নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৃত্যুক্ষুধা, শব্দক্ষুধা, ছন্দক্ষুধা, পতনক্ষুধা, জাগরনক্ষুধা, বিলাসিতারক্ষুধা, না-পাওয়ারক্ষুধা, হারানোরক্ষুধা, আকাঙ্ক্ষারক্ষুধা, খাদ্যক্ষুধা, প্রেমেরক্ষুধা, ভালবাসারক্ষুধা, আহ্লাদীক্ষুধা ------------ আমার জীবনটাই ক্ষুধাময় !

ভার্চুয়াল কবি

বোহেমিয়ান সময়ের ভাবুক

ভার্চুয়াল কবি › বিস্তারিত পোস্টঃ

ভুলে গেছি !

২৫ শে জুলাই, ২০১৫ রাত ১২:২০

ভুলে গেছি যা ছিল স্মৃতি প্রকৃ্তির অবহেলায়
ক্যালেন্ডারের পৃষ্ঠাগুলো শুধু দেয়ালেই মিশে রয় ।

ভুলে গেছি আজ তুমি তুমি তুমি বলে কেউ নেই
গান-কবিতা, উপন্যাসে আছে তুমিটা ছাড়া সবই ।

মন অতীত ভুলেছে, খুব যতনে প্রকৃ্তির খেয়ালে
নিত্য নতুন সূর্য্য হাসে, ক্যালেন্ডারের পৃষ্ঠায় দেয়ালে ।

বদ্ধ ঘরে আঁধার কোনে মুখ লুকিয়ে থাকি
ভুলেই গেলাম; এই জীবনে তোর সব কিছুই ফাঁকি ।

তোর বাগানে কি ফুল ফোঁটে আজও মায়াবি জ্যোস্নায় ?
আজও কি স্বপ্ন বুনিস তোর ধূর্ত চোখের পাতায় ?

কপালে কি টিপ পরিস বেরোতে গেলে আজও ?
এত মানুষের ভীড়ে কি কারও গভীর দু'চোখ খোঁজ ?

কোন ভালবাসা হাত রাখে রোজ ঐ শরীরের খাঁজে ?
হেসে কি উঠে তোর চোখ আজও প্রেমের কাজলে ?

তোর চোখ কি আজও সুখ অথবা দুঃখের বৃষ্টি ঝড়ায় ?
না না না কিছুতেই আর এগুলো আমার প্রশ্ন নয় !!!
- June 14, 2015

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ১২:৩৪

জেন রসি বলেছেন: ভালো হয়েছে!!! :)

২| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ১২:৪৯

ভার্চুয়াল কবি বলেছেন: আপনাকে ধন্যবাদ জেন রসি

৩| ২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৭

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল। গ্যাপ দিলে পড়তে ভালো হতো।

৪| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ১১:০৩

ভার্চুয়াল কবি বলেছেন: ধন্যবাদ সুমন কর , আপনার সাজেশান টা মাথায় রইল , এরপর গ্যাপ দিয়ে লেখার চেষ্টা করব!

৫| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ১১:১৩

ডার্ক ম্যান বলেছেন: ভুলতে চায় অনেক কিছু কিন্তু ভুলতে পারি নি। ভুলতে চায় নি তার মুখখানি কিন্তু ভুলে গেছি স্রষ্টার লীলায়।
আপনার কবিতা ভালোই লেগেছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.