![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঘরংগা চোখে লজ্জা তার বাসা বাধে...
প্রিয় কবিতার খাতা ...
বেশ কিছুদিন বাদে ধূসর বাদাম মলাট খুলে
স্পর্শ করলাম তোমাকে, তোমার অনেক গভীরে।
যেখানে জমা আছে প্রথম জীবনের প্রতিশ্রুতি ,
আমার পরম পাওয়া নীলকণ্ঠি কষ্ট।
আমি টের পেলাম তোমার মৃদু কাঁপুনি
তখন আমার স্পর্শে তোমার ভেতর তোলপাড়,
হয়তো নিদারুন অভিমানে বিজিত হলে, কারন
এ বিজয় উল্লাসহীন, নিরবে সয়ে যাওয়ার বিজয় ।
তুমি ভেবেছিলে, মনেপ্রানে শূন্য রবে অনন্ত যুগ ধরে,
ইচ্ছে হলেও হাত বাড়িয়ে ছোঁব না তোমায়,নয়তো
খুব চেনা গন্ধে আর কখনও মাতাল হবোনা ।
প্রিয় কবিতার খাতা...
মেঘ ভরা মনাকাশের দ্বারে কড়া নেড়ে
স্থির দাঁড়িয়ে আছে পুরনো স্মৃতির বাহক,
অবশেষে সকল অবৈধ সীমানা ভুলে,
আমি তোমাকে গ্রহণ করি,অবহেলায় নয়...
আমার মনোরাজ্যের অধীশ্বরী রূপে
স্বর্গের অপ্সরার মতোই দেবমগ্ন হৃদয়ে ।
স্যাঁতস্যাঁতে সকাল শেষে কড়া রোদের
উত্তাপে দগ্ধ হয় হৃদয়ের বিষাদ বরফ জল।
বিচ্ছিন্ন উদাসী অভিমানের টুকরো গুলো জড় করে
বানিয়ে ফেলি জীবনমুখী গান কবিতা ও গল্প ।
প্রিয় কবিতার খাতা ...
চলো সংক্রমিত হয়ে পড়ি তুমি আমি,
প্রতি পাতায় ইচ্ছেমতো শব্দ ফোটাই।
আর নয় ধুলো ধূসর মলাটে জীবন
তোমার হোক উন্মুক্ত অনন্ত গাঢ়সবুজ জীবন,
প্রতিটি পাতা হোক নিভৃতে চলা শব্দদের অভয়ারণ্য,
পাখা মেলুক অতীত স্মৃতির রঙ হারা প্রজাপতি।
হাজার জীবনের বরে, শব্দগুলো হয়ে উঠুক নক্ষত্রদল,
আলো দিবে, আলোকিত করবে নিস্প্রভ মন ।
সবটুকু আবেগ জমা হয়ে তোমার বুকে সৃষ্টি হবে
এক একটি কবিতা,এক একটি অশরীরী জীবন।
০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৬
ভিয়েনাস বলেছেন: হুম অনেক দিন পর........
আশা করছি সব কুশল আছে।
পড়ার জন্য ধন্যবাদ
২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৮
একজন আরমান বলেছেন:
যেখানে জমা আছে প্রথম জীবনের প্রতিশ্রুতি ,
আমার পরম পাওয়া নীলকণ্ঠি কষ্ট।
লাইন দুটি চমৎকার।
অনেক দিন পর। কেমন আছেন আপু?
০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৪
ভিয়েনাস বলেছেন: ভালো আছি আপু....
আশা করছি সব কিছু মিলিয়ে আপনিও ভালো আছেন।
পড়ার জন্য অনেক ধন্যবাদ।
৩| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ২:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
অবশেষে সকল অবৈধ সীমানা ভুলে,
আমি তোমাকে গ্রহণ করি,অবহেলায় নয়...
