নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভন্ডামী মুক্ত চেতনা! ব্যঙ্গ রচনা।

আমার কথা শুনিতে খারাপ লাগে তাদের..., যারা অন্যের গৌরবে গর্ভবতী আগে থেকেই। সে গর্ভবতী নর নারীদের বমি হইবার সম্ভবনা শত ভাগ। তাই সাবধানে..... :) http://shonarbangla-blog.blogspot.com/

সোনার বাংলা

এইকানে এক নদী ছিলো। তাহার উপরে এক ব্রিজ ছিলো। ব্রিজের লাইনে ট্রেন চলতো ট্রেনের ছায়া জলে ভাসতো.. মাছেরা সবাই শব্দের ছন্দে স্বাধীকারের আনন্দে ছুটতো নদীর ঢেউে ঢেউে। এই নদীর সে দেখাতে বিরুদ্ধোবাদ(ফারাক্কা) ছিলো। সে দেখাই শেষ দেখা নদী মাতৃকার সোনার বাংলা..। এইকানে এক নদী ছিলো। নদীর জলে জাল পেতে জেলে মাঝিরা গান ধরতো সুজন মাঝিরা...... মাইকেল মধূরা সুধা পান করতো মায়ের বুকে মাথা রেখে! এইকানে এক নদী ছিলো। "এইকানের" বিবেকেরা নদীর জলপানে ভালোবাসে না! দাদা'দের......পানে ভালোবাসে..

সোনার বাংলা › বিস্তারিত পোস্টঃ

অবৈধ মানব ব্যবসায়ী দালাল বা আদম ব্যপারীদের বিচার কে করবে?? কিছু প্রশ্ন..।

২১ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:৪২











অবৈধ মানব পাচারের কাহিনী নিয়ে কিছু দিন পর পরই বিশ্ব মিড়িয়াই তোলপাড় করা খবর হয় বাংলাদেশের। কিছু লোভী নির্দয় মানব পশুর প্রতারনার শিকার হয়ে কেউ ফাড়ি দিচ্ছে পায়ে হেটে মরু সাহারা আবার কেউ ছোট্র নৌকায় ফাড়ি দিচ্ছে ভারত মহা সাগর, ভূ-মধ্যো সাগর! জেনে শুনে অসহায় মানুষদের সব সহায় সম্বল নিয়ে নিষ্টুর ভাবে তাদের কে হত্যা করা হচ্ছে। হয়তো কেউ বলবেন যে মানুষ কেন তাতে সাড়া দেয়? সে প্রশ্ন আমার ও কেন? আমাদের রাষ্ট বা সরকার কে তার উত্তর দেয়া উচিত। যে দেশের প্রতিটি স্তরেই সাধারন মানুষ বৈষম্যের শিকার হয়, সে দেশের সেই মানুষদের বেঁচে থাকার জন্য কি বা করার আছে?? উন্নায়নের জোয়ারে কিভাবে দেশের মানুষ ভেসে যাচ্ছে?

এই ধরনের মানব হত্যা কে কিভাবে মেনে নেয়া যায় তাও আবার যুগ কে যুগ? আজ পর্যন্ত একজন আদম ব্যপারীর ও ন্যায় বিচার হয়নি!! তারা এত শক্তিশালী যে রাষ্টীয় আইন পর্যন্ত তাদের কাছে অসহায়? এই মাস কয়েক আগে বাংলাদেশের কিছু নাগরিক মরক্কো থেকে সমুদ্র পথে ইউরোপে যেতে গিয়ে সাগরে সমাধিত হয় ! যাদের সুক্ষ প্রতারনার কারনে দেশের সহজ সরল মানুষ নির্মম ভাবে জীবন দিচ্ছে তাদের শাস্তি কি হওয়া উচিত?



গত কিছু দিন ধরে বিশ্ব মিড়িয়াই বাংলাদেশের কিছু খবরের মধ্য একমাত্র তোলপাড় করা খবর হলো.... (গত ১/২ মাসে) হাজার খানেক রোহিঙ্গা এবং বাংলাদেশী ছোট ইন্জিন চালিত নৌকায় করে মালয়শিয়া যাত্রা কালে থাইল্যান্ডে আটক এবং সে দেশের নৌ বাহিনীকৃত নির্মম নির্যাতনের পর বিনা খাদ্য পানি ছাড়া ইন্জিন বিহীন নষ্ট নৌকায় তুলে দিয়ে থাইল্যান্ড ত্যাগে বাদ্য করা হয়! তারপর সে মানব সন্তানদের শ'কয়েক রাত কে দিন সাগরের ঢেউর সাথে যুদ্ধ করে ইন্দোনিশিয়ার আচে প্রদেশের উপকূলে এবং ইন্ডিয়ার আনন্দোমান দ্বীপে আশ্রয় পায়। বাকীরা নিখোজ অথবা সাগরে সমাধিত

হয়েছে।



এখন আমার প্রশ্ন



১.বাংলাদেশের কোস্টগার্ড , নৌ বাহিনীর চোখ কিভাবে পাকি দিলো হাজার খানেক মানুষ? স্হানীয় পুলিশ বা অন্যান গোয়ান্দারা কি কোন খবরই জানতো না?



