![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন সম্পর্কে আমার স্ত্রীর অপরিমেয় অজ্ঞতা ও চূড়ান্ত যুক্তিহীনতা আমাকে নিরন্তর বিস্মিত করে।
একবার আমাকে অফিস থেকে ওম্স্ক নামের শহরে বিজনেস ট্রিপে পাঠানো হয়েছিল। সাপ্লায়ারদের কাছ থেকে যন্ত্রপাতি বুঝে নেওয়ার জন্য। যাওয়ার আগে স্ত্রী বলল, ‘খুব ভালো হলো। ওখানে গিয়ে তুমি হোটেলে থাকতে না চাইলে কেশার বাসায় উঠতে পারবে।’
‘শোনো, আমি যাচ্ছি ওমেস্ক, আর তোমার ভাই কেশা থাকে তোমেস্ক। আমি কীভাবে তার বাসায় গিয়ে উঠব? নাকি তোমার ধারণা, ওম্স্ক আর তোম্স্ক একই শহর?’
‘রাগ করছ কেন!’ সে বলল। ‘আমি স্রেফ মনে করিয়ে দিলাম। যদি কাজে লাগে!’
আমি নীরবে কাঁধ ঝাঁকালাম।
ওমেস্ক পৌঁছানোর পর আমাকে জানানো হলো, আমাদের অর্ডার অনুয়ায়ী যন্ত্রপাতি সব প্রস্তুত, তবে ডিরেক্টরের স্বাক্ষর ছাড়া সেসব আমার হাতে দেওয়ার অধিকার তাদের নেই। আর ডিরেক্টর এখন নভোসিবিরস্কে। দুই সপ্তাহের সেমিনারে। একটু ভেবে নিয়ে আমি নিজেই রওনা দিলাম নভোসিবিরস্কের উদ্দেশে। ওখানে গিয়ে জানা গেল, সেমিনারের স্থান পরিবর্তন করে নিয়ে যাওয়া হয়েছে তোমেস্কর অত্যন্ত অগ্রসর এক কারখানায়। এভাবেই কেশার বাসায় অতিথি হতে হলো আমাকে।
‘দেখলে তো,’ স্ত্রী বলল তৃপ্তির সুরে, ‘অথচ তুমি বলেছিলে ওম্স্ক নাকি তোম্স্ক নয়। তুমি শুধু তর্ক করার সুযোগ খোঁজো!’
কিছুদিন আগে ফ্রান্সে যাওয়ার সুযোগ হয়েছিল আমার, টুরিস্ট হিসেবে।
‘ইশ্! কী যে ঈর্ষা হচ্ছে আমার!’ দীর্ঘশ্বাস ফেলে বলল আমার স্ত্রী। ‘ফ্রান্সে যাওয়ার কী যে স্বপ্ন আমার! একটা অনুরোধ করি, পিসার বিখ্যাত সেই হেলানো টাওয়ারের সামনে অবশ্যই একটা ছবি তুলো।’
‘তুমি মনে হয় আইফেল টাওয়ারের কথা বলতে চেয়েছিলে, তাই না?’ নিশ্চিত হতে প্রশ্ন করলাম তাকে।
‘আইফেলের টাওয়ারও হেলানো নাকি?’ ভুরু কুঁচকে জিজ্ঞেস করল সে।
‘না। হেলানো টাওয়ার আছে পিসায়। আর পিসা ইতালিতে। এবং আমি যাচ্ছি ফ্রান্সে। তাহলে পিসায় কী করে ছবি তুলব, বলো?’
‘তোমাকে কোনো অনুরোধও করা যায় না!’
আমি নীরবে কাঁধ ঝাঁকালাম।
আমাদের প্লেন যখন ফ্রান্সের আকাশে, তখন স্টুয়ার্ডেস হঠাৎ ঘোষণা করল, ফ্রান্সের সব এয়ারপোর্টের কর্মচারীরা ধর্মঘট পালন করছে, অতএব আমাদের ল্যান্ড করতে হবে প্রতিবেশী দেশে, যেখানে ধর্মঘট সবেমাত্র শেষ হয়েছে। এভাবেই আমি পড়লাম গিয়ে ইতালিতে।
পিসার হেলানো টাওয়ারের সামনে তোলা ছবিটা পরে স্ত্রীকে যখন দেখালাম, সে আমাকে চুমু খেয়ে বলল, ‘দেখলে তো! অথচ তুমি বলছিলে, আইফেল টাওয়ার হেলানো নয়!’
(ঈষৎ সংক্ষেপিত)
মূললেখাঃ ভ্লাদলেন বাখনোভ
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১০
ভীনদেশী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকুন সবসময়।
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৪৯
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর ++
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১০
ভীনদেশী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকুন সবসময়।
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০৮
অঞ্জন ঝনঝন বলেছেন: ভাল্লাগছে
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১০
ভীনদেশী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকুন সবসময়।
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১৮
শায়মা বলেছেন: হা হা ভাইয়া!
