নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মাটি হবো মাটি

সামুর কাছে চির কৃতজ্ঞ ...আমি অবাক নির্বাক হতবাক শতভাগ ...

ভিয়েনাস

মেঘরংগা চোখে লজ্জা তার বাসা বাধে...

ভিয়েনাস › বিস্তারিত পোস্টঃ

সর্বত্র এখন নগ্নতার দেয়াল লিখন .....

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৮





















ভীষণ একটা অস্বস্তি অস্থির করে তোলে

চারিদিকে অশোভনের জয় জয়াকার ।

আমি বিদগ্ধ বিকারহীন মস্তিষ্কের মতোই

বার বার নিজের অনস্তিত্ব খুঁজে পাই।



এখানে অনিয়ন্ত্রিত লোকালয়ে আমরা ভীরু,

কাপুরুষতা মজ্জায় মজ্জায় বসত গড়েছে,

ঘুণে খাওয়া বিবেক বারংবার বলাৎকারে নিশ্চুপ।

বেজম্মাদের কামনার লালসাবহ্নি এখন লাগামহীন।



অচেনা কোন অপার্থিব ভাবনায় ডুবি

ভেসে যায় হিম কুয়াশার ডানায়, অশান্ত

শুন্য মনের গহীনে শিকড় গাড়ে,

লজ্জা ও অপমানের উতপ্ত লাভা- শ্বাস।



ভয়ঙ্কর অট্টহাসির দাপটে ধ্বংস হয়

পরিপূর্ণ নিষ্কলঙ্ক চরিত্রের দৃশ্যপট।

সুস্পষ্ট ঘৃণার ছাপ পড়ে উচ্চাকাঙ্ক্ষার পিঠে,

চন্দ্রগ্রহণে পরিসমাপ্তি ঘটে একটি স্বর্গমন জীবনের।



রক্তিম সুর্য্য, দিন শেষে বিদায় নিলে,

রেখে যায় অন্তিম কালের ক্ষুধিত অনল।

সর্বত্র এখন নগ্নতার দেয়াল লিখন

লজ্জা ছেড়েছে ঘর, করেছে বাহুল্য বচন।



শিকার এখন শিকারিকে হন্যে হয়ে খোঁজে,

কত জারজ বিবেক আপন খোলস ছেড়ে

নিষ্পাপ কুমারী কবিতা হয়ে ঝুলে রয়।

মন্তব্য ৮৮ টি রেটিং +২০/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪

সানড্যান্স বলেছেন: দারুন,রূপক হিসেবে বেশ ভাল হয়েছে

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩

ভিয়েনাস বলেছেন: কিছু একটা বলতে চেয়েছি, পারলাম কিনা জানি না.....

পড়ার জন্য ধন্যবাদ ব্রো

২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪

লেখোয়াড় বলেছেন:
+++++++++
সুপার্ব।

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫২

ভিয়েনাস বলেছেন: অনেক ধন্যবাদ লেখোয়াড় ব্রো :)

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪

সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার উচ্চারণ ভিয়েনাস।

'কবিতা হয়ে উঠুক আত্মবোধের হাতিয়ার!!'

কবিতায় অনেক ভালোলাগা..............

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০

ভিয়েনাস বলেছেন: কবিতা হয়ে উঠুক আত্মবোধের হাতিয়ার!!'

আপনাদের ভালো লাগায় উৎসাহ বাড়ে :)

শুভ কামনা রইলো চিল ব্রো

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১

শায়মা বলেছেন: অনেক ভালো লাগা ভাইয়া।

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১

ভিয়েনাস বলেছেন: অনেক দিন পর শায়মাপু :)

আশা করছি ভালো আছেন।

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪

লোনলিফাইটার বলেছেন: নাইস ব্রো ;)

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩

ভিয়েনাস বলেছেন: অনেক ধন্যবাদ ব্রো B-)

লোডশেডিং পাঠায়া দিমু নাকি B-))

