নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৃত্যুক্ষুধা, শব্দক্ষুধা, ছন্দক্ষুধা, পতনক্ষুধা, জাগরনক্ষুধা, বিলাসিতারক্ষুধা, না-পাওয়ারক্ষুধা, হারানোরক্ষুধা, আকাঙ্ক্ষারক্ষুধা, খাদ্যক্ষুধা, প্রেমেরক্ষুধা, ভালবাসারক্ষুধা, আহ্লাদীক্ষুধা ------------ আমার জীবনটাই ক্ষুধাময় !

ভার্চুয়াল কবি

বোহেমিয়ান সময়ের ভাবুক

ভার্চুয়াল কবি › বিস্তারিত পোস্টঃ

ভালো আছি

২৯ শে জুন, ২০১৫ রাত ১২:৩৭

যে পথ মাড়িয়েছ পথিক ! অবহেলায় দু'পায়ে
সেই পথ আবার মারাতে হবে, তোমার শেষের নিদানে ।

যে পথে হারিয়েছো রঙ্গিন শতেক ফানুস
বহু দূরে হেঁটে আজ কেন, সেই পথের লাগি কান্দিস !

মরুর বুকেও ঝড় ওঠে, জানো না ঠিক তাই
লোভী হয়ে স্বপ্ন ভেঙ্গে, গাও মিথ্যা সাফাই ।

পার্বতী, জুলিয়েট, বিবি জুলেখা প্রেমিকার ইতিহাস
তুমি, তোমরা, মীর জাফর, ঘসেটি বেগম বেঈমানের অপবাদ।।

তোমাকে তুমি সাজিয়ে নিও ঠিক তোমার মত করে
বিশ্বাসী সে বালক পড়িয়া আছে, নিঠুর অন্ধকারে ।

হাসির পিছনেও কান্না থাকে, আঁধার কালো রাত
কাটিয়া গেলে জানিবে বালিকা আসে স্নিগ্ধ প্রভাত ।

তোমার ঘরে আলোক জ্বলুক, আমার আঁধার রাতের সাথী
আমাকে ভালো থাকতেই হয়, আমি ভালো আছি ।




-(দিন তারিখ জরুরী কিনা বুঝতে পারি না )

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.