নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৃত্যুক্ষুধা, শব্দক্ষুধা, ছন্দক্ষুধা, পতনক্ষুধা, জাগরনক্ষুধা, বিলাসিতারক্ষুধা, না-পাওয়ারক্ষুধা, হারানোরক্ষুধা, আকাঙ্ক্ষারক্ষুধা, খাদ্যক্ষুধা, প্রেমেরক্ষুধা, ভালবাসারক্ষুধা, আহ্লাদীক্ষুধা ------------ আমার জীবনটাই ক্ষুধাময় !

ভার্চুয়াল কবি

বোহেমিয়ান সময়ের ভাবুক

ভার্চুয়াল কবি › বিস্তারিত পোস্টঃ

চাওয়া

২৩ শে জুলাই, ২০১৫ রাত ১০:৫০

একটাই চাওয়া, একটা রাত তুই আমার সাথে থাক
সে রাতে মোর চোখের সব - অশ্রু মুছে যাক ।
বালিকারা বুঝি এটাই ভাবে, "দিয়েছি একটা ধোঁকা"
পৃথিবীর সব বালকরাই বুঝি আমার মত হয় বোকা ।
একটা রাত্রি ম্লান চাঁদের জ্যোস্না দেখ তুই
একটাই চাওয়া, শুধু একটা রাত্রি আমি নিশ্চিন্তে ঘুমাই ।
বালিকার মুখে মধু আর বুকে নিষ্ঠুরতা
বালকরাই কেঁদে মরে নিয়ে ভীষণ বিষন্নতা ।
একটা বিকেল আসুক তোর বিরহী সন্ধ্যা লগন
কষ্ট তোর শুধু সুখ প্রবাহে ভরে যাক মোর মন ।
ছলনা ভরা ভালবাসায় একদিন, তোর হৃদয়টা ভরুক
আমার কান্না বুঝিস সেদিন, তোর মনেতে রক্ত ঝরুক ।
একটা দিন তোর সুখগুলো সব আমায় দিয়ে দিস
একটা দিন আমার সমস্ত দুঃখ তুই নিয়ে দেখিস ।
অন্ধকারে ভীষণ জ্বালায় তোর বুকে কি আগুন ঝড়ে ?
আমার চোখে চোখ রেখে বল কখনও ভালই বাসিস নি মোরে !
-২০১৪ সাল

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৫ রাত ১১:০২

রূপস আমীন বলেছেন: সুন্দর। অনেক ভালো লাগলো।

২| ২৩ শে জুলাই, ২০১৫ রাত ১১:৩০

ভার্চুয়াল কবি বলেছেন: আপনাকে ধন্যবাদ রুপস আমীন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.