![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঘরংগা চোখে লজ্জা তার বাসা বাধে...
নতুন বছরের রুপে ফুলেল মুকুটে
ভবঘুরে মনের দরজায় কড়া নেড়ে এসেছিলে
প্র্ভাতের নবীন আলোর পরশ মেখে।
নিদ্রার আতুর ভেংগে স্বাগত জানিয়েছিলাম
উৎসারিত মনের গভীর থেকে।
একটু একটু করে সরুপ হারিয়ে
এক বছরের এক গুচ্ছ সময়ের গহনে,
সঞ্চিত হয় অমূল্য জীবনের খর হিসেব।
কিছু মেলে কিছু মেলেনা। কিছু বলি হয়
সময়ের খুশির হিংস্র শিকারে।
অনেক হিসেবের শেষে ফলাফল
শোচনীয় পতন আর পরাভব।
তিনশ পয়ষট্টি দিনে তোমার দেওয়া
সর্বকালের শ্রেষ্ঠ ঊপাহার আমার
নিষ্প্রভ ঘাসফড়িঙ জীবন।
জমাট দীর্ঘ নি:শ্বাস আড়াল করে
কষ্টের শেষ প্রান্তে দাঁড়িয়ে
হাত নেড়ে তোমাকে বিদায় বলছি
কখনও ফিরে এসো না অজস্র বেদনার
নীল বিষের পেয়ালা হাতে।
অনন্তকালের প্রবাহিত ঝর্ণায়
ভেসে যাক না পাওয়ার বিরোধ
স্বল্প এ জীবন সীমার পরিসরে
সবটুকু জরা জীর্ন জলাঞ্জলি দিয়ে
নতুন রুপে এনে দাও নতুনের বারতা।
সুন্দর শপথে বুক বেঁধে
সকল অযোগ্যতার গ্লানি ধুয়ে মুছে
প্রজ্জলিত মশালের উত্তাপে উষ্ণ করে জীবন
নব চিহ্নের দাগ অক্ষত করে মনে
সাঁজাবো অনাগত সুন্দরের প্রত্যাশায়।
২০১২ সাল ছিল আমার জন্য অনেক গ্লানিময়। চমকপ্রদও বলা যায়। দেখি ২০১৩ সাল আমার জন্য কি বারতা নিয়ে আসছে।
অপেক্ষায়...........................
সকল কে নতুন বছরের শুভেচ্ছা।
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ২:২১
ভিয়েনাস বলেছেন: শুভ হোক নতুন বছর।
২| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: হ্যাপি নিউ ইয়ার।
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ২:২১
ভিয়েনাস বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।
৩| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ২:০৬
ঘুমকাতুর বলেছেন: লেখক বলেছেন: ২০১২ সাল ছিল আমার জন্য অনেক গ্লানিময়।
ঘুমকাতুর বলেছেন: কবিদের এভাবে বলতে নেই
লেখক বলেছেন: তাহলে কিভাবে বলবো
ঘুমকাতুর বলেছেন: HAPPY NEW YEAR
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ২:২৪
ভিয়েনাস বলেছেন: সত্যি হাসি রেখার ঝলক দেখা গেল
হ্যাপি নিউ ইয়ার।
৪| ০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫
যুবায়ের বলেছেন: নতুন বছর আমাদের দেশ জাতী এবং বিশ্বে সবার জন্য কল্যান বয়ে আনুক এই প্রত্যাশায় হ্যপি নিউ ইয়ার!!..
০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪
ভিয়েনাস বলেছেন: হ্যাপি নিউ ইয়ার
ধন্যবাদ
৫| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫
জিদনী বলেছেন: হ্যাপি নিউ ইয়ার ২০১৩
০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪
ভিয়েনাস বলেছেন: শুভ হোক নতুন বছর
৬| ০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩
মেহেরুন বলেছেন: নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা
০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫
ভিয়েনাস বলেছেন: আপনার স্বপ্নীল দিন গুলো আরো স্বপ্নীল হোক
৭| ০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। হ্যাপি নিউ ইয়ার।
০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬
ভিয়েনাস বলেছেন: হ্যাপি নিউ ইয়ার।
অনেক ধন্যবাদ হাসান ব্রো
৮| ০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০
মুনসী১৬১২ বলেছেন: শুভনববর্ষ
০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৭
ভিয়েনাস বলেছেন: শুভ হোক নতুন বছর
ধন্যবাদ
৯| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১
রাতুল_শাহ বলেছেন: নতুন বছরের অনেক অনেক শুভচ্ছা রইল ভিয়েনাস ভাই।
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৫
ভিয়েনাস বলেছেন: হ্যাপি নিউ ইয়ার রাতুল শাহ্
১০| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪
মামুন রশিদ বলেছেন: তিনশ পয়ষট্টি দিনে তোমার দেওয়া
সর্বকালের শ্রেষ্ঠ ঊপাহার আমার
নিষ্প্রভ ঘাসফড়িঙ জীবন।
হ্যাপী নিউ ইয়ার
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৬
ভিয়েনাস বলেছেন: হ্যাপি নিউ ইয়ার মামুন ব্রো
১১| ০২ রা জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০৫
অপূর্ণ রায়হান বলেছেন: হ্যাপি নিউ ইয়ার ।
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫২
ভিয়েনাস বলেছেন: হ্যাপি নিউ ইয়ার
১২| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
হ্যাপি নিউ ইয়ার!