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪

মোঃ নুর রায়হান বলেছেন: ভালো লাগলো

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৪

ভিয়েনাস বলেছেন: অনেক ধন্যবাদ রায়হান :)

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪

রাইসুল নয়ন বলেছেন: বরাবরের মতই সুন্দর আর অর্থবহ ।।

শুভকামনা ।।

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৫

ভিয়েনাস বলেছেন: অনেক ধন্যবাদ
এবং শুভ কামনা আপনার জন্যও

৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৩

একজন আরমান বলেছেন:
আমি বিদগ্ধ বিকারহীন মস্তিষ্কের মতোই
বার বার নিজের কাছে নিজের অস্তিত্ব হারাই।


অসাধারণ লেগেছে ভিয়েনাস।
আপনার লেখার হাত তো চমৎকার।
আমি বোধ করি আপনার আর কোন কবিতা এর আগে পড়িনি।
এখন থেকে পড়তে হবে মনে হচ্ছে। :)

শুভকামনা রইলো।

--------------------------------
শুভ বুদ্ধির উদয় হোক সবার।
--------------------------------

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৭

ভিয়েনাস বলেছেন: আমিও আশা নিয়ে থাকলাম সকল সময় আপনাকে সংগে পাবো :)

ভালো থাকুন

অনেক ধন্যবাদ

৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯

*কুনোব্যাঙ* বলেছেন: সানড্যান্স বলেছেন: দারুন,রূপক হিসেবে বেশ ভাল হয়েছে

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৯

ভিয়েনাস বলেছেন: লেখক বলেছেন: কিছু একটা বলতে চেয়েছি, পারলাম কিনা জানি না.....

অনেক ধন্যবাদ কুনোব্যাঙ :)

১০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২

আশিক মাসুম বলেছেন: ভাল লাগলো , যুগের সাথে উপযোগী কবিতা।

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৭

ভিয়েনাস বলেছেন: এমন অস্থিরতা কখনই কাম্য নয়।
সবার বোধদয় হোক।

অনেক ধন্যবাদ আশিক মাসুম।

১১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪

মাক্স বলেছেন: সুন্দর!

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৮

ভিয়েনাস বলেছেন: আমার ব্লগে আপনাকে দেখে ভালো লাগলো মাক্স :)

অনেক ধন্যবাদ

১২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১২

শূন্য পথিক বলেছেন: দারুন লাগলো।

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৯

ভিয়েনাস বলেছেন: শুভ কামনা রাশি রাশি শূন্য পথিক।

কেমন আছেন দেশী ব্রো

১৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২১

সাহিদা আশরাফি বলেছেন: ''এখন শিকারিকে হন্যে হয়ে খোঁজে,
কত জারজ বিবেক আপন খোলস ছেড়ে
নিষ্পাপ কুমারী কবিতা হয়ে ঝুলে রয়।''

কবিতার প্রতিটা শব্দ আমার ভিতরটা নাড়িয়ে দিয়ে গেল।অনেক অনেক ভাললাগা ও ভালবাসা কবি ও কবিতা উভয়ের প্রতি।


সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার উচ্চারণ ভিয়েনাস।

'কবিতা হয়ে উঠুক আত্মবোধের হাতিয়ার!!'

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৮

ভিয়েনাস বলেছেন: এখন আমরা একটা অস্থির সময় পার করছি । দিনে দিনে অনাচার বেড়েই চলেছে। মানুষের আড়ালে ঘাপটি মেরে আছে অমানুষ। এর শেষ কোথায়??

মানুষকে নাড়া দেওয়ার মতো কবিতা হয়েছে শুনে ভালো লাগলো ।
'কবিতা হয়ে উঠুক আত্মবোধের হাতিয়ার!!'