আমার মনোরাজ্যের অধীশ্বরী রূপে
স্বর্গের অপ্সরার মতোই দেবমগ্ন হৃদয়ে ।
আত্মস্থ করে ফেললাম লাইনগুলো।
++++++++++++ অবশ্যই। ছবির মত একটি কবিতার খাতা থাকলে কতই না ভাল হত।
০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ২:৫১
ভিয়েনাস বলেছেন: যারা লেখালেখি করে তাদের সবারি একটা খাতা বা ডাইরি থাকে যেটা যার যার প্রিয় লেখার খাতা বা ডাইরি। নিশ্চয় আপনারও একটা আছে।
এতো গুলো প্লাসের জন্য অনেক ধন্যবাদ কান্ডারী ব্রো।
৪| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৮
বোকামন বলেছেন:
কী সুন্দর কবিতা !! কখনো ভাবি, কবিরা কেমন করে তৈরি করে সুন্দর শব্দছোঁয়া .....
প্রিয় কবিতার খাতায় প্রিয় ভালোলাগা রইলো।।
শুভকামনা রইলো কবির জন্য। :-)
“+”
০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৫
ভিয়েনাস বলেছেন: আপনিও কিন্তু চমৎকার লেখেন এটা বলার অপেক্ষা রাখেনা...
ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগলো ব্রো।
অনেক ধন্যবাদ
৫| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ২:৫২
অদৃশ্য বলেছেন:
ভিয়েনাস !
অনেকদিন পর !
লিখাগুলো কালকে পরবো...
শুভকামনা...
০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৮
ভিয়েনাস বলেছেন: অনেক দিন পর আসলাম...
আশা করছি ভালো আছেন।
আপনাদেরও অনেক লেখা জমা পড়ে আছে... সময় সুযোগে পড়ে ফেলবো।
সাথে থাকার জন্য ধন্যবাদ
৬| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা ।ভাললাগলো ।
০৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:১৫
ভিয়েনাস বলেছেন: ধন্যবাদ সেলিম ব্রো।
৭| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৯
স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার, মুগ্ধপাঠ!
০৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:১৬
ভিয়েনাস বলেছেন: অনেক ধন্যবাদ স্বপ্নবাজ ...
৮| ০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৩:০১
আমিনুর রহমান বলেছেন:
অনেকদিন পর প্রিয় কবির কবিতা !
অসাধারণ ও অনন্য +++
০৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:১৭
ভিয়েনাস বলেছেন: মন্তব্যে অনেক ভালো লাগা রইলো ব্রো।
৯| ০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৩:১১
মামুন রশিদ বলেছেন: অনেকদিন পর প্রিয় কবি ভিয়েনাসের ফিরে আসা,
কবিতায় ভালোলাগা ++
০৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:১৯
ভিয়েনাস বলেছেন: অনেক দিন আসা হয়নি । পড়াও হয়নি অনেক কিছু... সময় সুযোগ করে পড়তে হবে...
সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ মামুন ব্রো।
১০| ০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৩:২০
রাইসুল নয়ন বলেছেন:
ভিয়েনাস, kemon achen?
bangla lekha jaccena e jonno khoma ceye nicchi..!
etodin kothay chilen?
kotodin por abar apnar kobita porlam!!!
onek valolaga roilo kobi....
valo thakun sobsomoy.....
০৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:২১
ভিয়েনাস বলেছেন: আশে পাশেই ছিলাম ব্রো তবে বসা হয়নি সামুতে । অনেক পোস্ট পড়ার জন্যও জমা হয়ে গেছে।
আছেন কেমন??
লেখা পড়ার জন্য অনেক ধন্যবাদ ।
১১| ০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৫
নস্টালজিক বলেছেন: প্রিয় কবিতার খাতায় শব্দ আসুক নির্ভার!
শুভেচ্ছা, ভিয়েনাস!
০৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:২১
ভিয়েনাস বলেছেন: সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ব্রো।
১২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মেলাদিন পর!
আছেন কেমন?
০৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:২২
ভিয়েনাস বলেছেন: ভালো আছি......
আপনার খবর কি ??
১৩| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৮:৫৯
সায়েম মুন বলেছেন: কবিতাটা বোধয় আমার জন্যই লেখা!
এতদিন কোথায় ছিলেন। ভাল আছেন তো?
০৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:২৬
ভিয়েনাস বলেছেন: কবিতাটা কি আপনার সাথে মিলে গেছে ???
সবকিছু থেকে একটু দুরে ছিলাম ব্রো। চেন্জ। তাছাড়া খুব হালকা একটু ব্যস্ত ছিলাম।
আমি ভালো আছি ...
