে যদি তোমার পিছে লাগে, তারে ছিল্লা কাইট্যা লবন দাও, ইটস নট টিমস হ্যাডেক। সো প্লিজ আর কারো লগে দ্বন্দ্বের জের টাইনা আমারে রেফার কইরো না। -----
অযাচিত ভাবে কাউকে টেনে আনা , তুমি খুব ভালো করেই জানো , আমার স্বভাবে নাই । ব্লগে এই কাজ তো আরোই করবো না । রাগের মাথায় এক সময় অনেক অন্যায় করসো আমার সাথে । অনেক , অনেক বেশি । তার পালটা কিছু করেছি কোনদিন? আমি প্রতিহিংসা পরায়ন নই পিয়াল । জীবন অনেক বড় । এই রকম একটা দুইটা ঘটনা নিয়ে ব্যস্ত থাকার কোন দরকার আমার নাই । আমি বার বার চাইছি পুরা জিনিসটাকে অতীতে ফেলে দিতে । ডিলিট করতে । কিন্তু , আমি একলা চাইলে কি হবে সেটা ?
আমার কন্যা হইছে, সেইজন্য আমি গর্বিতও। প্লিজ তারে বদদোয়া দিও না, একটা দুধের শিশুরে তোমার-আমার ব্যক্তিগত ব্যাপারের বলি না বানাই। এইটা অনুরোধ রইলো। -----
একটা দুধের শিশুকে বদদোয়া দিবে রাগ ইমন? নিজের ঢোল পিটাইতে চাই না । দয়া করে গুলশান , বনানীর যে কোন একটা চালু ডেন্টাল ক্লিনিকের মাসিক আয় কত একটু দেখে আসো । তারপর চিন্তা করে দেখো , বাচ্চাদের প্রতি কতখানি মায়া থাকলে এবং কতখানি পাগল হইলে কেউ সামান্য বেতনে এন জি ওর চাকরী করতে আসে নিজের ক্লিনিক ফেলে। স্রেফ বাচ্চাদের সাথে , বাচ্চাদের জন্য কাজ করবে বলে । নিজেরে মহৎ প্রমানের কোন খায়েস নাই আমার । আমি মহৎ না , হওয়ার কোন ইরাদাও নাই । তবে আমি বাচ্চা পাগল মানুষ । আমার সবচেয়ে বড় প্যাশন আমার মাতৃত্ববোধ । সেইটারে এই ভাবে অপমান করতে পারলা , কি আর বলবো? আল্লাহ তোমারে সুবুদ্ধি দিক! বড় কষ্ট দিলা মনে , পিয়াল , বড় কষ্ট দিলা ।
এবং আশ্চর্যজনক এই- সামহোয়ারে আমার সঙ্গে ফাটাফাটি মারিকাটি সম্পর্কের লোকজনও আমার রাজকন্যারে শুভেচ্ছা জানাইয়া গেছে, তুমিও দিছো। কিন্তু তারপর আমি তোমার বেশ কয়েকটা পোস্টে দেখলাম তুমি এমন কথা লিখছো যার মানে দাড়ায়, আল্লাহ আমারে মেয়ে দিছে এখন ধর্মের কল বাতাসে নড়তে নড়তে তার উপর গজব পড়ব। কাম টু ইউর সেন্স লেডি--------
আবার ও প্রমান করলা যে তুমি চারিদিকে শুধু শত্রুই দেখো । আমার কোন কোন পোস্টে কোথায় তুমি এই ইঙ্গিত পাইলা ? আর কেউ তো পায় না । একলা তুমিই যদি এই রকম করে ভাবো , তাহলে সমস্যা কি আমার মনে নাকি তোমার মনে? একটু চিন্তা করে দেখো ।
একটা কথা সত্যি কইরা বলো তো , তুমি আর কত বছর লাগাইবা এইটা বুঝতে যে , রাগ ইমন , অমি রহমান পিয়ালকে নিয়ে কিছুই লেখে না । কোথাও না । কোন পোস্টেই না । ইউ হ্যাভ নো এক্সিস্টেন্স হোয়াট সো এভার , ইন হার থটস । বিলিভ ইট অর নট , দিস ইজ দা ট্রুথ ।
সব কিছু আজকে এখানেই শেষ হোক। প্লিজ, জাস্ট বি হ্যাপি উইথ ইওর ফ্যামিলি । আর কিছু বলার নাই ।
৭৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:০৭
উদাসী স্বপ্ন বলেছেন: এইডা রাগ ইমনে স্রস্টা মানে? মানে এইডা তুমার আম্মার ছবি? সরি আমার কমেন্ট খান কাইন্ডলি মুইছা দাও!