সাথে পেয়ে অনেক ভালো লাগলো আশরাফী :)

শুভকামনা সবময়ের জন্য

১৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

যুবায়ের বলেছেন: দারুন লিখেছেন.....
প্লাস++++

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪

ভিয়েনাস বলেছেন: অনেক ধন্যবাদ যুবায়ের ব্রো :)

১৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বাস্তবতাকে এত সুন্দর করে তুলে ধরেছেন কবি,,,,,,,,,অসাধারণ,,,,,,,,,,,,,

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭

ভিয়েনাস বলেছেন: আপু আপনি অনেক দিন পর আমার ব্লগে আসলেন । দেখে ভালো লাগছে।

চারিদিকে এতো অনাচার আর ভালো লাগছেনা। এর শেষ কোথায়??

ধন্যবাদ আপু।

১৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৭

রাতুল_শাহ বলেছেন: ভিয়েনাস ভাই শেষ লাইনটা চমৎকার লাগলো

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯

ভিয়েনাস বলেছেন: রাতুল ব্রোর ব্যস্ততা কি কমে নাই?? কবে আবার ব্লগে রেগুলার হবেন??

আশা করছি ভালো আছেন।

শুভ কামনা রইলো।

১৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩

সায়েম মুন বলেছেন: কবিতা পড়ে একটা দীর্ঘশ্বাস বের হয়ে গেল।

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪২

ভিয়েনাস বলেছেন: সমসাময়িক ঘটনা গুলো দেখলে দীর্ঘশ্বাসের সাথে কাঁন্না চলে আসে মুন ব্রো। আমাদের বিবেক মনুষত্য দিনে দিনে হারিয়ে যাচ্ছে। মুক্তির পথ কি??

অনেক ধন্যবাদ মুন ব্রো।

১৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৬

আমিভূত বলেছেন: কবিতায় যে উপলব্ধি তা বোঝার অপেক্ষা রাখে না , সত্যিই এখন সর্বত্র নগ্নতার দেয়াল লিখন ,লজ্জা ছেড়েছে ঘর, করেছে বাহুল্য বচন।

অনেক ভালো লিখেছেন , ভালো থাকুন সবসময়।

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮

ভিয়েনাস বলেছেন: অনেক ধন্যবাদ আমিভূত :)

আমি কিন্তু ভূত না B-)

১৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: সুন্দর কবিতা।

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩

ভিয়েনাস বলেছেন: অনেক ধন্যবাদ :)

২০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতা পড়ি নাই। আগামীকাল পড়বো, দাগায়া গেলাম।

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬

ভিয়েনাস বলেছেন: এইটুকু কবিতা পড়ার জন্য আবার দাগায়া রাখতে হয় /:)

মনে থাকে যেন X((

ভুলে যায়েন না আবার :(

২১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫

ৎঁৎঁৎঁ বলেছেন: বার বার নিজের কাছে নিজের অস্তিত্ব হারাই।


সুন্দর !!!

অনেক ভালো লাগা রইলো।

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫১

ভিয়েনাস বলেছেন: অনেক ধন্যবাদ ৎঁৎঁৎঁ.....

ভাইজান নাম একখান রাখছেন মাশাল্লাহ্ :D

২২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: কবিতা পড়ে ভাল লাগলো

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৩

ভিয়েনাস বলেছেন: অনেক ধন্যবাদ মাসুম আহমেদ :)

২৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৪

স্বপনবাজ বলেছেন: মুগ্ধ হয়ে শেষ করলাম ! ভালো লাগা রইল !

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৫

ভিয়েনাস বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক ভালো লাগা।
শুভ কামনা সব সময়ের জন্য :)

২৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬

ইনকগনিটো বলেছেন: নিষ্পাপ কুমারী কবিতা হয়ে ঝুলে রয়।


:) :)

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৬

ভিয়েনাস বলেছেন: অনেক ধন্যবাদ ইনকগনিটো :)

২৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭

মামুন রশিদ বলেছেন: মর্মস্পর্শী ।



দারুন লিখেছেন ।

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৮

ভিয়েনাস বলেছেন: দেশজুড়ে ঘটে যাওয়া ঘটনা গুলোও খুবি হৃদয়স্পর্শী । দিনে দিনে আমাদের নৈতিকতা হারিয়ে যাচ্ছে :(

ধন্যবাদ মামুন ব্রো

২৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

আরজু পনি বলেছেন:

সময়ের প্রয়োজনে দারুন প্রকাশ!