কবিতা সুন্দর হয়েছে।
শুভকামনা।
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩
ভিয়েনাস বলেছেন: নতুন বছর শুভ হোক দূর্জয় দা
১৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬
সায়েম মুন বলেছেন: সুন্দর। নতুন বছরের শুভেচ্ছা ভিয়েনাস।
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩
ভিয়েনাস বলেছেন: বেশি করে শুভেচ্ছা দিন যেন বছরটা ভালো যায়
১৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮
সোনালী ডানার চিল বলেছেন:
কখনও ফিরে এসো না অজস্র বেদনার
নীল বিষের পেয়ালা হাতে।
সুন্দর। ভালোলাগা জানালাম।
হ্যাপি নিউ ইয়ার।।
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬
ভিয়েনাস বলেছেন: এমন কুলক্ষনা বছর যেন আর ফিরে না আসে
নতুন বছর যেন একটু ভালো হয় সেই প্রত্যাশা করছি।
হ্যাপি নিউ ইয়ার
১৫| ০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতা কিরাম হইছে জানি না। আসলে পড়ি নাই।
কবিতা পড়ে মন্তব্য করবো আবার।
আপাতত ২০১৩ এর শুভেচ্ছা।
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:০০
ভিয়েনাস বলেছেন: আপনি কবিতা না পড়লে পারে কিরাম হবিনি । আমার ধারনা আপনি যে লেখা গুলো পড়েন তা খুব মনোযোগ দিয়ে পড়েন এবং সেই মোতাবেক ভাল মন্দ মন্তব্য করেন। আশা করছি সময় সুযোগ বুঝে এসে পড়ে যাবেন।
নতুন বছর হোক আপনার জন্য সাফল্য মন্ডিত
১৬| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৪
শহিদুল ইসলাম বলেছেন: সুন্দর কবি
শুভেচ্ছা নতুন বছরের
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯
ভিয়েনাস বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা
১৭| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: Happy new Year!
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯
ভিয়েনাস বলেছেন: অনেক ধন্যবাদ তিতির আপু
১৮| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভালো লাগাটা আগেই জানিয়ে গেছিলাম।
কবিতা ভালো লাগলো।
হঠাৎ করেই উদাস হয়ে যাই।
হারানো অতীত ফিরে আসে
আততায়ী হয়ে।
স্পর্শ কাতর হয়ে পড়ি
থকথকে অন্ধকারের ব্রীড়ায়!
হাওয়া ঘোড়ে গোল হয়ে
এক বিন্দুকে সাক্ষী রেখে
তীর্থকাক উড়ে উড়ে যায়
গোলক ধাঁধায় নিমজ্জিত থেকে
থেকে অক্ষিকোটরে অশ্রু জমে!
আপনার কবিতা নিয়ে কমেন্ট করতে এসে হঠাৎ ভাব এসে গ্যালো। তাই আপনার এখানেই লিখি ফেললাম।
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৭
ভিয়েনাস বলেছেন:
হঠাৎ করেই উদাস হয়ে যাই।
হারানো অতীত ফিরে আসে
আততায়ী হয়ে।
স্পর্শ কাতর হয়ে পড়ি
থকথকে অন্ধকারের ব্রীড়ায়...... চমৎকার বলেছেন। পুরোটা মিলে একটা কবিতা বানিয়ে ফেলুন
তখন বিষাদ হয় মন বিষাদিত অতীতের ভারে,
বিব্রত হয় স্বভাব সুন্দর বৃহন্নলা সুখ....
১৯| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:০৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনার এই কবিতার কিছু শব্দ মাথায় গেঁথে গ্যাছে! এর থেকে কবে মুক্তি পাবো কে জানে! চমৎকার লিখেছেন কবি।
লেখাটা কপি করে নিয়ে গেলাম একটু আগে। দেখা যাক বিষাদের রাজভাড়ী পদচারণায় কতোটুকু মুখর হয়!
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:১৭
ভিয়েনাস বলেছেন: বেশি বিষাদ বেশি ক্ষতিকারক
ব্রীড়ায়???
আশা করছি খুবি চমৎকার একটা কবিতা পেতে যাচ্ছি
২০| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:২২
লোনলিফাইটার বলেছেন: হ্যাপি নিউ ইয়ার ব্রো
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৩
ভিয়েনাস বলেছেন: থেংক্স ব্রো
২১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:২৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ব্রীড়া = লজ্জা।
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৪
ভিয়েনাস বলেছেন: জানা ছিল না
২২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর !
