![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কত শত কাব্য আমার,
শহরে বাধানো শব্দ আমার,
চিৎকার করে হয়নি বলা
তাই কি হয় নাকি কখনো?
স্ফিত-ফাঁপা, খানিকটা কাঁপা
দুর থেকে ভেসে আসা,
অব্যক্ত-অন্তহীন ধ্বনিগুলা,
বুঝে উঠতে পারিনি এখনো ।
সত্যিই! কি ভাবছো?
আমি আর ভাবতে পারি না
ক্লান্ত পথিকের গল্পগুলা
যায়না আর সাজানো ।
বেহুশ হৃদয় আবার বিধ্বস্ত হয় নাকি?
সে তো ছিলো তোমার বাহানা
কান পেতে শুনতে চাইতে,
করতাম না কখনো মানা ।
আবার আমাকে ভাসতে হবে
শুনেছি, এভাবেই নাকি চলতে হবে
আমার ভেসে ওঠার গল্প শুনবে?
শোনো, এই মেয়ে... শোনো না...
২| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৫
সুমন কর বলেছেন: ভালো লাগলো ।
৩| ২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কাব্যে ভালো লাগা জানিয়ে গেলাম,
শুভকামনা
৪| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৯
কথাকথিকেথিকথন বলেছেন:
কবিতা ভাল লেগেছে । যেন একটা প্রেমিক হৃদয় আছে...
৫| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ২:০৯
জাহিদ অনিক বলেছেন:
আবার আমাকে ভাসতে হবে
শুনেছি, এভাবেই নাকি চলতে হবে - চলতেই হবে।
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৬
নীলপরি বলেছেন: বেহুশ হৃদয় আবার বিধ্বস্ত হয় নাকি?
সে তো ছিলো তোমার বাহানা
কান পেতে শুনতে চাইতে,
করতাম না কখনো মানা ।
--
বেশ ভালো লাগলো ।