আপনি কেমন আছেন ??
অনেক ধন্যবাদ
১৪| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১১:৫৬
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগা রইলো।
০৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:২৭
ভিয়েনাস বলেছেন: অনেক ধন্যবাদ হাসান ভাই।
১৫| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৮
তারছেড়া লিমন বলেছেন: অনেক দিন পর ভাই তা কেমন আছেন???? কবিতায়++++++++++++++++++++++++++শুভ হউক বন্ধুত্ব..............আর চরম সত্য হল এক একটি কবিতা,এক একটি অশরীরী জীবন।
০৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:২৯
ভিয়েনাস বলেছেন: ভালো আছি ভাই ...
আপনি কেমন আছেন ??
এতো গুলো প্লাস কই যে রাখি
সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
১৬| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:০১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অতীব চমৎকার।।
০৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৩০
ভিয়েনাস বলেছেন: অনেক ধন্যবাদ
১৭| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০১
অদৃশ্য বলেছেন:
দারুন... দারুন ভিয়েনাস, দারুন হয়েছে লিখাটি... খুবই ভালো লেগেছে লিখাটি আমার...
আহা পুরনো কবিতার খাতা... প্রিয় কবিতার খাতা...
শুভকামনা...
০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
ভিয়েনাস বলেছেন: পড়ার জন্য আবারো অনেক অনেক ধন্যবাদ ।
শুভকামনা আপনার জন্যও
১৮| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৪
সোনালী ডানার চিল বলেছেন:
অনেকদিন পর আপনার খুব চমৎকার
কবিতাটি পড়ে আপ্লুত
মেঘ ভরা মনাকাশের দ্বারে কড়া নেড়ে
স্থির দাঁড়িয়ে আছে পুরনো স্মৃতির বাহক,
অবশেষে সকল অবৈধ সীমানা ভুলে,
আমি তোমাকে গ্রহণ করি,অবহেলায় নয়.
শুভকামনা রইল...........
০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
ভিয়েনাস বলেছেন: আপনার অনেক চমৎকার চমৎকার লেখা জমা পড়ে গেছে। আশা করছি সময় সুযোগ বুঝে পড়ে ফেলবো।
শুভ কামনা আপনার জন্যও ব্রো।
১৯| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার!!!!
০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
ভিয়েনাস বলেছেন: অনেক ধন্যবাদ বর্ষণ ।
২০| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০০
রাতুল_শাহ বলেছেন: ভাল লাগলো ভিয়েনাস ভাই।
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০০
ভিয়েনাস বলেছেন: অনেক ধন্যবাদ ব্রো।
২১| ১১ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১২
একজন আরমান বলেছেন:
ঈদ মুবারক আপু।
১১ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৭
ভিয়েনাস বলেছেন: ঈদ মোবারাক
কেমন কাটালেন ঈদ?
২২| ১১ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৯
একজন আরমান বলেছেন:
সাদামাটা। আপনার?
১১ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৩
ভিয়েনাস বলেছেন: মোটামুটি
২৩| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৭
নাজিম-উদ-দৌলা বলেছেন:
আপনার কবিতা চমৎকার লাগে।
আপনাকে অনুসরনে নিলাম।
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ২:১২
ভিয়েনাস বলেছেন: অনুসরণে অনুপ্রানীত হলাম....
আপনি আছেন আমার অনুসরণে ।
অনেক ধন্যবাদ
২৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৮
আদনান শাহ্িরয়ার বলেছেন: কেনও জানি একটা কবিতার খাতা তৈরি করতে ইচ্ছে করছে । ভালো লাগা !
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৯
ভিয়েনাস বলেছেন: তৈরি করে ফেলুন কবিতার নয়তো গল্পের খাতা কারন আপনি তো চমৎকার গল্প লিখগেন
২৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৮
আদনান শাহ্িরয়ার বলেছেন: চেষ্টা করেছিলাম , হয়নাই । গুছিয়ে রাখার ক্ষমতা আমার নেই বললেই চলে !
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫০
ভিয়েনাস বলেছেন: গুছানোর কি দরকার। এলোমেলোই তো ভালো .....
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ২:২৬
শায়মা বলেছেন: অনেকদিন পর অনেক সুন্দর!!!