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪২
রাগ ইমন বলেছেন: ভালোই বলেছ , তাইলে দুইজনের ছবি হইতো না? আর স্রষ্টা দুইজন হয় নাকি? তুমি তো দেখি শিরক করতাছো । (আম্মাআআ)
৭৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৫৬
ফেলুদা বলেছেন: আল্লাহ তোমারে সুবুদ্ধি দিক! বড় কষ্ট দিলা মনে , পিয়াল , বড়
কষ্ট দিলা ।
সব কিছু আজকে এখানেই শেষ হোক। প্লিজ, জাস্ট বি হ্যাপি উইথ ইওর ফ্যামিলি ।
আর কিছু বলার নাই ।
এইভাবেই প্রেমের সলিল সমাধি হইল।
শেষ ডায়লগে চোখে পানি আইসা গেল।
৭৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:০৬
গণ্ডার বলেছেন:
ও বাপ কোথাকার কথা কোথায় চইলা যাইতেসে, এবারের মত ক্ষ্যান্ত দেন সবাই।
রাগ ইমন আমার খুব প্রিয় ব্লগারদের একজন, বিভিন্ন সময়ে তাকে ঘিরিয়া ঘটিয়া যাওয়া কিছু নাটকীয় ঘটনার ( যা অনেক সময় ইচ্ছাকৃত সৃষ্ট বলিয়া ভ্রম হয়) কারনে তাকে জাস্ট ফান করে মাঝে মাঝে নাট্যকার আপা বলিয়া সম্মোধন করিতাম।এখানে রাম ইমনকে ব্যক্তিগত আক্রমনের কোন অভিপ্রায় কখনো ছিলোনা। তাছারা এই ব্লগের আর অধিকাংশ ব্লগারের মত ব্যাক্তি রাগ ইমনকেও আমি পারসোনালী চিনিনা , চিনি শুধু তার লেখাকে ও তার এই নিককে।
so cool down please, dont be serious. dont feel offended
৭৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:১৮
ফেলুদা বলেছেন: জুলেখা ও খোদাসীর গল্পটার নাট্যরুপ দেই ? তোমার মা রাজি হবেন অভিনয়ে ? কিংবা তোমার বন্ধুদের কারো মা? কিংবা তোমাদের বোনদের কেউ? অথবা তোমাদের কারো বউ বা হবু বউ ?
কেউ রাজি না হলেও চিন্তা নেই । তোমাদের "কন্যা সন্তানেরা " বড় হওয়ার অপেক্ষায় রইলাম ।
সবই তো আল্লাহ দেখছেন । আল্লাহ এ বিশ্বাস করো গন্ডু ?
আল্লাহর মাইর দুনিয়ার মাইর, বুঝেছো গন্ডার?
৮০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:২২
তাজুল ইসলাম মুন্না বলেছেন: পড়ালেখা ভালোই চলে আপু। আপনি ভালো আছেন? কতদিন আপনারে দেখিনা।
আমার ফেবারিট লেখকের আরোও সুন্দর সুন্দর লেখা চাই।
৮১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৪৫
গণ্ডার বলেছেন:
ফেলুদা বলেছেন: জুলেখা ও খোদাসীর গল্পটার নাট্যরুপ দেই ? তোমার মা রাজি হবেন অভিনয়ে ? কিংবা তোমার বন্ধুদের কারো মা? কিংবা তোমাদের বোনদের কেউ? অথবা তোমাদের কারো বউ বা হবু বউ ?
কেউ রাজি না হলেও চিন্তা নেই । তোমাদের "কন্যা সন্তানেরা " বড় হওয়ার অপেক্ষায় রইলাম ।
বিখ্যাত ব্যাক্তিরা কোনো কথা বললে সেটা ব্যাক্তি আক্রমন হিসাবে গণ্য হয়না
৮২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৫০
শমালম বলেছেন: ঝড়গা বাদ্দেন লুকেরা৷ বাই দা উয়ে আইরিন আফারে দেকতাচি না যে
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৩৫
মানুষ বলেছেন:
দুনিয়ার হাভাইত্যা
এক হও এক হও
ভ্যালেন্টাই ডে ভ্যালেন্টাইন ডে
মানি না মানি না।
তবে কবিতা জোসিলা হইছে।