২. বাংলাদেশ সরকার কি থাইল্যান্ড সরকার কে কিছু বলেছে বা সে দেশের রাষ্টদূত

কে এ বিষয়ে কিছু জিগ্গাসা করেছে?



৩. যে সব আদম ব্যবসায়ীর কারনে দেশের মানুষ নির্মম ভাবে জীবন দিচ্ছে মরু ভূমিতে, মহাসাগরে, গহীন জঙ্গলে তাদের বিচার কি হবে? আর যারা বেঁচে গিয়ে ও নরপশুদের নির্মম নির্যাতনে দিন পার করছে কোন পতিতালয়ে অথবা মরুভূমির মেষ পালক হিসেবে। একটা স্বাধীন রাষ্টের সন্তান হিসেবে তারা কি নুন্যতম অধিকারের ছায়াটুকু ও পাবে না ? নাকি এখানে ও স্বজন প্রীতি করা হবে? গভীর ষরযন্ত্রের গন্ধ খুজে যাইতে হইবে?

এই সব নরপশুরা কোন দিক দিয়ে রাজাকারের থেকে ও বড় অপরাধী নয় আমি জানতে চাই?



৪. কিভাবে মানুষ কে আর্ন্তজাতিক বন্দর দিয়ে পাচার করা হয়!! এই অবৈধ মানব পাচারের সাথ দেশের প্রতিটি স্তরের নরপশুরা জড়িত। যারা টাকার বিনিময়ে দেশের

অসহায় ভাই মা বোন অবুঝ শিশুদের কে অতল অন্ধকারে নিক্ষেপ করে, তাদের শাস্তি

কেমন হওয়া উচিত?





অথচ ক্ষমতাবান রাষ্টীয় সম্পদ লুটপাটকারী বা রাষ্টীয় অপরাধীরা হাইকোর্ট সুপ্রিমকোটের মহব্বতী কায়দায় রাষ্টীয় টাকা দিয়ে সেই সব দেশে (সিংগাপুর,লন্ডন, মালয়শিয়া, ব্যংকক, আমেরিকা) চিকিৎসা দেয়ার নির্দেশ জারি করে!! কোটি কোটি টাকার কারবারী চিকিৎসা চলে.... আর অন্য দিকে শুধু বেঁচে থাকার জন্য বা মাসে হাজার কয়েক টাকার জন্য সে সব দেশে যেতে প্রাণ দিচ্ছে!!! তারা সেখানে চিকিৎসা তো দূরে থাক এক গ্লাস জল ও পায় না! হায় হায় কবে জানি এ সব অসহায় মানুষদের জন্য জনস্বার্থের রুল জারি করবে আমাদের ঈশ্বর! যদি ও ঈশ্বর কে ঈশ্বরবিধেরা লাথি উষ্ঠা মারে তবু ও তারা সভ্য প্রানী! তারা ঈশ্বরের থেইকা ও ক্ষমতাবান....!



একটা গনতান্ত্রিক দেশের উচ্চ আদালত হচ্ছে ঈশ্বরের মতো ক্ষমতাবান, তবে সে ঈশ্বর নয়।



স্বাধিনতার পর থেকে সময় তো কম হয় নাই অনেকে এলো গেলো কিন্তু এমন একটা হাসপাতাল বানাইতে পারলো না যেটার মধ্যে শুধু তারাই চিকিৎসা নিতে পারে!!! আবার এরাই আমাদের স্বপ্ন দেখায়!! বিদেশ থেকে প্রবাসীরা ডলার পাউন্ড পাঠায় আর তারা( রাজনীতিবিদেরা) ডলার পাউন্ড দিয়ে চিকিৎসা নেয় অবকাশ যাপন করে, সে সব দেশের ব্যংকে ডলার জমা করে, বাড়ি কিনে!! একই দেশের নাগরিক আমরা..!! হায় বৈষম্য......

মন্তব্য ২ টি রেটিং +১/-১

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৫:৪৯

বিডি আইডল বলেছেন: বাংলাদেশে মানুষ বেশী..তাই তাদের দাম নাই

২৩ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৭:০৬

সোনার বাংলা বলেছেন:
দিপা মানি আপার কুটনিতিক কায কামে নজর দিয়েন একতু ভাই.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.