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪২

ভিয়েনাস বলেছেন: বিবেক জাগ্রত না হলে এমন প্রকাশেও কোন কাজ হয়না ।

একজন আরমান বলেছেন শুভ বুদ্ধির উদয় হোক সবার

অনেক ধন্যবাদ পনিপু।

২৭| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৮

স্নিগ্ধ শোভন বলেছেন:




========================
রক্তিম সুর্য্য, দিন শেষে বিদায় নিলে,
রেখে যায় অন্তিম কালের ক্ষুধিত অনল।
সর্বত্র এখন নগ্নতার দেয়াল লিখন
লজ্জা ছেড়েছে ঘর, করেছে বাহুল্য বচন।

শিকার এখন শিকারিকে হন্যে হয়ে খোঁজে,
কত জারজ বিবেক আপন খোলস ছেড়ে
নিষ্পাপ কুমারী কবিতা হয়ে ঝুলে রয়।
========================


অনেক সুন্দর।


+++++++

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০

ভিয়েনাস বলেছেন: অনেক ধন্যবাদ শোভন ব্রো।

২৮| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩০

তারছেড়া লিমন বলেছেন: সেইরাম হইচে...............

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২

ভিয়েনাস বলেছেন: কিরাম হইচে ??

যেমনি হোক জাগ্রত হোক আমাদের বিবেক বোধ...

অনেক ধন্যবাদ লিমন।

২৯| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৬

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন:

আমি বিদগ্ধ বিকারহীন মস্তিষ্কের মতোই
বার বার নিজের কাছে নিজের অস্তিত্ব হারাই।

অসাধারণ!
অনেক ভালো লাগলো।+++++++

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩

ভিয়েনাস বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ।

৩০| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১১

shfikul বলেছেন: +++++

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩

ভিয়েনাস বলেছেন: প্লাসের জন্য অনেক ধন্যবাদ

৩১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩

মেহেরুন বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪

ভিয়েনাস বলেছেন: ধন্যবাদ মেহেরুন।

আশা করছি ঘুরাফেরা শেষে সুস্থ আছেন।

৩২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো কবিতা।

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬

ভিয়েনাস বলেছেন: অনেক ধন্যবাদ হামা ভাই।

৩৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮

অদৃশ্য বলেছেন:




______ ক্ষোভ ______

লিখাটিতে খুব ভালোলাগা জানিয়ে গেলাম...


শুভকামনা....

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮

ভিয়েনাস বলেছেন: জাগ্রত হোক বিবেক বোধ.....

ধন্যবাদ অদৃশ্য ব্রো।

৩৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতার ভাষা আরেকটু জোড়ালো হতে পারতো! শব্দ প্রয়োগে আরেকটু সচেতন হতে পারতেন মনে হচ্ছে!

কত জারজ বিবেক আপন খোলস ছেড়ে
নিষ্পাপ কুমারী কবিতা হয়ে ঝুলে রয়।


এই দুইলান অনেকদিন মাথায় ঘুরবে।
শুভেচ্ছা কবি।

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০

ভিয়েনাস বলেছেন: হয়তো আরেকটু সচেতন হওয়া যেত কিন্তু কয়েক দিনের ঘটে যাওয়া কিছু ঘটনা মন কে বিক্ষিপ্ত করে রেখেছিল। কয়েক টা শব্দ মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিলো। লেখা হলো কিছু হুট করে পোস্টও দিয়ে দিলাম । হয়তো তেমন কিছুই হয়নি। দেখি সময় বুঝে একটু ঝালায় করবো।

গঠন মূলক সমালোচনার জন্য অনেক ধন্যবাদ :)

শুভ কামনা রইলো

৩৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অভিজাত, মান সম্পন্ন কবিতা । +
পেইন্টিং টাও দেখছি অসাধারন !

