![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কত আশা করে তোমার পথ চেয়ে বসে ছিলাম
তুমি আসবে, তুমি আসলে সব রঙিন হয়ে যাবে,
বুক ভরা ভালবাসা নিয়ে তোমার জন্য অপেক্ষা করেছি
তুমার কথা ভেবে কত স্বপন দেখেছি।
তুমি এলে বুঝি এই,
তুমি আসবে অবশ্যই আসবে।
না তুমি আসনি আমার অপেক্ষার প্রহর শেষ হয়নি
আমার হাতের ফুলগুলো শুকিয়ে গেছে
দুটি চোখ রক্তশূন্য হয়ে গেছে তবু স্বপ্ন দেখা থামেনি
তুমি আসবে অবশ্যই আসবে।
কতরাত নির্ঘুম কেটেছে তোমার অপেক্ষায়
ভোরের আলো চোখ ধাঁদিয়ে দিয়ে গেছে
তবু এই চোখ তোমাকেই খুজে ফিরেছে
শত শত মানুষের ভীরে,পায়নি তোমায়
তবু বিশ্বাস তুমি আসবে
অবশ্যই আসবে।
আমি যে আজো বসে আছি তমার আশায়
তুমি দেখতে পাওনা?? তুমি শুনতে পাওনা
আমার আকুতি???
পুর্বে প্রকাশিত
৩১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:০৯
আবছায়া বলেছেন: ধন্যবাদ
২| ৩১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:১০
আকাশ মাহমুদ০০৭ বলেছেন: ভাই কি লিখলেন দিলে গাইথা গেল যে
ধন্যবাদ এই সুন্দর লিখাটার জন্য
+++++++++++++++++++++
৩১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৪৪
আবছায়া বলেছেন: অনেক অনেক ধ্যনবাদ ভাই
৩| ৩১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:২৭
স্বপ্ন কাঠি বলেছেন: হোকনা যন্ত্রণা, যাপিত চেতনা,
নিদারুন কষ্টে , রগ উঠা স্বরে,
তুমি আসবে , অবশ্যই আসবে।
৩১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৪৫
আবছায়া বলেছেন: তুমি আসবে, অবশ্যই আসবে, আস্তে হবেই তোমাকে আমি যে তোমার অপেক্ষায় আছি।
অনেক ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:০৪
লাবনী আক্তার বলেছেন: ভালোলাগা দিলাম।