ভাবীজিকে অনেক অনেক ভালোবাসা!
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২১
ভীনদেশী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকুন সবসময়।
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৮
শায়মা বলেছেন: হা হা ভাইয়া
সব উত্তর কিন্তু কপি পেস্ট হচ্ছে।
ভাবীকে বলে দেবো।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৫
ভীনদেশী বলেছেন: আমাকে জীবিত দেখতে চাইলে ভুলেও ওটা করবেন না শায়মা।হা হা হা
আমি এখনই কপি পেস্ট করা ছেড়ে দিলাম। এই দেখুন আপনাকে এবার ধন্যবাদ জানালাম ডাচ ভাষায়ঃ Bedankt voor je commentaar
৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৯
অনুকথা বলেছেন: দারুন লাগলো
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৬
ভীনদেশী বলেছেন: মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন
৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৯
সেলিম৮৩ বলেছেন: বাহ, বিরাট এক কাকতালীয় ব্যাপার!
অাসলে স্ত্রীর কথা ফেলে দিতে নেই বা অবহেলা করতে নেই।
এটাই হয়তো বুঝাতে চেয়েছেন লেখক।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৯
ভীনদেশী বলেছেন: সত্যিই কাকতালীয় ব্যাপার!
আমি যেহেতু লেখক নই তাই ঠিক বলতে পারবো না যে লেখক সত্যিই কি বোঝাতে চেয়েছেন। ভালো থাকুন
৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৯
শায়মা বলেছেন: তোমাকে জীবিত দেখতে চাই ভাইয়া। আর সাথে আরও চাই তুমি ভাবীজির ভয়ে আমাদেরকে আরও আরি নিউ নিউ ভাষা শিক্ষা দাও!
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৮
ভীনদেশী বলেছেন: জীবিত দেখতে চাওয়ার জন্য আমি সহ আমার স্ত্রী কৃতার্থ।নাহলে যে ওকে অকালেই সাদা কাপড় পরতে হতো।
গুগল ট্রান্সলেটর থাকায় আমি আত্মবিশ্বাসী। কেবল বলেন কোন কোন ভাষা শিখতে চান। হা হা হা
৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫১
পথহারা মানব বলেছেন: হা হা হা....আমিতো শেষ....তাহলে কি এখন থেকে বউয়ের যুক্তিহীন কথাও শুনতে হবে!!!
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৯
ভীনদেশী বলেছেন: আসুন তাই করি পথহারা মানব।হা হা হা
১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৬
শায়মা বলেছেন: না না ভাবিজী আর তুমি শত শত বছর সেই একই রকম পোষাক পরা বুড়াবুড়ির মত নেক্সট রঙ্গিন পোষাকের রেকর্ড করো! এই দোয়া করি।
তবে পথহারা মানবের কথায় কান দিওনা ভাইয়া। ওর মাথা খারাপ কখন কি বলে নিজেও জানেনা। বিশ্বাস না হয় তাকেই জিগাসা করে দেখো।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২০
ভীনদেশী বলেছেন: আপনার প্রত্যাশার মতো শত বছরের বুড়াবুড়ি যুগল হতে পারলে সত্যিই দারুন হবে। আর তাছাড়া ঐ সময় দাত না থাকার কারনে ওর কামরে দেয়ার কোন ভয় থাকবেনা আমার, তাই শান্তিতেই থাকবো হয়তো।
ঠিক আছে পথহারা মানবের কথা থেকে কান সরিয়ে নিলাম । হা হা হা
১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৫
পথহারা মানব বলেছেন: ভীমদেশি ভাই দেখেনতো আমি কি কিছু বলেছি!! @ শায়মা কেমন গায়ে পরে ঝগড়া করতে আসছে!!!
অবশ্য আমি এসব খুকিদের কথায় কান দেই না, ভাই আপনি আসার সময় ওর জন্য কিছু লেমনচুস নিয়ে আইসেন
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৩
ভীনদেশী বলেছেন: না আপনি কিছুই বলেননি একেবারে চুপচাপ আছেন।হা হা হা
১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩১
শায়মা বলেছেন: হায় হায় ভাবিজী কামড়ও দেয়!!!!!!!!!!!!!!!!!
@পথহারা পাগলাভাইয়া কবে তুমি শকুন্তলা (শকুনীর) দেখা পাবে সেই আশাতে চেয়ে আছি!!!!!!!!!!!
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৫
ভীনদেশী বলেছেন: হু কখনও কখনও দেয়। তবে ভয় পাবার কিছু নাই কামড় সে বড়ই আস্তে করিয়া দেন। হা হা হা
১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৪
পথহারা মানব বলেছেন: @ শায়মা এটা ভিনদেশি ভাইয়ের পর পোস্ট এখানে তোমার ঝগড়াঝাটি কি মানায়!!!! অনান্য পাঠকরা ব্যাপারটাকে কি ভালোভাবে নেবে?