কামনা রইল, ২০১৩ সাল আপনার জন্য আনন্দের বারতা নিয়ে আসুক ।
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০
ভিয়েনাস বলেছেন: অনেক ধন্যবাদ লিটন ব্রো
২৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
ইনকগনিটো বলেছেন: চতুর্থ স্তবকটা অনেক বেশি সুন্দর।
নতুন বছরে শুভকামনা রইলো।
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৮
ভিয়েনাস বলেছেন: জমাট দীর্ঘ নি:শ্বাস আড়াল করে
কষ্টের শেষ প্রান্তে দাঁড়িয়ে
হাত নেড়ে তোমাকে বিদায় বলছি
কখনও ফিরে এসো না অজস্র বেদনার
নীল বিষের পেয়ালা হাতে ......
ধন্যবাদ এবং নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা
২৪| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৫
কামরুল হাসান শািহ বলেছেন: অনন্তকালের প্রবাহিত ঝর্ণায়
ভেসে যাক না পাওয়ার বিরোধ
স্বল্প এ জীবন সীমার পরিসরে
সবটুকু জরা জীর্ন জলাঞ্জলি দিয়ে
নতুন রুপে এনে দাও নতুনের বারতা।
Happy new Year
০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০
ভিয়েনাস বলেছেন: হ্যাপি নিউ ইয়ার কামরুল ব্রো
২৫| ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪
নীলঞ্জন বলেছেন: শুভ কামনা।
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৫
ভিয়েনাস বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা
২৬| ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮
ফারাহ দিবা জামান বলেছেন: সুন্দর শপথে বুক বেঁধে
সকল অযোগ্যতার গ্লানি ধুয়ে মুছে
প্রজ্জলিত মশালের উত্তাপে উষ্ণ করে জীবন
নব চিহ্নের দাগ অক্ষত করে মনে
সাঁজাবো অনাগত সুন্দরের প্রত্যাশায়।============
আমিও তাই ভাবছি।
তোমার কথাগুলো মনে শান্তি এনে দিল।
প্রার্থনার মতন শোনাল।
তোমার মত আমিও ডাকি সুদিনেরে--
আয়
আয়।
ভালো থেকো ভিয়েনাস।
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯
ভিয়েনাস বলেছেন: যখন মানুষের অপূর্নতা গুলো পূর্নতা পায় না তখন মানুষের ভেতরে গ্লানি জমা হয় এবং মানুষ নতুন করে আবার শুরু করার প্রত্যাশায় বুক বাধে । সকল অযোগ্যতা মুছে সুন্দরের অপেক্ষায়।
আপু আপনার মন্তব্যের জবাব দেরি করে দেওয়ায় আমি খুবি লজ্জিত। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
শুভ কামনা আপনার জন্য।
২৭| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১১
আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল তব কবিতা।++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৬
ভিয়েনাস বলেছেন: ভুলে যাবার কোথা কেন
২৮| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩১
শায়মা বলেছেন: ২০১২ ছিলো আমার মোটামুটি সাফল্যের বছর!!! অনেক অনেক আনন্দময় ঘটনায় ভরা ছিলো এ বছরটা।
২০১৩ বছরটা শুরু হলো একটু ঝামেলা দিয়ে । এরপর পর ইমন ভাইয়ার মৃত্যু। জানিনা কি আছে ২০১৩ এ .......
তবুও নতুন বছরের শুভেচ্ছা ভাইয়া।
০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২
ভিয়েনাস বলেছেন: ইমন ভাইয়ের মৃত্যু সত্যি খুবি দু:খজনক......
তবু নতুন বছরে নতুন আশা নিয়ে অপেক্ষায় রইলাম.....
ধন্যবাদ আপনাকে।
২৯| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬
মাহবু১৫৪ বলেছেন: ২০১২ আমার জীবনের সবচেয়ে কঠিনতম বছর। জীবনে এমন একটা বছর যেন আর না আসে সেই আশাটাই করি।
২০১৩ সালে কি হবে এখনো বলা যাচ্ছে না।
০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২
ভিয়েনাস বলেছেন: বছরটা আমিও তাড়াতাড়ি বিদায় করার জোননো অস্থির হয়ে গেছিলাম
দেখি নতুন বছর কেমন কাটে।
নতুন বছর শুভ হোক আপনার।
৩০| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩১
রোকন রাইয়ান বলেছেন: আপনাকেউ নতুন বছরের শুভেচ্ছা.............
০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩
ভিয়েনাস বলেছেন: ধন্যবাদ।
নতুন বছর আপনার জন্য সুখকর হোক।
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪২
নীল অ্যাপাচী বলেছেন: HAPPY NEW YEAR 2013.