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৩

ভিয়েনাস বলেছেন: পেইন্টিংটা আমারো অনেক ভালো লেগেছে :)

আপনি নতুন পোস্ট দেন না কেন?? অনেক দিন তো হলো ।

লেখা পড়ার জন্য অনেক ধন্যবাদ

৩৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই চমৎকার। ভালো লাগল কবিতা। :)

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৩

ভিয়েনাস বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৩৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
লেখক বলেছেনঃ গঠন মূলক সমালোচনার জন্য অনেক ধন্যবাদ =p~ =p~
গঠন মূলক সমালোচনা করলাম কই! :-/

কবিতাটা এখন পড়তে আগের চেয়ে অনেক বেশি ভাল্লগাছে।
শুভেচ্ছা কবি।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩১

ভিয়েনাস বলেছেন: হুম ... কবিতাটা একটু এডিট করেছি এবং চার চরণ বৃদ্ধি করেছি :)

গঠনমূলক না করেন এলোমেলো ভাবেতো করেছেন :D

ধন্যবাদ

৩৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৭

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: দারুণ !!!!!!!!!!!!!!!!!!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩২

ভিয়েনাস বলেছেন: আপু অনেক দিন পর আপনাকে দেখে ভালো লাগলো।

আশা করছি ভালো আছেন :)

সময় করে ব্লগে আসার জন্য অনেক ধন্যবাদ

৩৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

নক্ষত্রচারী বলেছেন: শিকার এখন শিকারিকে হন্যে হয়ে খোঁজে,
কত জারজ বিবেক আপন খোলস ছেড়ে
নিষ্পাপ কুমারী কবিতা হয়ে ঝুলে রয়।

বাহ ! শব্দমিছিলে সোচ্চার হোক অনুভূতি ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৮

ভিয়েনাস বলেছেন: বাহ ! শব্দমিছিলে সোচ্চার হোক অনুভূতি [/sb

কবিতায় পেয়ে ভালো লাগলো নক্ষত্রচারী।

ধন্যবাদ

৪০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

আমি বাঁধনহারা বলেছেন:
খুব ভালো লাগল+++++

ভালো থাকবেন
মনে রাখবেন!!!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৯

ভিয়েনাস বলেছেন: আশা করছি আপনি খুব শীঘ্রই সামুতে ফিরে আসবেন।

শুভকামনা রইলো

৪১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৮

কামরুল হাসান শািহ বলেছেন: ভালো লিখছেন ভিয়েনাস

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৪

ভিয়েনাস বলেছেন: অনেক ধন্যবাদ ব্রো :)

৪২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪০

ঘুমকাতুর বলেছেন: সোনালী ডানার চিল বলেছেন:
'কবিতা হয়ে উঠুক আত্মবোধের হাতিয়ার!!'

কবিতা ও এই মন্তব্য দারুণ পছন্দ হইছে।

প্রিয়া ভিয়েনাসে হাত খুলে লেখা আসতে থাকুক।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৬

ভিয়েনাস বলেছেন: কবিতা হয়ে উঠুক আত্মবোধের হাতিয়ার!!' জাগ্ররত হোক আমাদের বিবেক বোধ।

এতো দিনে ঘুম ভাংলো /:) আপনাদের মন্তব্যে অনুপ্রেরনা জাগে :)

ভালো থাকুন সবসময়

৪৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৭

অনীনদিতা বলেছেন: শিকার এখন শিকারিকে হন্যে হয়ে খোঁজে,

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২১

ভিয়েনাস বলেছেন: ধন্যবাদ অনীনদিতা :)

৪৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১০

ঘুমকাতুর বলেছেন: ভিয়েনাস আগের মন্তব্য মুছে দিন। বানান ভুল হইছে :!> মারাত্মক ভুল :!>

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৪

ভিয়েনাস বলেছেন: এতো লজ্জা পাওয়ার কি আছে ,বানান ভুল সক্কলেরি হতে পারে , ব্যপার না ঘুমকাতর ব্রো , টেক ইট ইজি B-) .

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.