আমি বুঝতে পারছি সেদিনের হারের যন্ত্রনা যে তুমি বুলতে পারছ না....তাই আবোল-তাবোল মন্তব্য শুরু করে দিয়েছ!!!! ইটস ওকে আমিই হার মেনে নিচ্ছি..এবার খুশি
আমি দোয়া করি আল্লাহ যেন তোমাকে তোমার মনের মত একটা রাজকুমারের সাথে দেখা পাইয়ে দেয়।
এবার এখানে রণে ক্ষান্ত দেও আপুটি!!!!
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৮
ভীনদেশী বলেছেন: সমস্যা নাই ভাই আপনাদের ঝগড়াঝাটিতে আমার ধার করা পোস্টটা হিট হইলেতো দারুন হবে।
১৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৭
মনিরা সুলতানা বলেছেন: হইলো তো
আগেই কইছিলাম
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৯
ভীনদেশী বলেছেন: আমিও এটাই ভাবছিলাম।
১৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৯
শায়মা বলেছেন: এহলে! আসছেন আমার নিজে নিজেই জয়ী ঘোষনা দিতে @ পাগলা পথহারা ভাইয়া!
১৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫০
গেম চেঞ্জার বলেছেন: বাহঃ সোনার ডিম পাড়া স্ত্রী!
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১০
ভীনদেশী বলেছেন: একেবারে এস্ট্রোলজার স্ত্রী ভাই গেম চেঞ্জার।
১৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪১
খোলা মনের কথা বলেছেন: নারী অদ্ভুদ এক জাতি। এস্টোলজারও ফেল মারবে নিশ্চিত
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২৮
ভীনদেশী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকুন সবসময়।
১৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৪
শায়মা বলেছেন: জ্যোতিষীভাবীর জন্য স্পেশাল হীরক দন্ত জ্যুয়েলারী পাঠানো হইবেক!
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩২
ভীনদেশী বলেছেন: হীরা সবথেকে কঠিন পদার্থ তােই বুঝি হীরক দন্ত!!
১৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৪
ছায়াহরিণ বলেছেন: চমৎকার একটি পোস্ট!
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২৯
ভীনদেশী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকুন সবসময়।
২০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০০
নাসের গ্যাং ০০৭ বলেছেন: সামিউল ইসলাম বাবু বলেছেন: মেয়েরা সবকিছু একটু অাগে অনুভব করতে পারে, প্রাকৃতিগতভাবে।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২৯
ভীনদেশী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকুন সবসময়।
২১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৩
অনুকথা বলেছেন: দেখলে তো!
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩৩
ভীনদেশী বলেছেন: হু দেখলাম।
২২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫১
সুলতানা রহমান বলেছেন: এইটা তাহলে ভ্লাদলেন বাখনোভ তার বউয়ের কথা বললেন। আমি ভাবলাম আপনি আপনার বউয়ের নিন্দা করছেন। আমি আপনার নিন্দা করার জন্য তৈরি হয়েই শুরু করলাম
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩৪
ভীনদেশী বলেছেন: ভ্যাগিস লেখাটা ভ্লাদলেন বাখনোভের ছিলো নইলে সুলতানা রহমান .....
২৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪২
পথহারা মানব বলেছেন: ভাই আপনার পোষ্টতো হিট হইয়া গেছে আমার আর শায়মার ঝগড়ার কল্যানে!!!
এবার থেকে চোখ বন্ধ কইরা ভাবির কথা শুনবেন আই মিন না শুনলেও সায় দিয়া যাইবেন!!
@ শায়মা, আমি কিন্তু তোমাকেই জয়ী ঘোষনা করেছি, কেননা বাচ্চাদের কান্না আমি সইতে পারিনা
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩৫
ভীনদেশী বলেছেন: ঝগড়া জিন্দাবাদ।
২৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৬
ঢাকাবাসী বলেছেন: স্ত্রীয়াশ্চরিত্রম দেবা ন জানন্তি ক্যুত মনুষ্য! ভাল অনুবাদ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২৯
ভীনদেশী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকুন সবসময়।
২৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৪
আরণ্যক রাখাল বলেছেন: বিনোদিত হলুম খানিক
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩৬
ভীনদেশী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকুন সবসময়।
২৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাস্তব কমেডি এন্ড মিরাকল! দারুণ লিখেছেন...
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩০
ভীনদেশী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকুন সবসময়।
(মূল লেখাটা আমার নয়)
২৭| ১৪ ই মে, ২০১৭ দুপুর ১:৪৮
অনুকথা বলেছেন: নতুন করে আর একবার পড়লাম। দারুন
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:১৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: মেয়েরা সবকিছু একটু অাগে অনুভব করতে পারে, প্রাকৃতিগতভাবে।